নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আসলে জড়বস্তুর যোগ্য?!!

৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৭

একদিন,
আমি একটা নতুন ক্যাকটাস গাছ এনে ছিলাম। খুব শখ ছিল তাই, দূর থেকে খুব পছন্দ করে। শুরু শুরুতে খুব শখ করে যত্ন নিতাম। সময় মতো পানি দেওয়া থেকে শুরু করে আর যা যা দরকার হয়। এমনকি কাউকে ধরতে ও বারন করে দিয়ে ছিলাম। এক মাস, দুই মাস ,তিন মাস এভাবে করে রোজ খুব যত্ন নিতাম আর গাছ তাও সেই খুশিতে নতুন কাঁটা দিতে থাকে।

দিন যেতে থাকলো, আর ধীরে ধীরে আমিও ব্যস্ত হয়ে যায়। ঠিকমতো সময় দিতে পারছিলাম না। যত্ন ও নিতে পারছিলাম না। দিন বদলাতে থাকে আর আমিও কিছুটা বেখেয়ালি-পনায় ডুবতে থাকি ।
আর ভেবে বসে রয়েছি যে এটা তো ক্যাকটাস, এর তেমন যত্ন করলেও যা আর না করলেও তা, কি দরকার এতো শতো কাজের, ক্যাকটাসের তো আর কিছু হবে না, ও যেমন আছে তেমনি রবে। যখন ভালো লাগবে করে নিব।

এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল বেখেয়ালি-পনায়। একদিন খেয়াল করলাম ক্যাকটাসটা আগের মতো নেই । ওহ! একি হলো!! গাছটি অযত্নে এতদিন পড়ে থাকতে থাকতে আজ চলেই গেল। শখ করে এনে ছিলাম তো বটেই কিন্তু সময় দিতে আর যত্ন নিতে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম যে ওর ও তো একটু যত্ন দরকার হয়। নিজের বেখেয়ালির জন্য পছন্দের জিনিস টাকে হারালাম। ভেবেছিলাম কিছু হবে না কিন্তু ভুল ছিলাম।


আমরা কিন্তু শুধু গাছের সাথে নয়, বরং প্রায়শই নিজের কাছের মানুষের সাথে এমন আচরণ করে থাকি। উঠতে বসতে প্রায় কোনো না কোনো কারনে তাদের কে অবহেলা করে থাকি, বিভিন্ন ভাবে এড়িয়ে চলি, পর্যাপ্ত সময় দিতে পারি না যতটুকু দেওয়া দরকার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য।

এই যে, আমরা ভেবে বসেই থাকি যেভাবেই থাকি না কেন, যেমনি সুরে কথা বলি না কেন তারা আমাদের কে ছেড়ে যাবেই বা কোথায়???!!!

হুম ঠিক হয়তোবা কোথাও যাবে না ! হয়তোবা কিছু বলবে না ! এভাবেই চলতে থাকবে। ছেড়ে যাবে না কারণ ভালোবাসে তাই।

কিন্তু কখনো কি ভেবে দেখেছি!
কাছের মানুষটি সাথে তো আছেই কিন্তু কেমন এক দূরত্ব বিরাজ করছে। সময় মতো খেয়াল তো রাখছে কিন্তু আগের মতো উল্লাস, প্রীতি নেই। খেতে বসে নীরবে যে যার মতো করে খেয়ে যাচ্ছে , কোনো কথা নেই প্রয়োজন ছাড়া। টিভির ঘরে বসে টিভি তো দেখছি কিন্তু কোনো আনন্দ নেই, নিজের ভালোলাগা, না লাগা গুলো কেউ প্রকাশ করছে না, ছবির কোন দৃশ্য দেখে খারাপ লাগছে বা খুশিতে ভরে উঠছে ভেতর টা সেটা আর প্রকাশ করা হয়ে উঠে না কারোরই। এতোটাই দূরত্ব চলে এসেছে তাহলে।

হঠাৎ, আড্ডার আসরে যখন , একজনের কাছে আসার গল্প শুনে অথবা নিজের কাছের মানুষের সাথে সে কতটা কাছে কিবা দূরে শুনে কি নিজের ভেতর টায় বেনামি কোনো কষ্ট জেগে উঠে?!! নিজের কাছের মানুষের সাথে এতোটা দূরত্ব সৃষ্টি কিভাবে হলো সেই ভাবনা কি আসে??!!
কি জানি!!! হয়তোবা আসে সবার কিন্তু আমরা নিজেদের চারপাশ, মানুষ, আড্ডা ,কাজ নিয়ে এতোটাই ব্যস্ত হয়ে গিয়েছি কি, নিজের অজান্তেই মানুষ গুলোর সাথে সাথে এসব ও এড়িয়ে চলে যাই।


কখনো কি ভেবে দেখেছি!!
কেন কফিশপে একজন মধ্যবয়স্ক পুরুষ আরেকজন যুবতী নারীর সাথে সময় কাটাতে হয়?? কেন তার কথা বলার জন্য অন্য এক মুখ দরকার?!! সেই মধ্যবয়স্ক পুরুষটি যদি তার কাজের ব্যস্ততার মাঝেও একটুও সময় নিজের সঙ্গীকে দিত!!, নিজের পরিবারের সাথে কাটাতো তাহলে হয়তোবা সেই সময়টুকু আর অন্য কাউকে দিত না।

কখনো কি ভেবে দেখেছি!! কেন একসময় যাওয়ার পর একটা সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়!! যেখানে শুধু সমাজ আর পরিবারের দোহাই দিয়ে থাকতে হয়!!এতো ভালোবেসে একসাথে থাকার মানে কি যেখানে একসময় যাওয়ার পর সবকিছু বদলে যাবে, চাওয়া পাওয়া, সব। সাথে মানুষটি ও বদলে যাবে বেস্ ছেড়ে চলে যেতে পারছে না । আর ভালোবাসা, সে পড়ে থাকবে কোনো এক কোনায়।
হঠাৎ একদিন কোন এক সকালে কাছের মানুষটির ঘুমন্ত চেহারা দেখে পুরানো ভালোবাসা জেগে উঠবে কিন্তু সেই একই ভাবে এড়িয়ে যাব সবকিছু , আমরা।


আমরা আসলে এমনি। আমাদের নতুন মানুষ ,নুতন জিনিস ভালো লাগে, অতঃপর কিছু সময় পর ঠিক একি ভাবে আমাদের ভালো লাগাটা বদলে যায়। কারণ, সে তো আছেই।
আমাদের এটাই ভালো লাগে। আমরা চাই, কোনো কিছু যেন না বদলায়। দূরে তো যাব, সময় সেটা মন মতো দিব, যেমনি থাকি না কেন! যাই করি না কেন! আমাদের সেই কাছের মানুষটি কখনো বদলাবে না। ছেড়েও যাবে না। এক প্রকার ধরে বসেই থাকি। এখানেই ভুলটা করি আমরা। আর বারেবারে প্রশ্ন করতে থাকি এমন কেন হচ্ছে?!! সমস্যা টা কোথায়?!! সব তো ভালই ছিল।

অতঃপর, আমাদের নিজের ভুল বুঝতে বুঝতে আমরা এতোটাই দেরি করে ফেলি কি আর ভুল শুধরানোর সুযোগ টা থাকে না। সবশেষে দুঃখ পেলে লাভ কি আর !! তাই মাঝে মাঝে মনে হয়, আমরা আসলে জড়বস্তুর যোগ্য। কারণ জড়বস্তুকে যেখানেই রাখি, যাই করি না কেন এগুলো কিছু বলবে ও না, চলেও যাবে না, আবার বদলাবে ও না। এটাই আমাদের জন্য শ্রেয়।

মে ০৩, ২০১৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.