নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

আটপৌরে জীবন

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

আবার কোন একদিন
ঘুম ভেঙে যাবে মধ্যরাতের পর।
মাথার ওপরে মরা চাঁদ,
পাশে বেঁকেচুরে কোলবালিশ,
আধখাওয়া চায়ের কাপে পিঁপড়ের মিছিল
আর, কলঘরে টুপ টাপ টুপ টাপ।

অন্যমনষ্ক তুমি, সব ঘর ঘুরে এসে
ঝুলে পড়া চাদর ঘেঁষে
ঝপ করে বসে পড়বে।
হাত বাড়ালেই মানিব্যাগ,
ওখানে ইচ্ছেরা ঘুমায়,
রাস্তার সব আলো এখনও নিভে যায়নি
দুএকটা পথভোলা মানুষ এখনও আছে।

সব আছে, ইচ্ছের মতন।
শুধু পালাবার ইচ্ছেটাই হারিয়ে গেছে,
চিরকালের মত।

আর এরপর, আটপৌরে জীবন বয়ে
জীবনের 'মানে' খোঁজা।
শহরের নির্দয় রাত,
প্যাঁচাহীন, খটখটে আলোয় মোড়া
আর কোনদিন তোমাকে পালাতে দেবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.