![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক বিষাদময় দিন ছিল হয়তোবা,
গভীর দুঃখে মগ্ন ছিল সমস্ত আকাশ,
ব্যস্ত ছিল রাজপথ,
লাল বাতির ছুটন্ত গাড়ি আর হর্ণের আওয়াজে
মানুষ ছোটাছুটি করছে দিক- বেদিকে,
সব তুচ্ছ করে আকাশ ,
নিয়ে এলো তার কালো মেঘের রাজ্য আর অঝোর ধারায় বৃষ্টি।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩
অজানা তীর্থ বলেছেন: মনে হচ্ছে বৃষ্টি থেকে কবিতার জন্ম!