নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে যাওয়া পথে

০২ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সকাল হলো,
মেজাজ টা খুব খারাপ হয়ে আছে,
ঘুম টাও হলো না ঠিক মতো,
উফফ ! এই কুকুরের যন্ত্রণা আর সহ্য হয় না,
বুকের ভেতরে ও যন্ত্রণা টা ভিড় করে আসছে,
বারে বারে, যেন কমানোর কোনো পথ খুঁজে পাওয়া কষ্টকর হয়ে উঠছে,
পাশে, সে ঘুমিয়ে আছে,
জানি, এতো কথার পর ঘুম টা খুব সহজে আসেনি,
জাগানোর ইচ্ছে হলো না,
চুপি করে চুমু খেলাম,
রেগে আছি দুজনে হয়তোবা অনেক,
কিন্তু ভালবাসি,
ঘরে থাকা টা কেন যেন অসহ্য মনে হইতেছে,
হাতে চায়ের কাপ টা নিয়ে বাহিরে বসলাম,
ঠাণ্ডা বাতাস বইছে,
আলতো ছুঁয়ে চলে যাচ্ছে,
পাখির এই ডাকে যেন অন্য এক সুখ রয়েছে,
কিন্তু, এই সুখ ও বুকের যন্ত্রণা কমানোর পথ হারিয়ে ফেলেছে,
এমন মুহূর্তে,
হঠাত্ সে এসে সামনে দাঁড়ালো,
চোখে চোখ পড়ল,
আলতো করে চুমু খেলো কপালে,
শুধু তাকিয়ে রইলাম আমি,
হাতে থেকে চায়ের কাপ টা নিয়ে চুমুক দিতে দিতে,
পাশে এসে সে বসল,
খুব কাছে এসে, গা ঘেঁষে বসল,
হাতে হাত রাখল,
দুজনের হাতের আঙ্গুল গুলি যেন একে অপরের সাথে কথা বলছে অজস্র,
ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটল,
বুঝতে পারলাম,
কষ্ট গুলি, বুকের ভেতরের যন্ত্রণা গুলি হারিয়ে যাওয়া পথ টা আবার খুঁজে পেয়েছে......

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

shamny khan বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মন্তব্যের সময় উপরের সবুজ অ্যারোতে ক্লিক করবেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬

shamny khan বলেছেন: আমি জানি এটা। তবু ও বলার জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পুরানো সেই সুরে
পোস্টে কি করেছেন??

মডুরা চাইলেই প্রথম পাতায় আসতে পারবেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২

shamny khan বলেছেন: বুঝলাম না

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৩৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :পুরানো সেই সুরে প্রতিউত্তর ঠিকমত করেন নি।।

প্রথম পাতায় আসতে চাইলে নিয়মিত ব্লগিং করতে হবে। বাঁকিটা মডুদের ইচ্ছা।

এখন বলেন মডু কি?X(

১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

shamny khan বলেছেন: বুঝলাম।। বাকি সব মাথার ওপর দিয়ে গেল -_-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.