![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ন্ত বিকেল,
মেঘময় আকাশ,
শুকনো পাতা গুলো উড়ে যায়
মাতাল বাতাসে।
আমি আছি একলা বসে
জানালার পাশে।
হাতে এক কাপ চা
আর পাশে একটি বই।
মন নেই পড়াতে,
ভাবছি আমি,
পুরানো স্মৃতি আর হারানো দিনের সুখ গুলো,
কতই না হেঁটেছি , হাতে হাতে রেখে ,
কতই না রাগিয়েছি তোমায় আর তুমি আমায়।
বর্ষার দিনে, কতই ভিজেছি দুজনে,
কিভাবে চলে গেল দিনগুলি,
চলে গেলে তুমি।
আজ বৃষ্টির এই দিনে নেই তুমি,
নেই সেই সুখগুলো
রয়ে গেলাম শুধু আমি আর
আমার ভাবনা গুলো।
২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
shamny khan বলেছেন: ধন্যবাদ।
২| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৯
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে আপনি আমার কয়েক ঘন্টা সিনিওর! আপনার দুইটা কবিতা পড়েছি। বেশ ভাল লেখেন আপনি। অনেক শুভ কামনা আপনার জন্য। আপনার লেখা কী প্রথম পাতায় যায়? না গেলে অন্য ব্লগারদের পোস্টে সুন্দর সুন্দর কমেন্ট করুন। দেখবেন সবাই আপনাকে চিনতে পারবে, লেখা পড়বে। আর মডুরাও মূল্যায়ন করে প্রথম পাতায় অনুমতি দেবে।
আমি সেফ হয়ছি। আপনার জন্য অনেক শুভ কামনা।
২৭ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১০
shamny khan বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা রইল। আপনাকে ধন্যবাদ আর আশা করি আমার লিখাও প্রথম পাতাই যাওয়ার জন্য মূল্যায়ন করবে। আবারো ধন্যবাদ আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: অনেক দিন পর মনের মতো একটা কবিতা পড়লাম।
হ্যাপি ব্লগিং....