নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যত ভেসে যাই কবিতার কাছাকাছি, তত মনে হয় একঘেয়ে বেঁচে আছি।

shamny khan

shamny khan › বিস্তারিত পোস্টঃ

দ্বিমুখী ( সিরিজ)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৯



প্রকৃতি যেমন অগনতি রহস্য দিয়ে ঘেরা, অদ্ভুত মায়ায় আবৃত তেমনি প্রতিটি মানুষের ভেতরে রয়েছে এক অজানা রহস্যময় পৃথিবী। প্রকৃতির কিছু কিছু বিষয় যেমন সব সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে, যা কখনই মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠে না তেমনি প্রতিটা মানুষের ভেতরে থাকে এক রহস্যময় আবরণ যা ভেদ করে অন্য কেউ কখনই প্রবেশ করতে পারে না। এই রহস্যময় পর্দার আড়ালে থাকে প্রতিটি মানুষের নিজস্ব দুনিয়া। কেউ কেউ সেই দুনিয়ায় খুব ভালো চরিত্রের হয়, আবার কেউ কেউ হয় কুৎসিত, জঘন্য, আর ভয়ংকর ধরনের খারাপ চরিত্রের।

আমরা খুব সহজেই আরেকজনকে বলে থাকি, “আমি তোমাকে অনেক ভালো ভাবে চিনি, জানি, বুঝি,” কিন্তু বাস্তব অর্থে এই কথাটা কতোটা সত্যি সেটা কি ভেবে দেখেছি কখনো? কখনো কি ভেবে দেখেছি আমরা আমাদের চারপাশের মানুষকে কতোটা চিনি, কতোটা জানি? হতে পারে আমরা কখনো জানতেই পারিনি আমাদের চারপাশের মানুষকে, বেস উপরের খোলস-টিকে সত্য ভেবে এসেছি। তাই নয় কি?

একটা মানুষকে কখনই সম্পূর্ণ ভাবে জানা সম্ভব না, কারণ সেই মানুষটি হয়তোবা নিজেকেই সম্পূর্ণ ভাবে জানতেই পারেনি এখনো। এই মায়া ভরা পৃথিবীতে আমরা সবাই নিজেকে একটি অদৃশ্য মুখোশের পেছনে আড়াল করে রাখতে ভালবাসি , আমাদের সবার-ই নিজস্ব একটি নিজস্ব দুনিয়া থাকে যেখানে কারো প্রবেশ গ্রহণযোগ্য নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.