![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিমানের খামে,
ভালবাসার মোহর লাগিয়ে,
লিখেছি চিঠি অভিযোগে ভরা,
চোখের জলে ভেজা,
অপেক্ষার সুতোয় বাধা,
তোমার জন্যে,
ফিরবে বলে,
আশায় আমার কেটে যায় দিন, রাএি,
জমতে থাকে অভিমানের বাক্সে,
ক্লান্ত অভিযোগ গুলি আমার.....
১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২০
shamny khan বলেছেন: মাঝে মাঝে অভিমান করাও ভাল হয়, এটা সময়ের ওপর। হাহা
২| ১৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
আখেনাটেন বলেছেন: অভিমানের খামে,
ভালবাসার মোহর লাগিয়ে,
লিখেছি চিঠি অভিযোগে ভরা, -- চমৎকার কথামালা।
এই শুষ্ক কাঠের মতো সমাজে অভিমানের মূল্য দেওয়ার সময় কই মানুষের।
ভালোলাগা পঙক্তি পঙক্তিতে।
১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০১
shamny khan বলেছেন: ধন্যবাদ । জী ঠিক বলেছেন, তাই তো অভিমান গুলি অভিমানের বাক্সে জমতে থাকে।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: অভিমান খারাপ জিনিস।অভিমান না করাই ভাল।