নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

ছোট ভাইয়ের দাবী আদায়ের অব্যর্থ তড়িকা- দাবী না মেনে উপায় থাকতোনা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২





৯৩-৯৪ সালের কথা, আমার ছোট ভাইয়ের বয়স তখন ৩-৪ । দাবী আদায়ের ওর ছিল অদ্ভুত এক প্রতিভা । চিটাগং নিউমার্কেটের তিন তালার প্রায় প্রতিটা দোকানে তখন কাঁচের একটা শো কেসে খেলনা গাড়ি রাখা হত। ছোট ভাইটিকে নিয়ে সবাই যখন মার্কেটে যেত তখন সে খেলনার ঐ শোকেসের দিকে হাত বাড়িয়ে দিত। দোকানদারগুলাও অমনি কেলাতে কেলাতে খেলনা গাড়ি,ট্যাংক পিস্তল টাইপ একটা খেলনা বের করে তার হাতে ধরিয়ে দিত। সবসময় সব খেলনা বাজেটের মধ্যে যে থাকত তাও না । তাই আব্বু আম্মু যখন ছোট ভাইটির হাত থেকে খেলনা নিয়ে ফেরত দিত অমনি সে দোকানের ফ্লোরে শুয়ে পড়ত। কোন কথা ছাড়া শুয়ে তার স্বরে কান্না , শেষমেষ বাধ্য হয়ে তাকে খেলনা কিনে দেয়া হত। সাথে সাথেই তার কান্না বন্ধ, সুন্দর হাসিখুশি মুখে সে ঘুরে বেড়াত, তার দাবী মানা ছাড়া অন্য কোন উপায় কখনো ছিলনা ।



আসল ঘটনা অবশ্য শুরু হত তার সপ্তাহখানেক পর। বড় ভাইয়ের মমতা নিয়ে তারে পাশে বসাতাম আর তার খেলনাটা চেয়ে নিতাম, সাথে থাকত আমার প্রিয় সব স্ক্রু ড্রাইভার সহ নানারকম যন্ত্রপাতি। তাকে বলতাম আই গাড়ির ভিতরে কি আছে দেখি, লাইট টা কিভাবে লাগানো দেখি , অবুঝ ছোট ভাই ও সায় দিত। একসময় চারপাশে ছড়ানো থাকত খেলনার নানা অংশ, শত চেস্টা করেও স্প্রিংগুলো আর জোড়া লাগাতে পারতামনা ।



আবার শুরু হত ছোট ভাই এর কান্না। শেষে আম্মু আমাকে বকাঝকা করে আরেকটা খেলনা কিনে দেয়ার প্রবোধ দিয়ে তার কান্না থামাতেন, সেও একসময় ভুলে যেত বড় ভাই এর কীর্তি ।



এইসব দেখে খাওয়ার টেবিলে আব্বু বলতেন বড় ছেলের যন্ত্রপাতির প্রতি ব্যাপক আগ্রহ (আসলে হবে নস্ট করার ব্যাপারে ) , সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে ভাল করবে।



যাই হউক বড় ভাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না পড়লেও ছোট ভাই আল্লাহর রহমতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে। আশা করি যন্ত্রপাতি মেরামতে আর সমস্যা খুজে পেতে সে ভুল করবেনা , বড় ভাইদেরকেও অযথা সুযোগ দিবেনা ।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

মাক্স বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

শ।মসীর বলেছেন: :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

গোরা বলেছেন: মাক্স বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা!!


আমিও এরকম করতাম, সবার ছোট কিনা !!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

শ।মসীর বলেছেন: আমিও এরকম করতাম, সবার ছোট কিনা !!! :):)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

তিক্তভাষী বলেছেন: যন্ত্রপাতি মেরামতের নিয়ত ঠিক আছে তো ছোটভাইয়ের?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

শ।মসীর বলেছেন: কেমনে বলি :)

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭

দূর্ভাষী বলেছেন: ছোট ভাইয়ের জন্য শুভকামনা!!


নানা আপনের কি খপর! মেলাদিন আপনের ান খপর নাইক্যা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

শ।মসীর বলেছেন: ওরে আপনে কেমন আছেন, আপনের ওত কোন খবর নাই ।মেলা দিন পর । আশা করি সব ঠিক ঠাক আছে।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

দূর্ভাষী বলেছেন: নানা রে ডুব মারছিলাম, কিন্তু শাহবাগ আবার অনলাইনে নিয়া আইল। নানী কেমন আছে?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

শ।মসীর বলেছেন: নানী আছে আলহামদুলিল্লাহ, নাত বউ ও নিশ্ছয় ভাল আছে সুখে দুখে মিলাইয়া :)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৫

দূর্ভাষী বলেছেন: নানারে, দুস্কের কথা কি আর কমু, তোমার নাত বউ এখন ব্যাঙ্কার, থাকে সেই সাতক্ষীরা শহরে, আর আমি পড়ে আছি এই যান্ত্রিক রাজধানীতে।


তারপরও দয়াময়ের ইচ্ছায় সূখে শান্তিতে আছি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

শ।মসীর বলেছেন: ভাবছিলাম মিস্টি চামু কিন্তু নাতির দুঃখের কথা চিন্তা কইরা বাদ দিলাম :)

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: আমার মনে আছে ৯১ সালের দিকে একটা রিমোট কার পছন্দ হয়েছিল কিন্তু দাম ছিল প্রায় ৭০০০ টাকার মত।
তখনকার সাত হাজার টাকা কিন্তু কম নয়। (তখন ডলার=৩৮টাকা সেই হিসেবে এখন কার টাকায় কত??)
কিনতে পারিনি, অপশন ছিল কেনার সেটা এমনঃ সেই বছর আর কোন গাড়ী কেনা যাবে না ও আমার ক্যামেরা কেনা এক বছর পেছাতে হবে। আমি রাজি হই নাই। পরে আমার মন খারাপ দেখে আরেকটা রিমোট কন্ট্রোল কার কিনে দেয়। সেটাকে রিমোট কন্ট্রোল বলা যাবে কিনা সন্দেহ আছে একটা বিকট শব্দের ট্রিগার ছিল সেটা ক্লিক করলে সামনে পিছনে যেত। সনিক কন্ট্রোল।

এটার দাম অনেক কম ছিল আমি তাতেই সন্তুষ্ট
যাই হোক এত প্যাচাল পারার উদ্দেশ্য চায়নাকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিৎ, সস্তায় খেলানা বাজারজাত করার জন্য।
বেশীদিন না টিকুক সমস্যা নাই ( বাচ্চারা এমনিই আছড়াইয়া ভাঙ্গবে হেঃ হেঃ)
এখন ৪০০টাকায় পেন্সিল ব্যাটারির আরসি টয় ও ৬০০ টাকায় রিচার্যেবল নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির টয় পাওয়া যায়।

তবে এক কাজিনকে ইউএসএ থেকে পাঠানো একটা জীপ কয়েক কাজিন মিলে খুলে দেখার চেষ্টা করি। টিভি ম্যাকগাইভার দেখে আমরাও ছোট ম্যাকগাইভার
সব চেয়ে যেটা দেখে অবাক হয়েছি সেট জীপ থেকে প্রায় এক বাস্কেট পার্ট বের হয়েছিল।
মানে পার্টস, ইকুইপমেন্ট হাবিজাবি মিলে প্রায় সেই জীপের তিনগুন
কিভাবে এটা সম্ভব?? বুদ্ধিমান পাঠক বলার অপেক্ষা রাখে না আমরা কিভাবে সেটা রি-এসেম্বলি করেছিলাম!!!!
FYI: সেই জীপ কিন্তু মেড ইন ইউএসএ ছিল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

শ।মসীর বলেছেন: :):)

সবারই শৈশব দেখি কাছাকাছি টাইপ ।
এইত এখন আমার এক বছর বয়সী পোলা যেকোন খেলনায় আগে আছাড় মাইরা টেস্ট করে :)

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মেহেরুন বলেছেন: Click This Link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২২

শ।মসীর বলেছেন: ok

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ছোট ভাইয়ের জন্য শুভকামনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

শ।মসীর বলেছেন: :)

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা!

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

মুহিব বলেছেন: শুভকামনা।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ মুহিব

১২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

বড় বিলাই বলেছেন: হা হা। অর্থাৎ বড় ভাইয়ের ছোটবেলার স্বপ্ন পূরণ করছে ছোট ভাই। দোয়া রইল। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

শ।মসীর বলেছেন: আল্লাহ ভরসা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.