![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জন্মের পর থেকেই সমস্যার শুরু।
গতানুগতিক জীবনে কতগুলো সমস্যার মোকাবেলা করে একজন মানুষকে বাঁচতে হয়।
অপ্রাপ্ত বয়সে সমস্যা কম থাকে, সেসব ছোটখাটো সমস্যা সমাধানের জন্য অনেকেই এগিয়ে আসে। কিন্ত সক্ষম থাকা সত্ত্বেও যদি অন্যের সাহায্যের আশায় কেউ বসে থাকে তার মতো হতভাগা দ্বিতীয় নেই।
শুধুমাত্র অলস আর বোকারাই নিজের সমস্যার সমাধান অন্যের কাছে আশা করে।
বড় কোনো সমস্যাকে যারা ছোট করে দেখে, সমধানটা তাদের জন্য সহজ হয়ে ওঠে।
কিন্ত যারা ছোটখাটো সমস্যাকে বড় করে দেখে কেবল তারাই হতাশায় ভোগে !
যেকোনো সমস্যাই আসুক না কেনো,
সমধান খোঁজার আগে আপনাকে ভাবতে হবে সেটা সমাধানযোগ্য কিনা। কারন কিছু প্রাকৃতিক সমস্যা আছে, যেগুলোর শতভাগ সমাধান কখনও সম্ভব না।
যেমন- আপনার বাড়ি যদি হয় নদীর পাশে, বাড়িটি কোনও একসময় নদীর জোয়ারে ভেঙ্গে পড়তে পারে। সুতরাং এমন সমস্যার সমাধান নেই।
এই ধরনেরসমস্যাগুলোকে সাদরে গ্রহন করেই চলতে হবে আপনাকে। নতুবা ঘরবাড়ি অন্যত্র স্থানান্তর করতে হবে।
অথবা,
আপনার সুন্দর ত্বক দিনদিন নষ্ট হয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের কাছ থেকে বুদ্ধি নিয়ে আপনি ত্বকরক্ষার আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছেন।
আপনার বোঝা উচিত ত্বক আর ফিরে আসবেনা। কারন মানুষের জীবনে শুধুমাত্র একবারই প্রাকৃতিক নিয়মে ত্বক সুন্দর হয়। সেই সুন্দর ত্বককে কিছু সময়ের জন্য ঠিক রাখা যায় (আপনি যদি যত্নবান হন)
বয়স বাড়ার সাথে সাথে ত্বকে পরিবর্তন আসবে। কোনো একসময়ে আপনার সুন্দর ত্বক অসুন্দর হয়ে উঠবে। আপনি ত্বকরক্ষার শতচেষ্টা করেও ব্যর্থ হবেন।
ফেয়ার অ্যান্ড লাভলী, তিব্বত স্নোর ডিব্বা গিলে খেলেও ত্বক আর মেরামত করতে পারবেন না।
এটাই চিরায়িত নিয়ম...
অনেকে ঘরে জরুরী ওষুধপত্র রাখেন। যাকে বলা হয় 'First aid'
জ্বর, গ্যাস্ট্রিক, সর্দিকাশি, ছোটখাটো কাটাছেঁড়া ... এই জাতীয় অসুখের জন্য সাধারনতঃ ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়েনা।
আপনার সামান্য সাবধানতাই কিন্ত অনেক বড় সমস্যার সমাধান হতে পারে।
জন্মের পর থেকেই সমস্যার শুরু... মৃত্যু অবদি সমস্যা চলবেই।
পৃথিবীতে শতভাগ সুখী কোনো মানুষ নেই। প্রেসিডেন্ট বারাক ওবামারও সমস্যা আছে, মুদি দোকানদার কাশেমেরও সমস্যা আছে। সমস্যা আছে ফুটপাথের ভিক্ষুকদেরও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সমস্যার কথা আমি জানি। সেটা হলো তিনি কানে কম শোনেন। মেশিন লাগিয়ে কাছের মানুষদের কথা শুনতে পান। কিন্ত মেশিন কোনো স্থায়ী সমাধান নয়। এই সমাধানঅযোগ্য সমস্যাকে তিনি মেনেই নিয়েছেন।
সুতরাং যেকোনো মুহুর্তে আপনার জীবনে সমস্যা আসবেই। সমস্যায় ভেঙ্গে না পড়ে মোকাবেলার জন্য নিজেকে সদাপ্রস্তত রাখুন...
©somewhere in net ltd.