![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মেঘলা বিকাল,
কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, আধারে মিশে গেছে চারিদিক, বিদ্যুত্ চমকাচ্ছে,
চায়ের দোকানে বসে আছি দুজনে,
মুখোমুখি, গভীর দুঃখে দুঃখী,
চায়ের কাপে আলতো করে চুমুক দিতে দিতে বাহিরে চোখ পড়ল,
ঝড়ো হাওয়া বইছে, শুধু বৃষ্টির অভাব রয়েছে,
চারিদিক নিশ্চুপ, নিস্তব্ধ হয়ে আছে,
আমরা দুজনে বসে আছি চুপচাপ,
চোখে চোখ রেখে কত কথা যে বলে চলেছি,
ঠোঁটের কোণে মুচকি হাসি দুজনের..
চায়ের কাপে চা যেমনি ফুরিয়ে আসছে,
ওমনি যেন অঝোরে বৃষ্টি শুরু হয়েছে,
রাস্তায় কোথাও কেউ নেই, সবাই যেন লুকানোর জায়গা খুঁজছে,
দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ,
হাতে হাত রেখে বৃষ্টিতে পা দিলাম,
সব অভিযোগ, অভিমান, রাগ,
অমনি যেন হারিয়ে গিয়ে মিশে গেছে বৃষ্টির পানিতে,
তারপর, দুজনের হাতে হাত রেখে হেঁটে চলেছি অজানা, অচেনা পথের দিকে যতদূর যাওয়া যায়,
পুরোপুরি অজানা, অচেনা কোথাও,
চেনা শহর, চেনা মানুষের থেকে দূরে, অচেনা অজানা কোথাও,
যেখানে, আকাশ ও পৃথিবী মিলে একাকার হয়ে গিয়েছে...
২| ০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
shamny khan বলেছেন: জি তাই? তবে কি আমার লিখা সার্থক হল পাঠক এর মন কে কি ছুঁয়ে দিতে?
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৮ ভোর ৪:১৯
ওয়ালিদ রহমান বলেছেন: ....দুজন দুজনের দিকে তাকিয়ে থাকি কিছুক্ষ,হাতে হাত রেখে বৃষ্টিতে পা দিলাম........ লাইনটুকুতে পুরোনো কিছু মনে পড়ে গেলো :'(