![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
কেন জানি হিসেবে মিল ছিলনা। যখনই প্ল্যান করি তখনই আবহাওয়া অফিস সতর্ক সংকেত প্রদান করে বসে। এইবার আমি অনড় যাবই যাবই। ঘূর্ণিঝড় মনে হয় ভয় পেয়ে দূরে সরে গেল। ১৬ই ডিসেম্বর বিকালে শুরু হল যাত্রা- গন্তব্য হাতিয়া মাধ্যম লঞ্চ। সদরঘাট পৌঁছে দেখি ঘটনা অন্যরকম। সাড়ে পাঁচটায় লঞ্চ ছাড়ার কথা থাকলেও সেটা আসলে ডিজিটাল সাড়ে ছয়টা হবে । এরপর থেকে পুরা ট্যুরে কোথাও আমরা ডিজিটাল সময়ের দেখা পাইনি, সবাই আগের নিয়মেই চলছে। এগারজন যাবার কথা থাকলেও যাত্রা শুরু করলাম ছয়জন, তিনজন নানা কারনে যেতে পারলনা আর দুইজন আরও এ্যাডভেঞ্চারের আশায় আগের দিন ভোলায় পৌঁছে গেছে।
হঠাৎ লঞ্চ থেমে যাওয়ায় আমাদের আড্ডায় ছেদ পরল, কুয়াশায় কিছু দেখা যায়না, মাস্টার ইনডিসিশনে, আমাদের একজন জিপিএস বের করে লোকেশন দেখে বলল কই আছি কোন দিকে যাব, ওনারা কি আর আমাদের কথা শুনেন, পুরাই এনালগ তারা।
সকালে ঘুম থেকে হিম হিম ঠান্ডায় ডেকে গিয়ে দেখলাম আমরা ভোলার দৌলতদিয়া ঘাটে, সেখান থেকে চর তমুজউদ্দীন হয়ে মনপুরা। এখান থেকে অগ্রবর্তী দল আমাদের সাথে যোগ দিবে। ফোনে জানাল একজন মানিব্যাগ হারিয়ে ফেলেছে, অভয় দিলাম ব্যাপারনা। গরম গরম ডিম ভাজা আর পরোটা নিয়ে তারা আমাদের সাথে যোগ দিল, তার আগেই পূর্ব আকাশে কুয়াশা ঘেরা সূর্যি মামার দেখা মিলল।
এমন সময় আমাদের অবাক করে দিয়ে আফজালের মোবাইলে এক লোক ফোন দিয়ে জানাল সে মানিব্যাগটা পেয়েছে কি করে দিবে জানতে চাইল। আমাদের অবাক করে দিয়ে সে যেন জানাল মানুষের উপর এখনও বিশ্বাস হারানোর সময় আসেনি।ঠিক হল তিনি সেটা ভোলায় কর্মরত আমাদের ম্যাজিস্ট্রেট বন্ধুর কাছে পাঠিয়ে দিবেন এবং করলেন ও তাই।
মনপুরাকে পাশ কাটিয়ে আমরা পৌঁছালাম হাতিয়ার তমরুদ্দীন ঘাটে। সেখান থেকে জীপে করে নলছিড়ি। তমরুদ্দীন থেকে ট্রলারে করে নিঝুম দ্বীপ যাওয়া গেলেও কোন ট্রলার পাওয়া গেলনা। বাই রোডে প্রায় দুঘন্টা পর মোক্তারিয়া পৌঁছে নদী পার হলেই নিঝুম দ্বীপ।
এ দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়। জেলেরা সাগরের বুকে জেগে উঠা এ চরের নাম দিলেন 'বাল্লারচর' বা বালুর চর। ওসমান মিয়া নামে এক বাথানিয়াও তরঙ্গ বিক্ষুদ্ধ সাগর ডিঙ্গিয়ে তার বাথানের শত শত মহিষগুলো নিয়ে গেলেন সে দ্বীপে। তার নামেই সে দ্বীপের নাম হয় চর ওসমান। সরকারী দলিল দস্তাবেজে চর ওসমান হিসাবে এটি এখন লিপিবদ্ধ আছে। সত্তর দশকে হাতিয়ার সংসদ সদস্য ছিলেন আমিরুল ইসলাম কালাম। তিনি দেশী-বিদেশী পর্যটকদের নিয়ে গেলেন সে দ্বীপে। বিষ্ময়ে মুগ্ধ দৃষ্টিতে সবাই অবলোকন করলেন এর শান্ত স্নিগ্ধ রূপ। তিনি এ দ্বীপের নাম দিলেন নিঝুম দ্বীপ। সে থেকে নিঝুম দ্বীপ হিসেবেই এর খ্যাতি ছড়িয়ে পড়ে। নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় ৪৪ বর্গ কিলোমিটার ।
অবশেষে নিঝুমদ্বীপের পলি জমা চাঁদরে পা রাখলাম। ব্যবসায়ী মান্নান সাহেবের সাথে যোগাযোগ করে আগেই জানিয়ে রাখা ছিল তিনি যেন আমাদের জন্য বেবী ট্যাক্সীর ব্যবস্হা করে রাখেন, কারন অবকাশের পর্যটন হোটেল (সরকারী ডাক বাংলোকে ভাড়া নিয়ে বানানো) দ্বীপের অন্য মাথায় । আমরা দেখলাম একটা মাত্র ট্যাক্সী দাঁড়িয়ে আছে, ড্রাইভার জানাল এই দ্বীপে একটাই আছে। কি আর করা বাকী চার জন রিক্সায় রওয়ানা দিল। সে এক ভয়ংকর রাস্তা। আইলায় বিধ্বস্ত সে রাস্তা দিয়ে ড্রাইভার যা চালালেন তাকে যে কোন ট্র্যাকেই নামিয়ে দিলে তিনি প্রথম হবেন নিশ্চিত। অবকাশের মনির ভাই আমাদের রুম দেখিয়ে দিলেন, এত ভাল হবে আমরা আশা করিনি।
আসলেই নিঝুম চারপাশ, কোন হৈ হল্লা নেই। শুরু হল আমাদের প্রথম দিনের জঙ্গল সাফারি। সাগর কিনারা ধরে হেঁটে আমরা একটা খালের কাছে পৌঁছে দেখি পার হওয়ার উপায় নৌকা। কিছু সময় অপেক্ষার পর প্রশিক্ষনরত দুই কিশোরের বৈঠায় ভর করে আমরা পার হলাম, তারা হয়ে গেল আমাদের গাইড। শেষ বিকালের আলোয় ঘন জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা এক পাল হরিণের দেখা পেলেও তারা ছুটে পালাল। প্রথমদিন মনঃপূত হলনা হরিণ দর্শন যদিও সাঁঝবেলায় অল্প কিছু দেখা গেল। তারপর থেকে বাকী ট্যুরের পুরাটাই যেন খাবার গল্প, কি খাব এই নিয়েই যেন সব আয়োজন।
ঐ অঞ্চলের মহিষের দই বিখ্যাত। উদর পূর্তি করে খাওয়া হল মহিষের দই, তারপর রাতে ইলিশের দোপেঁয়াজা সাথে কোরালের ঝোল। আমাদের অবাক করে দিয়ে আসার পথে যে নায়িকাকে দেখছিলাম সেও সেখানে হাজির। নায়িকা আরেক সখী সহ অবকাশের সামনে খালি জায়গায় চক্কর খাচ্ছে, আমরা দোতালায় উঠার সিঁড়িতে বসে আছি। নায়িকা খালি চক্কর খায়, ব্লগার পাথুরেত চোখ বড় বড় করে নায়িকা দেখতাসে, এমন সময় নায়িকার জামাই আইসা কয় তোমার হাতে লাঙ্গল ধরাইয়া দিলেত পুরা জায়গাটা এতক্ষনে ধান লাগানোর জন্য রেডী হইয়া যাইত
বারটায় জেনারেটর বন্ধ হওয়ায় ঘুমাতে গেলাম। সকালে ভরপেট ডিম-ভাজি পরোটা সাবাড় করে ঢুকে গেলাম ম্যানগ্রোভ বনে।
এ এক অন্যরকম অভিজ্ঞতা, সুন্দরবনে বাঘের ভয়ে যেটা করা সম্ভব হয়নি। বের হয়ে থাকা শ্বাসমুল গুলোকে বড্ড সতর্কতার সাথে এড়িয়ে যেতে হয়। দুই গাইড ডিজে রাহাত আর নায়ক রিয়াজ কি নিশ্চিন্তে হেঁটে চলেছে, আর আমাদের দফারফা।
অনেক দূর ভিতরে ঢুকে হরিণের দেখা মিললেও আমাদের আগমনে তারা খুব একটা খুশি হয়নি বুঝা গেলো নিমিষেই চোখের আড়াল হওয়াই। আমরাও ছুটে চললাম, হঠাৎ দেখা পাওয়া যায়, আবার পালায়। তিন ঘন্টার কস্টকর সাফারি শেষে বসলাম কাঁকড়া আর চিংড়ি ভাজা নিয়ে।
বিকালে শুরু হল মূল অভিযান- টার্গেট হরিণের কাছাকাছি যাওয়া, তারা নাকি আবার নিজের পেটের গুটগুট শব্দেই ভয় পাই। একটা খাল ধরে শুরু হল আমাদের পথ চলা। আমরা আগাই পাখীর ঝাক উড়ে যায় , শিরোনামহীনের গানটি মনে পড়ে যায় - ইচ্ছে হলে ভালবাসিস, না হয় থাকিস যেমন থাকে স্নিগ্ধ গাংচিল।
দুপাশে দুটি চর, একটাতে হরিণের দল অলরেডী বের হয়ে গেছে, আমাদের দেখলে আর ওমুখো হবেনা, তাই অন্যটিতে আমাদের অবতরণ। জঙ্গলের ভিতরে আমরা আস্তানা গেঁড়ে বসলাম যেমন বসে আততায়ীর দল।
অনেক অপেক্ষার পর একটা একটা করে তাদের বের হয়ে আসা দেখলাম, দলে দলে তাদের বিচরন শুরু হল দ্বীপের চড়ায় ঘাষ খাওয়ার জন্য।
এভাবে ক্রলিং করে দেখতে আর ভাল লাগছিলনা, ভাল করে ছবিও তুলতে পারছিনা। সন্তর্পনে জঙ্গলের ভিতর দিয়ে বেশ কাছাকাছি যেতেই তারা টের পেয়ে গেল- শুরু হল তাদের রুদ্ধশ্বাস দৌড়, অভূতপূর্ব এক দৃশ্য, এক দল দৌড়ায়, আরেক দল দেখে তাকিয়ে, তারপর দে দৌড়। কিছুটা ব্যর্থ মনোরথেই আমাদের ফিরতি পথ ধরতে হল।
শুরু হল ট্যুর ডিনারের আয়োজন- বারবিকিউ , আবারও .......।
সকালে বেড টির ব্যবস্হা না হলেও আফতাব ভাই (খাওয়া দাওয়ার দায়িত্ব ওনার ছিল ) জগ ভর্তি খেজুরের রস হাজির করলেন। তারপর হাজির হল চিকন চালের খিচুড়ী সাথে হাঁসের মাংস। প্রশংসা করতে বলে বসলেন এটা শক্ত হাতের না নরম হাতের রান্না ।
ফিরতি পথ, সাগরে যেন অতিথি পাখির মেলা বসেছে, সে মেলা দুপাশে রেখে আমরা ফিরে চলেছি- আমি যাব চলে, দূরে বহুদূরে, গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে - --আফসোস আমি গাইতে পারিনা !!!!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
শ।মসীর বলেছেন: যাবার সময় লঞ্চের পথটাই বেটার, ভাল ও লাগলে, আড্ডা চিল্লা ফাল্লা করে যাওয়া যাবে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৬
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: মনপুরা জায়গাটা আসলেই আছে নাকি!!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
শ।মসীর বলেছেন: আসলেই আছে। তবে মুভির শ্যুটিং ওখানে হয়নি
৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৩
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: ছবি গুলান দারুন হৈছে। মামা তুমিতো আবার মৌলবাদী ফটুগ্রাফার। কোন এডিটিং লাইক করো না।চমৎকার। আমি ফটোশপে কালার ব্যালেন্স ঠিক করেও এমনটা ছবি আনতে পারবো না। নিঝুম দ্বীপের নায়িকা সম্পর্কে নানান জন নানান কথা বলতাছে। সুতরাং তোমার কথায় ভরসা পাইলাম না। আর পোষ্ট চমৎকার।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬
শ।মসীর বলেছেন: নায়িকা নিয়া আমি যেসব কথা বলছি বিশ্বাস কর সেটাই ঠিক
সানসেটের ছবিতে একটু খোচা দিছি।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫
অাল অামীন বলেছেন: পড়ার আগেই প্লাস দিলাম।
অসাধারণ, আপনার ছবি তোলার হাত। চমৎকার কনসেপ্ট। আমার মাঝে মাঝে ইচ্ছে করে পৃথিবীর সবগুলো সুন্দর ক্যামেরায় বন্দী করে রাখি। যখন মন্চাইবে, শুধু দেখবো, আর দেখবো। আপনার এই পোষ্ট দেখার পরে হয় আর বেশি দেরী করবোনা নিঝুম দ্বীপ ভ্রমনের জন্য।
ঢাকা থেকে দু''দিনের (শুক্র-শনি) ছুটিতে কী নিঝুম দ্বীপ ঘুরে আসা সম্ভব?
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
শ।মসীর বলেছেন: ২ দিনে পারবেননা, তিনদিন লাগবে মিনিমাম।
৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
আহমেদ রাকিব বলেছেন: বর্ণনা দারুন হইছে। আমারো অনেক কিছু কইতে মন চাইতেছে। কিন্তু তোমার পোষ্ট, তাই তোমারেই ফ্লোর দিলাম। ছবি নিয়া কমেন্ট খোমা বইইয়ে দিছি। তাই আর কিছু কইলাম না। তয় সব ইভেন্টের ছবি দিছ, এইটা খুব ভাল।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬
শ।মসীর বলেছেন:
৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩
মুম রহমান বলেছেন: সুন্দর লেখা। তারচেয়ে সুন্দর ছবি। সাবাস!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১২
শ।মসীর বলেছেন: ধন্যবাদ
৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
আহমেদ রাকিব বলেছেন: @সিজার ভাই, ২-৩ স্টেপ আন্ডারে ছবি তোলেন। লো লেভেল ডিএসেলার এ হোয়াইট ব্যালেন্সটা খুব একটা ভাল হয় না লো সেন্সরের কারনে। তাই সূর্যের আলোতে পারফেক্ট এক্সপোজার এ অনেক ব্রাইট ছবি এসে কালারের বারটা বাজায় দেয়। এক স্টেপ আন্ডার করলেও খুব একটা লাভ হয় না।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৩
শ।মসীর বলেছেন: হুমমম
৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫
রোহান বলেছেন: ওরেরে জটিল হইছে শামসু নানা....হাপিসের আরও কিছু টেকা খসতে যাইতাছে মনে হয়... যেইভাবে লিখছেন, খাওন দাওনের লোভেই যাইতে হইবো... তয় বারবিকিউ এর লগে কি আছিলো? ডট ডট দিয়া কাম সাইরা ফেললেন
এই পোষ্টে ফাত্তর রে দ্যাখতে মুন্চায়
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৫
শ।মসীর বলেছেন: কিছু ছিলনারে এইটাই আফসোস।
ঘুইরা আস দ্রুত। পাথর আসবে এখ ন দৌড়ের উপর, ও আমারেও দৌড়ের উপর রাখছে।
৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬
সেতূ বলেছেন: শ।মসীর ভাই -নিঝুমদ্বীপের অবকাশের পর্যটন হোটেলের কন্ট্রাক পারসন ও নম্বর দিলে খুশি হই এবং রুম ভাড়া কেমন ।
আগাম ধন্যবাদ..
পোষ্টে +++
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮
শ।মসীর বলেছেন: মনির ভাই : ০১৭২৪১৪৫৮৬৪
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৮
শ।মসীর বলেছেন: রুম ভাড়া পার পারসন ৫০০/ করে।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
নীল ভোমরা বলেছেন: চমৎকার উপস্থাপনা! নিঝুম দ্বীপে যাওয়া হয়নি এখনও .... তবে খুব শীঘ্রি যাব নিশ্চয়ই! ভাল থাকবেন। পোস্টে ক্লিনিক প্লাস!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৫
শ।মসীর বলেছেন: জলদি ঘুরে আসুন
১১| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
বিষন্ন নীল বলেছেন: সুন্দর লিখেছেন। ছবি দেখে মনটা উদাস হয়েছে............নিঝুম দ্বীপ যেতে মন চায়।
+++++++++
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৬
শ।মসীর বলেছেন: উদাস হলে ঘুরে আসুন। মন ভাল হয়ে যাবে
১২| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৩
জুল ভার্ন বলেছেন: বরাবরের মতই সুন্দর বর্ণনা এবং সুন্দর ছবি! তোমার সব লেখাগুলোতেই অপুর্ব সুন্দর ছবি সংযোজন পোস্টে অনেক বেশী সমৃদ্ধ করে!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
শ।মসীর বলেছেন: ধন্যবাদ ভাইয়া
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৫
সব্যসাচী প্রসূন বলেছেন: শামসু ভাই তোমার মধ্যি বৈরাগ্যের লক্ষণ দেখা দিছে... খালি টো টো কইর্যা ঘুরতাছ... সেই জন্যই গুরুজনেরা কয় সময় থাকতে বিয়ে করতে হয়... তুমি বহুত দেরি করে ফেলছ ...
বর্ণনা খাপছাড়া লাগছে... হুড়াহুড়ি কইর্যা লিখছ... কথা না বার্তা নাই হুট কইর্যা নায়িকা আমদানি করছ ... তবে তোমার ফটুক যথারীতি হিট ...
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৩
শ।মসীর বলেছেন: ট্যুর মানেইতো খাপছাড়া, যখন যা ইচ্ছা তাই করা, নয়িকারে ঐখানে দেইখা আমরা টাসকিত ছিলাম
ঘুরাঘুরিতেই শান্তি।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
চাচামিঞা বলেছেন: Dont know.........why bangla not loading..........and cannot give u +++
Really bangladesh is a nice country...........thnx for the pose and Pictures.............
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৫
শ।মসীর বলেছেন: ধইন্যা চাচা
১৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৯
বিডি আইডল বলেছেন: ব্যাপক পোষ্ট
চাচামিঞা @ মূলত বাংলা স্ক্রিপ্ট লোডের আগেই টাইপ করতে গেলে এটা হয়ে...আবার রিফ্রেশ করেন...কাজ না হলে বাংলা লেখা কপি পেষ্ট করে এরপর লিখার ট্রাই করেন...তাতেও কাজ না হলে ctrl+shift চাপ দেন
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
শ।মসীর বলেছেন:
১৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৭
জলপরী বলেছেন: + দিতে পারিনা, কেন যেন জানিনা। কিন্তু আমার আপনার লেখাটা অনেক ভাল লেগেছে।ছবিগুলোও অসাধারণ হয়েছে! আমি তো আপনার খাবারের বণ্র্না পড়েও মূগ্ধ। কিভাবে এত চমৎকার আয়োজনে নিঝুম দ্বীপে যাওয়া যায় জানালে বড়ই উপকৃত হতাম, কারন, অনেকদিনের ইচ্ছা এখানে যাওয়ার।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩২
শ।মসীর বলেছেন: ফিরতি পথে আমরা আসলাম হাতিয়া থেকে বয়রার চরের চেয়্যারম্যানবাড়ী ঘাটে, সেখান থেকে সুবর্ণচর হয়ে সোনাপুর, পথে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর মাইজদী। সেখান থেকে সোজা বাসে ঢাকা। এই রুট টাই আরামদায়ক হবে, তবে নদীমাতৃক বাংলা দেখতে চাইলে আমাদের মত করে গিয়ে এ পথ ফিরে আসা বেটার। আর গ্রুপ বড় হলে ভাল, খরচ কম হবে।
১৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
তায়েফ আহমাদ বলেছেন: আমার নানাবাড়ি থেকে ঘুইরা আইলেন! পাথুইরারে কইছিলাম আওয়াজ দিতে, দিল না!
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৬
শ।মসীর বলেছেন: ওরে পিটাও
১৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৪
শেরজা তপন বলেছেন: ছবি আর বর্ণনা দুটোই ভাল লেগেছে-কতবার যাইতে চাইলাম যাওয়া আর হল না
২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫
শ।মসীর বলেছেন: ঘুরে আসুন জলদি .......
১৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
ফয়সাল আকরাম বলেছেন: ভাল্লাগসে শামসির ভাই আপনেগো লগে কি তমাইল্যা আর শাহানাত ভাই ও গেসিলো?
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৯
শ।মসীর বলেছেন: না ওরা আগে গেছিল.....
২০| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৮
যীশূ বলেছেন: দারুন! আমার এখনো যাওয়া হয় নাই। যাইতে হবে।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
শ।মসীর বলেছেন: জলদি ঘুরে আসুন..................
২১| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৩
মুহাম্মদ আমিন বলেছেন: খুবই সুন্দর উপস্থাপনা, নিঝুম দ্বীপে যাওয়া হয়নি এখনও, তবে খুব শীঘ্রি যাব আশা করছি, নিঝুম দ্বীপ ছাড়া মেটামুটি সব যায়গা ঘুরা শেষ, গত সপ্তাহে সুন্দরবন ঘুরে আসলাম, সময়ের অভাবে ব্লগে দিতে পারছি না ।
আপনাকে +
২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০০
শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২২| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৭
চাচামিঞা বলেছেন: @বিডি আইডল , tHANX FOR THE TIPS.............ACTUALLY I THINK ITS MY BROWSER PROBLEM............ইন্টারনেট এক্সপ্লোররে ঠিকই বাংলা লিখতে পারছি.....কিন্তু মজিলায় বাংলা হচ্ছে না......আবার ইন্টারনেট এক্সপ্লোরারে ইমেজ লোড হচ্ছে না......ঝামেলায় আছি........মনেহয় পুরা ফরমেট দিতে হবে
২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
শ।মসীর বলেছেন: ঠিক হইয়া গেছে
২৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১৭
পারভেজ বলেছেন: ব্যাপক ভালো লাগলো। বড়ই যাইতে ইচ্ছা করছে
ছবিগুলিও ভালো হয়েছে।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
শ।মসীর বলেছেন: ঘুরে আসুন ভাইয়া, ভাল লাগবে ।
২৪| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
পুরাতন বলেছেন: অনেক সুন্দর ছবি অনেক সুন্দর বর্ণনা........
দেখেই যেতে ইচ্ছে করে কবে যে যেতে পারবো
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২
শ।মসীর বলেছেন:
২৫| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:১৯
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: @রাকু: এখনো শিশু পর্যোয় আছি ফটোগ্রাফীতে। কালার ব্যালেন্স করে ঠিক ছবির কাছাকাছি এখন আনতে পারি। কিন্তু এখনো কম্পোজিশন ভালো হয় না। অনেক শিখতে হবে।
@শামসীর ভাই: কেন যে সুপায় ভর্তি হৈলাম না
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩
শ।মসীর বলেছেন: সময় এখন ও যাইনাইরে...আগ্রহই বড় কথা ।
২৬| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
নতুন রাজা বলেছেন: খুব সুন্দর...
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১০
শ।মসীর বলেছেন:
২৭| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০৫
বড় বিলাই বলেছেন: চেয়ে চেয়ে শুধু দেখি।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১১
শ।মসীর বলেছেন: এবার ঘুরে আসার পালা
২৮| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১১
চম্পাবতী বলেছেন: সত্যি অপূর্ব দৃশ্য।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
শ।মসীর বলেছেন: আসলেই...
২৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২২
শয়তান বলেছেন: মজার বর্ননা হৈছে
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮
শ।মসীর বলেছেন: পাথইররা আমারে হুমকি দিতাছে ওর নায়িকা প্রিততির কথা লেখায়
৩০| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
পল্লী বাউল বলেছেন: লেখা - ছবি দুটোই দারুন।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯
শ।মসীর বলেছেন: ধইন্যা বদ্দা ..........
৩১| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৯
পল্লী বাউল বলেছেন: ভালকথা, বদ্দা.... পাথুরের পোস্টের ছবিগুলো আপনার তোলা মনে করায় পাথুরেতো আমার উপর বেজায় ক্ষ্যাপা ....
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯
শ।মসীর বলেছেন: আজকে আমার উপর ক্ষেপছে নায়িকা নিয়া লেখাই --নায়িকারে আবার দেইখা ওর যে হাসি
৩২| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২
তারার হাসি বলেছেন:
মানিব্যাগ ফিরে পাবার ঘটনার মত এমন কিছু মাঝে মাঝে হয় যাতে আমরা মানুষের উপর বিশ্বাস না হারাই। মানুষ এখনো আছে।
প্রথম ছবিটা অসাধারণ।
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
শ।মসীর বলেছেন: মানুষ এখনো আছে।
৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
শয়তান বলেছেন: পাথইররারে পাইয়া লৈ । ওর খপরাছে
২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩২
শ।মসীর বলেছেন: চলেন ওরে ধরি
৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৫
পাথুরে বলেছেন:
আমি নাই আর চামে চাপাবাজি চালায়া যাও নানা। আমি তো আমার পোষ্টে কৈসি যে -------
"আমি তো নজর দেই নি
নজর আমার উপরে পড়েছে,
আমাকে ভেঙে-চুরে....চুরে-ভেঙে
গুঁড়ো-গুঁড়ো...."
আমি তো ছুচীল
নানাজী, লঞ্চে যে তুমি কেবিন বন্ধ কৈরা "খালা"র লগে ধুমায়া গফ্ কর্লা, ঐডা কিন্তু আমি কাউরে কমু না।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৪
শ।মসীর বলেছেন: কাশ যদি একখান খালা থাকত
আমার দুনয়ন আনন্দে ঝলকাইত
৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৩৭
পাথুরে বলেছেন: @বদ্দা, আরে চেতমু ক্যান? কি যে কয় না আমার বদ্দায়।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
শ।মসীর বলেছেন:
৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৩৫
পাথুরে বলেছেন:
লেখক বলেছেন: কাশ যদি একখান খালা থাকত
আমার দুনয়ন আনন্দে ঝলকাইত
---------------------------------------------
আহারে বুক চাপড়ানি রে নানার।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:০৮
শ।মসীর বলেছেন: আহারে ......বুকে ব্যাথা হয়ে গেল
৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৮
রথে চেপে এলাম বলেছেন: সুযোগ পেলেই ঘুরতে যাব। দারুন উপস্থাপনা।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০২
শ।মসীর বলেছেন: জলদি যাও
৩৮| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
রাহা বলেছেন: ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন চলছে. আপনার কোন নিজস্ব ব্লগ থাকলে নিচের লিংক গিয়ে আপনার ব্লগের লিংকটি দিন - ওয়েবে ছড়িয়ে থাকা সকল বাংলা ব্লগের লিস্ট এর সংকলন
৩৯| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০০
মেহবুবা বলেছেন: চমৎকার শেয়ারিং ।
ছবিগুলো পরিষ্কার এসেছে ।
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৩২
শ।মসীর বলেছেন:
৪০| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩০
স্বদেশ সিনহা বলেছেন: চমৎকার দৃশ্যগুলো.........দেখতে দেখতে চোখ আটকে যাচ্ছে।
সময় করে একদিন যাব। এত সুন্দর উপভোগ থেকে নিজেকে আড়াল করলে অনেক কিছু মিছ হয়ে যাবে।
ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য............+
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৫
শ।মসীর বলেছেন: হুমমম ঘুরে আসুন।
৪১| ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এত সুন্দর ছবিগুলো।
আর এত সুন্দর বর্ণনা......মাইনাস তাপমাত্রা চলছে এখানে। চারিদিকে বরফ পড়ে আছে।এর মাঝে নিঝুম দ্বীপে বেড়াতে বেশ লাগলো ।
তবে খেজুরের রসটা খেতে পারলাম না বলে মনটা খারাপ।
ভালো থেকো শামসীর যাযাবর.....শুভেচ্ছা।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
শ।মসীর বলেছেন: অনেকদিন পর এবার গ্লাস ভর্তি করে খেজুরের রস খেলাম। আমাদের ইট কাঠের শহরেত এটা হারিয়েই গেছে।
পুরা ট্যুরে অন্যরকম একটা ভাললাগা যোগ করেছিল মানিব্যাগ ফেরৎ পাওয়াটা। আপু, যদিও এটাই স্বাভাবিক হওয়া উচিৎ তবুও এখন মানুষের এ ধরনের সততায় আমাদের মুগ্ধ হতেই হয়, আমরা যে অনেক কিছুই হারিয়ে বসে আছি।
আপনিও ভাল থাকুন অনেক অনেক।
২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
শ।মসীর বলেছেন: কবে যে বরফ পড়া দেখব- বৃষ্টি জলেত অনেক ভেজা হল
৪২| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯
রোহান বলেছেন: নানাজী, লঞ্চে যে তুমি কেবিন বন্ধ কৈরা "খালা"র লগে ধুমায়া গফ্ কর্লা, ঐডা কিন্তু আমি কাউরে কমু না।
ফাত্তরে কয় কি???? পোলাপাইনস.. কেউ ডিটেইলস লিখা মেইলাও
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
শ।মসীর বলেছেন: অমন কোন খালা থাকলে এতদিনে তুমি নানীও পাইয়া যাইতা
৪৩| ২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫
রোহান বলেছেন: আইজকাল হইলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যুগ... খালা হইলেই চলে, নানী হওন লাগে না
২৭ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১০
শ।মসীর বলেছেন: আহা
৪৪| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
নাজনীন১ বলেছেন: হাতিয়া থেকে বয়রার চরের চেয়্যারম্যানবাড়ী ঘাটে, সেখান থেকে সুবর্ণচর হয়ে সোনাপুর, পথে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর মাইজদী। সেখান থেকে সোজা বাসে ঢাকা। ....
---- উদাস হইলাম। ২০০৮-এ মাইজদী থেকে চেয়ারম্যানঘাট পর্যন্ত গেছি, মেঘনার মোহনা দেখতে। সাথে ছিল বাবা-মা, নৌকাতেই উঠতে দিল না, হাতিয়া, নিঝুম দ্বীপ সে তো পরের কথা।
এ জীবনে মনে হয় নিঝুম দ্বীপ যাওয়া হবে না।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
শ।মসীর বলেছেন: শুধু ইচ্ছা আর সাহস, একবার বেরিয়ে পরুন, দেখবেন ঠিকই যাওয়া হবে
৪৫| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
নাজনীন১ বলেছেন: এই মাইজদী শহরটা আমার, এখানেই আমার বেড়ে ওঠা, স্কুল-কলেজ জীবন পার করা।
১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
শ।মসীর বলেছেন: অধিকার বোধটুকু ভালই টের পেলাম
৪৬| ১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৬
সামছা আকিদা জাহান বলেছেন: তোমার লেখা ছবি সবই চমৎকার। কিন্তু তোমার এই ঘুরে বেড়ানো দেখলে যে বুকের মাঝে জ্বালা ধরে। হিংসায় বুকটা জ্বলে পুড়ে যায়।
১৩ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৩:৪০
শ।মসীর বলেছেন: আমি জানি লেখার সময় আপনি হাসতেছিলেন
৪৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪২
মমতা জাহান বলেছেন: প্রিয় পোষ্ট
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৬
শ।মসীর বলেছেন:
৪৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
মমতা জাহান বলেছেন: নাজনীন আপু বলেছেন
চেয়ারম্যানঘাট পর্যন্ত গেছি, মেঘনার মোহনা দেখতে। সাথে ছিল বাবা-মা, নৌকাতেই উঠতে দিল না, হাতিয়া, নিঝুম দ্বীপ সে তো পরের কথা।
এ জীবনে মনে হয় নিঝুম দ্বীপ যাওয়া হবে না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
শ।মসীর বলেছেন: হবে হয়ত একদিন........সে কামনা করছি.....।
৪৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৫৩
সুবিদ্ বলেছেন: অনেকদিন পরে চোখে পড়লো লেখাটা.......দারুন লাগলো
খুব ইচ্ছা করে যেতে........কবে যে যাওয়া হবে!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
শ।মসীর বলেছেন: একটা প্ল্যান করে দৌড় দিন..............।তিন দিনের মামলা....।
৫০| ১২ ই মার্চ, ২০১০ সকাল ১১:৩৩
ভোরের তারা বলেছেন: খুব সুন্দর ছবি আর বর্ননাও বেশ। আমি মনে করি জীবনের লক্ষ্যই হওয়া উচিত মানুষের উপকার করা আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা। আপনি সেই লক্ষ্যে অনেক দূর এগিয়ে।
১৬ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৪৬
শ।মসীর বলেছেন: জীবনের লক্ষ্যই হওয়া উচিত মানুষের উপকার করা আর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা।
৫১| ২৮ শে জুলাই, ২০১০ রাত ৮:৩৭
হুমাযুন কবির সবুজ বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
০৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১০
শ।মসীর বলেছেন: ধন্যবাদ....।
৫২| ২৮ শে জুলাই, ২০১০ রাত ৮:৫১
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: আমরা যখন গিয়েছিলাম, তখন অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হয় নাই। ভয়ানক খারাপ রাস্তাঘাট। গিয়ে রাতে শুতে হইছিল বারান্দায়, রুমে কোন জায়গা ছিল না। তারপর ফেরার পথে এক বন্ধুর মোবাইল সেট হারিয়ে গেল। সব মিলিয়ে খুব খারাপ অবস্থায় কাটিয়ে এসেছিলাম। তবে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা দেখে ভাল লাগল। ছবিগুলাও খুব সুন্দর হয়েছে।
০৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১২
শ।মসীর বলেছেন: ধইন্যা ভাল থাকবেন....
৫৩| ০৮ ই আগস্ট, ২০১০ রাত ১:০১
আহাদিল বলেছেন: সুন্দর হয়েছে অনেকগুলো ছবি।
সত্যি জোস একটা জায়গা।
০৮ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৪
শ।মসীর বলেছেন: সত্যি জোস একটা জায়গা।
৫৪| ১৩ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫০
হুপফূলফরইভার বলেছেন: ঘুরে গেলাম ব্লগিয় নিঝুম দ্বীপ!
নিজের দেখা নিঝুম দ্বীপের চেয়েও বেশ কিছু নতুন তথ্য জেনে গেলাম!! আহ! এমন একটা চাকরী যদি হত শুধু ঘুরাঘুরী!!
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৩:১২
শ।মসীর বলেছেন: আহ! এমন একটা চাকরী যদি হত শুধু ঘুরাঘুরী!!
৫৫| ০৪ ঠা অক্টোবর, ২০১০ রাত ১০:৩২
টেকি মামুন বলেছেন: ভাই নিজুম দ্বীপ নিয়ে একটু সাহায দরকার Click This Link
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৮
শ।মসীর বলেছেন:
৫৬| ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেক সুন্দর।
০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৬
শ।মসীর বলেছেন: ধন্যবাদ....।
৫৭| ১২ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
জুন বলেছেন: শামসীর আমি চর ফ্যাশনে মেঘনা নদীর মোহোনা পর্যন্ত গিয়েছি, কিন্ত ঢেউ আর ট্রলার দেখে ভয় পেয়েছি ভীষন।
শান্ত কোনো নদী দিয়ে যাবার কোনো সিস্টেম আছে নাকি নিঝুম দ্বীপ?
আমার যাবার খুব ইচ্ছা।
১৩ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৩০
শ।মসীর বলেছেন: আপু , ঢাকা থেকে লঞ্চে করে হাতিয়া যাবেন, সেখান থেকে জাহাজ মারায় গাড়িতে করে গিয়ে খেয়া নৌকা পার হলেই নিঝুমদ্বীপ। শান্ত নদী, খারাপ লাগার কোন কারন নেই.............
৫৮| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৫
অপলক বলেছেন: দারুন ভাল লাগল।
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৯
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ.....।
৫৯| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৫
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: আপনার লেখা ও ছবি অবশ্যই প্রশংসারযোগ্য।
আমি ভোলার লোক, কাজেই আপনি ভোলার বিখ্যাত দৌলতখা ঘাটকে দৌলতদিয়া ঘাট বলায় মৃদু প্রতিবাদ জানাচ্ছি।
আপনার বেহুলার সিরিজটাও চমতকার হয়েছে।
আশা করি ভবিষ্যতে আরো্ কিছু পাবো।
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৪
শ।মসীর বলেছেন: দুঃখিত ঐ ভুলের জন্য । ।
অনেক ধন্যবাদ।
৬০| ২৪ শে মে, ২০১১ বিকাল ৫:৪০
হুমাযুন কবির সবুজ বলেছেন: ভাই আমি ও গিয়াচিলাম। আপনার পোস্ট দারুন কাজে লাগছে। থাঙ্ক'স
৩০ শে মে, ২০১১ সকাল ১০:৫৫
শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৬১| ১৮ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫১
রেজোওয়ানা বলেছেন: এগুলোও নিলাম। হরিনের আর কোন ক্লিয়ার ছবি আছে?
২১ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৬
শ।মসীর বলেছেন: ফেসবুক থেকে নিলে মনে হয় আরো ভাল পাবেন
৬২| ১৪ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, আপনার লেখাটি একজন কপি করে নিজের নামে চালাচ্ছে। আমি জানি না আপনি কোন অনুমূতি প্রদান করেছেন কিনা।
http://www.bodlejaobodledao.com/archives/29098
এটা হচ্ছে সেই লেখার লিংক।
১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫২
শ।মসীর বলেছেন: আমি কাউকে কোন অনুমতি তো দেই নাই
এইভাবে কেমনে দিন বদল করবে তারা !!!
৬৩| ১৪ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৯
অপূর্ণ রায়হান বলেছেন: আমার , ব্লগার মুহাম্মদ জহিরুল ইসলাম,আর্ফিয়াস,শ।মসীর। এর পোস্ট আলো ব্লগে চুরি! আলো মডারেটর আবার তাতে ধন্যবাদ জানায় !!
১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:৫৩
শ।মসীর বলেছেন: ওরা আসলেই উটপাখি।
৬৪| ২৪ শে মে, ২০১৫ সকাল ১০:২২
ফোনেটিক বলেছেন: নিঝুম দ্বীপ - Click This Link
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৫
শ।মসীর বলেছেন: ফিরতি পথে আমরা আসলাম হাতিয়া থেকে বয়রার চরের চেয়্যারম্যানবাড়ী ঘাটে, সেখান থেকে সুবর্ণচর হয়ে সোনাপুর, পথে পরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপর মাইজদী। সেখান থেকে সোজা বাসে ঢাকা। এই রুট টাই আরামদায়ক হবে, তবে নদীমাতৃক বাংলা দেখতে চাইলে আমাদের মত করে গিয়ে এ পথ ফিরে আসা বেটার। আর গ্রুপ বড় হলে ভাল, খরচ কম হবে।