নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের জানাল২৬৪১

মনের জানাল২৬৪১ › বিস্তারিত পোস্টঃ

বোরকা-হিজাব বনাম নারী স্বাধীনতা

২৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৮

আজ বেশ কয়েক বছর ধরে দেখছি অফিসে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এবং কর্মসংস্থানে মেয়েরা হিজাব ব্যবহার করছে। ভালো কথা কিন্তু এর কতটুকু সমাজ ব্যবস্থায় বা ধর্ম মানা হচ্ছে। আর কতটুকুই বা পরিপূর্নতা পাচ্ছে। কেউ পিতা মাতার ভয়ে, কোন পরিবার সমাজের ভয়ে, কেউ বা শুধু নামকাস্তে আর কেউবা ফ্যাশন করে হিজাব ব্যবহার করছে। সে যাই হোক জোর করে কোন কিছু আদায় করা যায় না আর আদায় হলেও সেটার ফলাফল ভালো না। হিজাব বা বোরকা হচ্ছে তার মধ্যে একটি। আমরা দেখি ধর্মের নামে মেয়েদের দাবিয়ে রাখা হচ্ছে। নারীরা শুধু সন্তান জন্ম দিবে, সন্তান লালন পালন করবে আর ঘরের কাজ করবে। এটা ঠিক নয়। তাদেরও ইচ্ছা আছে কিছু করার, তাদেরও ভালো লাগার জায়গা আছে। বাংলাদেশের সবচাইতে বড় আয় হয় গার্মেন্টস শিল্প থেকে যার অর্ধেকই হচ্ছে নারী শ্রিমক। একবার চিন্তা করে দেখা যাক এই নারী শ্রমিকরা যদি শুধু বোরকা পরে ঘরে বসে থাকতো তাহলে কি বাস্তবে বাংলাদেশ আজ গার্মেন্টস শিল্পে এত উন্নয়ন হতে পারতো। আমরা বলছি না যে বোরকা হিজাব ভালো নয়। তাই বলে কি বোরকা হিজাব পরে ঘরে বসে থাকতে হবে ধর্মের দোহাই দিয়ে। এখনও অনেক জেলায় অনেক স্থানে ধর্মের নামে চলছে কিছু বস্তা পচাঁ অনিয়ম। আজ যদি দেশের নারীরা অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে না আসতো তাহলে আমাদের অনেক শিল্পই আলোর মুখ দেখতো না। শুধু মাত্র ধর্মের কারনে যদি বোরকা পড়তে হয় তাহলে কি আমাদের আলোকিত উন্নয়ন হবে। আমরা এটাকে ফ্যাশনে পরিনত করেছি তার অন্যতম কারন ধর্মের নামে জোর করে পরিধান করানো হচ্ছে। পুরুষরা এই সুযোগটাই নেয়। ধর্মেতো পুরুষদের মেনে চলার বিষয়ে অনেক কিছু আছে কই সেটাতো এই পুরুষ শাসিত সমাজে মানছে না কেউ। হিজাব পরা বলতে বুঝায় সমস্ত শরীর আবরন করা কিন্তু তার চাইতেও বেশী প্রয়োজন পুরুষের চরিত্রে হিজাব পরানো। এখন প্রশ্ন হলো পৃথীবিতে সমাজের বা দেশের বর্তমান ও ভবিষৎ চিন্তা করে কি ধর্ম বা ধর্মের নিয়ম কানুন ব্যবস্থা হয়েছিল নাকি ধর্মের আলোকে বর্তমান সমাজ ব্যবস্থা হওয়ার প্রয়োজন ছিল কোনটা? যদি বর্তমান ও ভবিষৎ সমাজের ভবিষৎ চিন্তা করে ধর্ম প্রতিষ্ঠিত হয় তাহলেতো বর্তমান সমাজের নারীদের নয় বরং পুরুষদের হিজাব বা বোরকা পরা উচিত। কারন সংবরণ শুধু নারীরই হবে পুরুষের নয় কেন?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

কাজী মাসউদ বলেছেন: এই সত্যগুলো উচ্চারণের জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.