নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এম মাসুদ ভুবন।

শামীম মোহাম্মাদ মাসুদ

আমি খুব সাধারন একটা ছেলে বেড়ে উঠা গ্রামে, আর ভালোবাসি বাংলাদেশ। পড়তে খুব পছন্দ করি, মাঝে মাঝে লিখারও চেষ্টা করি।

শামীম মোহাম্মাদ মাসুদ › বিস্তারিত পোস্টঃ

হৃদিতাফুল

৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:২৩


আমার একটা ফুল আছে, অনন্য সুন্দর ফুল।
আমি যাকে ঘরে অতি যত্নে সাজিয়ে রেখেছি।
সে ডুবিয়ে রেখেছে আমায়,
ভীষণ ভালোবাসায় আর গভীর মায়ায়।
শিউলি কিংবা মাধবীলতা নয়-
ফুলটির নাম দিয়েছি হৃদিতাফুল।

আমার হৃদিতাফুল রোজ সকালে ফোটে।
ভেজা চুল ঝেড়ে আমাকে দেয় স্নিগ্ধ ছোঁয়া।
সমগ্র ঘরে সারাদিন সুবাস ছড়ায়,
মুক্তার মত ঝলমলে হাসি উড়ায়,
নরম পায়ে ছটফট ছুটে বেড়ায় সে।

আমার ফুলটির মিষ্টিমধুর ফুটন্ত রূপ।
তার চোখে অদ্ভুত আলো ফুটে,
দেয়াল ভেদ করে সে আলো পৌঁছে যায়-
দিগন্তের শেষ সীমারেখায়।
আমাকে সে কাছে টানে পরম মমতায়।

পৃথিবীর সব ফুলের চাইতে সুন্দর সেই হৃদিতাফুল।
মায়া দেয়, ভালোবাসা দেয়-প্রেমিকার মত,
ছায়া হয়ে পাশে থাকে-বটবৃক্ষের মত।
আমি তারে গায়ে মাখি, বুকে রাখি
কাছাকাছি লেগে থাকি যত পারি।

হৃদিতাফুলের আকাশ সমান মন,
যে আকাশ আমাকে ঘিরে থাকে।
বৃষ্টি হলে সে ফুল হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়, ভিজে যায়।
নতুন করে স্নিগ্ধ হয়ে ফোটে।
আমি তার আনন্দ দেখে বিমোহিত হই।

হৃদিতাফুলের নিঃশ্বাসেই সুগন্ধ ছড়ায়।
তার চোখের চাহনিতে আমার পৃথিবী রঙিন হয়,
কষ্টগুলো গলে যায় একফোঁটা শিশিরের মত।
আমি তার কণ্ঠ শুনে স্বপ্ন বুনি,
তার একটুখানি অভিমানেই আকাশ মেঘে ঢেকে যায়।
সে যদি মুখ ফিরিয়ে থাকে,
আমার দিন মলিন হয়, রাত নির্ঘুম কাটে।

তবু সে ফিরে আসে,
মিষ্টি চোখে তাকিয়ে বলে—
“আমি আছি, থাকব, সারাটি জীবন।”
আমি তাকে আবার হৃদয়ে লুকাই,
নিঃশ্বাসে রাখি, দেহে মাখি, আলিঙ্গনে জড়িয়ে ধরি।
আমার হৃদিতাফুল শুধু ফুল নয়—
সে আমার নিঃশ্বাস, পবিত্র প্রার্থনা।
আমার লুকানো অশ্রু আর অপ্রকাশিত কবিতা।
সে আমার অপরাজেয় ভালোবাসা, সমস্ত খুশি।

রাতে যখন চারপাশ নীরব হয়
আমি অনুভব করি, ওর স্পর্শ গায়ে লেগে আছে।
মুখে লেগে থাকা হাসি, চোখের গভীরতা,
ভালোবেসে বলা কথা আর নীরব প্রতিশ্রুতি,
আমাকে তার আরো কাছে টেনে নিয়ে যায়।

সে আমার হৃদয়ের মধ্যে বুনে দিয়েছে সুন্দর এক বাগান,
যেখানে শুধুই তার সুবাস, তার স্পর্শের স্পন্দন।
আমি সেই বাগানে বসে সারারাত স্বপ্ন দেখি,
জোছনা আর বৃষ্টির মাঝে তার হাত ধরে হাঁটি।
তাকে চুমু খাই, আবেগে ভাসি।

সে শুধু আমার ঘর ভরায় না
সে আমার জীবন ভরায়, আত্মা ভরায়,
আমাকে মানুষ করে, প্রেমিক করে।
আর শেখায়, কীভাবে নিঃশর্তভাবে ভালোবাসতে হয়।
কিভাবে ভালোবাসায় অন্যকে ছাড়িয়ে যেতে হয়।
আমি রোজ তার কাছে প্রেম শিখি।

তাইতো গোলাপ কিংবা বকুল নয়,
আমার সবচেয়ে প্রিয় ফুল, হৃদিতাফুল।।

(হৃদিতাফুল/©শামীম মোহাম্মদ মাসুদ)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:৪৮

শামীম মোহাম্মাদ মাসুদ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা।

২| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.