নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

উদাসীন

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৮

রাত্রি শেষ হয়ে এল,
আধার কাটিয়ে আলো ফুটেনি তখনও,
হঠাত্,
আকাশ গর্জে ওঠল,
যেন আজ সে খুব রাগানিত্ব,
শুনবে না কথা,
আধার কাটিয়ে দিতে দিবে না আলোর দেখা,
ঝড়ো হাওয়া বয়ে এ চলছে চারিদিকে,
পাখিদের আজ বাটিকা ছেড়ে যাওয়া মানা,
প্রভাতের আগমনে তারা দিবে যে হানা,
এমন অসময়ে আধারে মিশে মন্দ বাতাসের মাঝে ,
এক বিচিএরূপিণী একা একাকী দাঁড়িয়ে আছে নির্জনে,
তার স্বপ্ন মুগ্ধ সজল নয়নে অন্তরমাঝে ভেবেই চলেছে কত অসংখ্য কাহিনী,
কত বর্ণে, ছন্দে , কত সংগীতে রটিত
গল্প জীবনের,
কত কষ্ট,কত ভেঙে যাওয়া সপ্ন পেরিয়ে আসা দিনগুলো,
কত কথা, বিচিত্র ব্যথা লুকিয়ে আছে সেই দুটি স্বচ্ছ অতল স্নিগ্ধ নয়ননীলিমা জুড়ে,
স্থির মলিন হাসি মাখানো উজ্জ্বল মুখে,
এমন নির্জন সভায় বর্ষণমূখর রাতে একাকী দাঁড়িয়ে সে গভীর ভাবে ভেবে চলেছে নিজের পূর্ণ সুখী জীবনের অকূল শান্তির মাঝে এ কেমন অশান্তি এসে ভিড় করলো,
কি বা চাইবে সে আজ বিধাতার কাছে?
অভাব তো নেই কোন কিছুতেই,
আজ,
দেশ হতে দেশান্তরে, নব নব কর্ম, নানা পদ, নব নব জনে মিলে,
দিগ্ হতে দিগন্তে বিরাজ করে সে,
তবে আজ কেন সর্বশেষে,
সভা ভঙ্গ করে যখন একে একে পরিতৃপ্ত হৃদয়ে, আনন্দে ঘরে ফিরে যায় সবাই,
সেই একাকী সময়ে, হৃদয়ে কেন জানি কোন কারণে উদাসীনতা ঠাঁই খুঁজে পাই,
ভাল যে না লাগে আর এই সুখের প্রাসাদচূড়া,
মিথ্যে, সুখের আশা দিয়ে গড়া,
জীবনের শত শত আনন্দের আয়োজন আজ অকাজের কাজ যত,
সফলতার এই মোড়ে এসে হৃদয়ে তার কেমন পাগলামি উঠেছে জেগে,
মাথায় চেপে বসছে এ ভাবনা,
হৃদয় যে তার বারবার হারিয়ে যেতে চায় অচেনা অরণ্যের পথ ধরে,
সবকিছু ছেড়ে,
সুখের প্রাসাদ হতে অতিদূর বাতাসে,
হারিয়ে যেতে চায় দূরের আকাশে,
যেখানে নীরব ছায়া ঘনবন শয়নে,
স্থির জলে ঘেরা, পাতাগুলি গতিহারা,
পথখানি পাথরে গড়া,
ছেয়ে গেছে ঝরে পড়া ফুলে,
বহুদূরে হারিয়ে যাওয়ার আশা,
যেখানে সে বাঁধিবে তার বাসা,
ভাবনায় মগ্ন হয়ে ভুলে গিয়েছিল সে, কখন যে কালো মেঘের আড়ালে থেকে সূর্য উঁকি মারছে,
উষ্ণ ছোঁয়া দিয়ে উদাসীন প্রহর গুলিকে দূর করার চেষ্টা তার,
সব ভাবনার শেষ যেন এখানেই,
নতুন দিন, আবারো নিজের জীবনে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে,
তবে হৃদয় তার ব্যাকুল হয়ে উঠেছে ফিরে যেতে চায় না সে ,
মানুষের গড়া মিথ্যে সুখের প্রাসাদে,
আজ তার হারিয়ে যাওয়ার দিন দূরে বহুদূরে,
দূর আকাশের নীলিমা জুড়ে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.