![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে চলার পথে প্রতিটি ধাপে কোনো না কোনো মানুষের সংস্পর্শ আসেই।
আমরা চাই আমাদের সামনে দাঁড়ানো মানুষটি ভালো হউক। সৎ, নির্লোভ আদর্শবান হউক।
পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা নেহায়েত কম। সেজন্য ভালো মানুষ খুঁজতে হয়।
আমরা মানুষ। সামাজিক জীব।
সমাজ জীবনে নানান জটিলতা নিয়েই আমাদের বেঁচে থাকা লাগে। কখনো ভালো কাজ, কখনো মন্দ কাজ, কখনও বা অন্যের ক্ষতি করে নিজের স্বার্থউদ্ধার।
সব মানুষ ভালো হয়ে গেলে পৃথিবীতে মন্দলোক থাকতোনা। মন্দলোক না থাকলে ভালো মানুষের আলাদা কদর হতোনা।
অন্ধকার আছে বলেইতো আলোর এতো মুল্য...
সবাই-তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। হত্যা, লুটপাট, অনিয়ম আর ধর্ষনের বিরুদ্ধে কথা বলে।
সবাই যদি ভালো মানুষ হয়ে থাকে, তাহলে অপরাধগুলো কারা করে?
আচ্ছা,
ভালো মানুষের সংজ্ঞা কী?
ভালো মানুষ কি গাছে ধরে? ভিনগ্রহে বাস করে?
নিশ্চয়ই না।
ভালো মানুষ খুঁজে নিতে হয়। কারো চেহারায় ভালো মানুষের চিহ্ন লেগে থাকেনা।
ভালো মানুষ চেনা যায় ব্যক্তির কর্মগুণে।
আপাতদৃষ্টিতে আমরা ভালো মানুষ হিসেবে জানি সাধু সন্যাসীদের। যাঁরা ইহজীবনের সব মায়া মমতা ত্যাগ করে সমাজের বাইরে পড়ে থাকেন।
কিন্ত তাঁরাও বা পরিপূর্ণ ভালো মানুষ হবার কতটুকু গুনাগুণ রাখেন!
ভালো মন্দের ধারণা অনেকটা আপেক্ষিক।
আমার কাছে যা ভালো, অন্যজনের কাছে তা ভালো নাও হতে পারে। আমার কাছে যা মন্দ তা আরেকজনের কাছে মন্দ নাও হতে পারে। তারপরও নৈতিকতার সার্বজনীন গ্রহণযোগ্য একটা সংজ্ঞা আছে।
একজন মানুষের ভালো হওয়ার জন্য যে কয়টি উল্লেখযোগ্য গুণ রয়েছে,
সৎ, নিষ্ঠাবান, নির্মোহ, ন্যয়পরায়ন, সত্যবাদী, পরোপকারী, উদারমনা…
কতিপয় এই গুণগুলি যার মধ্যে বিদ্যমান, তিনিই ভালো মানুষ।
কিন্ত এই মহৎ গুণগুলোর অধিকারীতো সবাই হতে পারেনা। কেউ হয়তো সৎ নিষ্ঠাবান, কিন্ত তার মধ্যে লোভ আর অত্যধিক কৃপণতা রয়েছে, তবে তিনি পরিপূর্ণ ভালো মানুষ নয়।
অথবা তিনি একজন উদারমনা, মানবিক। কিন্ত অসৎ, কিংবা দুশ্চরিত্র, তাহলেও কিন্ত তিনি ভালো মানুষ নন।
প্রকৃতপক্ষে আমরা ভালো মানুষ হিসেবে জানি, যাকে দিয়ে আমাদের কর্মপথে স্বার্থউদ্ধার করা যায়। অর্থাৎ তিনি আমার উপকারে এসেছেন,
সেজন্য তিনি আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ। তিনি আমার কাছে যতটা ভালো মানুষ, অন্যের কাছে হয়তো তিনি ততটাই খারাপ মানুষ!
কাজেই কোনো মানুষের বাহ্যিক রূপ দেখে ভালোমন্দের বিচার করা যাবেনা।
ক্ষণিক পরিচয়ে কারো আচরণে মুগ্ধ হয়েও কিন্ত তাকে পরিপূর্ণ ভালো মানুষের সনদ দেয়া যাবেনা।
বহুদিন আগে একটা হিন্দি মুভিতে দেখেছিলাম প্রাইভেট প্লেনে দুইজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন পাইলট।
মাঝপথে হুইস্কি খেয়ে পাইলট বেঁহুশ হয়ে পড়েন।
বেকায়দায় পড়েন যাত্রীরা। দুজন যাত্রীর কারোই প্লেন চালানোর অভিজ্ঞতা নেই।
পরে অ্যাভিয়েশন কর্মীদের সাহায্যে কোনোমতে নিরাপদে ল্যান্ড করেন তারা।
ক্লিপটি যদিও হাস্যকর ছিলো কিন্ত এখানেও একটা শিক্ষা রয়েছে।
উড়োজাহাজে চড়তে হলে একজন ভালো পাইলট দরকার। অন্যথায় বিপদ অনিবার্য।
বাসে চড়লে একজন ভালো ড্রাইভার চান যাত্রীরা। লঞ্চ চালাতে দরকার ভালো কাপ্তান। নৌকার মাঝিটি যদি অপরিপক্ক হয়, তাহলে পানিতে সাঁতার কাটার প্রস্ততি নিয়ে উঠতে হবে নৌকায়।
মামলা মোকাদ্দমার ইনচার্জ হিসেবে সবাই চায় একজন সৎ পুলিশ অফিসার। বাদী বিবাদীর কেউই অসৎ পুলিশ চান না।
মুদি দোকানদারের কাছে গ্রাহকের চাহিদা একজন সৎ দোকানী। অন্যথায় পন্যদ্রব্যে ওজনে কম পাওয়ার আশংকা থাকে।
শিক্ষক হিসেবে প্রত্যেক ছাত্রই চায় একজন ন্যায়পরায়ণ আদর্শ শিক্ষক। অফিসের বস/ম্যানেজার হিসেবে প্রত্যেক স্টাফই চান একজন সৎ উদারমনা মানুষ।
আবার, একজন ম্যানেজার চান তাঁর অধিনস্ত সব কর্মীই নিষ্ঠাবান হউক।
রাজনীতিতে নেতা হিসেবে সবাই চান একজন সৎ, নীতিবান, নিষ্ঠাবান নেতা।
অর্থাৎ
আমরা সবাই নিজের চলার পথে সামনের মানুষটিকে ‘ভালো মানুষ’ হিসেবে পেতে চাই। আমি/আমরা নিজেরা কতটুকু ভালো, সেটা বিবেচ্য নয়। সেটার বিচার করবে শুধু তারাই, যাদের কাছে আমরা কাংখিত থাকি।
আপনি নিজের প্রয়োজনে ভালো সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষ খোঁজেন, আপনার মতো আরও যারা ভালো মানুষ খুঁজছে, তাদের জন্য আপনি নিজে সৎ, নিষ্ঠাবান হোন।
নিজেকে গড়ে নিন তাদের প্রত্যাশিত সেই 'ভালো মানুষ' হিসেবে...
২৬ শে মে, ২০২০ দুপুর ২:১৬
শামীম শাহ বলেছেন: এটারও নির্দিষ্ট সময় আছে নাকি
২| ২৪ শে মে, ২০২০ দুপুর ২:৪৮
রাজীব নুর বলেছেন: আমি কিন্তু ভাই ভালো মানুষ।
সহজ সরল ভালো মানুষ।
২৬ শে মে, ২০২০ দুপুর ২:১৬
শামীম শাহ বলেছেন: আপনাকে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো দরকার
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০২০ দুপুর ২:৩৯
নেওয়াজ আলি বলেছেন: ভালো মানুষ হতে আরো সময় লাগবে