নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

"গালিবের গজল থেকে" -৩

১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৫





সমাজমুখী কবি ছিলেননা গালিব, কাব্যের উপজীব্য তার নিজের সুখ দুঃখ, ভাগ্যের উত্থান-পতন। প্রেমের কবি- দ্রোহের কবি, সর্বোপরি রাজ কবি, তাকে ভারতের শেষ মোঘল সম্রাট বাহাদুর শাহ জাফর প্রদান করেছিলেন ‘দাবির-উল-মূলক’ ও ‘নজম-উদ-দৌলা’ খেতাব,নিজাম জঙ্গ— 'সাম্রাজ্যের তারকা, দেশের শ্রেষ্ঠ কবি, যুদ্ধের গরবী নায়ক'।



ততকালীন কবিদের মাঝে নারী শিক্ষা বা নারীর অগ্রগতি নিয়ে কেমন ভাবনা ছিল তা জানা না গেলেও গালিব এই অগ্রগামীতার প্রশংসা করতে দ্বিধা করেননি ।গুজরাটের নাবাবের জামাতা মেয়েদের স্কুল শিক্ষার ব্যবস্হা করলে বন্ধুবরের উদ্দেশ্যে গালিব লিখেন-



এই-যে নবাব বাহাদুরের হিম্মতে-তকদিরে

ইস্কুলে আজ যাচ্ছে মেয়ে, এ এক আশীর্বাদ

কেননা সে-ই বাড়িয়ে দেবে জ্ঞানগরিমার হাত

সবার জন্য আনুক এমন খুশির রাজ্যপাট।



৪১

বাঁচা মরার ভেদ থাকেনা প্রেমে,

তাকে দেখেই বেঁচে আছি, যে সর্বনাশার জন্য প্রান যায় । ।



৪২

একটু কেঁদে নিতে দাও, ভতসনা কোরোনা বন্ধু;

কোন এক সময়ে তো হৃদয়ের ভার হালকা করবে মানুষ ।।



৪৩

হায়, কেন কাঁদতে গেলাম তার কাছে !

আমি কি জানতাম, বন্ধু, এতে বুকের জ্বালা আরো বেড়ে যাবে ।।



৪৪

কটু বাক্যে কাজ হাসিল করতে চাও, গালিব ?

নির্দয় বললে সে তোমার উপর সদয় হবে কেন ?



৪৫

না চাইতেই যদি দেন তিনি তো তার স্বাদই আলাদা;

সেই ভিখারী শ্রেষ্ঠ, হাত পাতার অভ্যেস হয়নি যার ।।



৪৬

আসাদ, পাইনি বলে অনুযোগ অধর্ম, আরও চাই বলে হাত পাতা অকৃতজ্ঞতা,

কিন্তু কি করি, বাসনার ঘন অন্যে আমি দিশাহারা । ।



৪৭

মঞ্জুর হবে যদি নিশ্চিত জানো তবে প্রার্থনা কোরো না,

অর্থাত এক প্রার্থনাহীন হৃদয় ছাড়া আর কিছু চেয়ো না । ।



৪৮

সব মেনে নিতে শিখবো আমিও,

উদাসীনতাই যদি তোমার অভ্যেস হয় তো হোক ।।



৪৯

ধর্মবিশ্বাস আমাকে ধরে রাখে, অবিশ্বাস আমাকে টানে,

আমার পিছনে রয়েছে কাবা, সমানে প্রতিমার বেদী । ।



৫০

এমন ভাবে, গালিব, জীবন কেটেছে,

আমিই কি আর মনে রাখতে পারি যে আমার মনেও ঈশ্বরের স্হান ছলো । ।



৫১

সব আছে, না কিছুই নেই, গালিব ?

শেষ পর্যন্ত ব্যাপারটা কি ? নাকি কোন ব্যাপারই নেই ?



৫২

পরম প্রিয়ের শোভা ব্যতীত আর কিছু নয় এ মহাবিশ্ব

আমি হতামই না যদি সুন্দর নিজের রুপ দেখতে না চাইতো ।।

৫৩

না, সব নয়, অতি অল্পই রুপ নিয়েছে লালহ্ ও গোলাপের রুপে

কী রুপসীই ছিলেন যাঁরা এই মাটির তলায় চাপা পড়ে আছেন । ।



৫৪

গোলাপের কলিগুলি পাপড়ি মেলেছে বিদায় জানাবার জন্য

হে বুলবুল, চলো এবার, চলে যাচ্ছে বসন্তের দিন ।।



৫৫

ফাঁদ পাতা ছিল বাসার খুব কাছে,

উড়তে নাউড়তেই ধরা পড়ে গেলাম আমি । ।



৫৬

খাঁচার মধ্যে বন্দী আমাকে বাগানের সব খবর শোনাতে দ্বিধা করোনা সখা;

কাল যার উপর বাজ পড়লো তা আমারই বাসা হতে যাবে কেন ?



৫৭

হেমন্ত কী, বসন্তই বা কাকে বলবো-যে ঋতুই আসুক,

সেই আমি, সেই খাঁচা আর সেই কেটে ফেলা পালকের জন্য বিলাপ । ।



৫৮

শতবার প্রেমের বন্ধন থেকে আমি মুক্ত হলাম,

কিন্তু কী করি, হৃদয়ই মুক্তির পরিপন্হী । ।



৫৯

আবার হৃদয় আমার অস্হির হয়ে উঠেছে,

খুজতে বেরিয়েছি তাকে যার আঘাতে সে আবারও বিধ্বস্ত হবে । ।

৬০

রাগিনীর আলাপ নই, সেতারের তার নই,

আমি কেবল একটি আওয়াজ, পরাজয়ে ভেঙে পড়ার আওয়াজ । ।



৬১

এদিকে আমি-শত সহস্র আর্তনাদ;

ওদিকে তুমি-এক পরমাশ্চর্য না শোনা । ।



দ্বিতীয় পর্ব



মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: মির্জা গালিব সিরিয়ালটা বঙ্গবন্ধ টিভি থ্যুক্যু (বিটিভিতে) দেখেছিলাম সম্ভবত ১৯৯৮-৯৯ দিকে তখন নাসির উদ্দিন শাহ্-এর অসাধারণ অভিনয় ..............মুগ্ধ ও প্রেমে পড়ে যাই..গালিবের.......................

পড়ে অডিও সিডি কিনি কিন্তু তা হারিয়ে যায়....

বাজী সিকায়াত ভি নেহি...গজলটি খুব মনে পড়ে ..

ধন্যবাদ লেখার জন্য।

১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১৬

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ও ।

২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া পর্বটি যখন শেষ করবেন তখন শেষ পর্বে আগের সবগুলো পর্বের লিঙ্ক একসাথে দিয়ে দিবেন প্লিজ আমি আমার প্রিয়তে রাখব শেষ পর্বটি।

১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:১৬

শ।মসীর বলেছেন: অবশ্যই :)


শুভকামনা ।

৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:২০

দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন সংগ্রহ ! শিরোনাম খুজে পেতে সমস্যা হচ্ছিল !

+++

১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:৩১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ, স্বার্থক লেখা ।

৪| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৫

শরৎ চৌধুরী বলেছেন: বাহ! জোশ পোস্ট।+।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৯

শ।মসীর বলেছেন: শুভকামনা, কেমন আছেন।

৫| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর পোস্ট। +++

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০

আরজু পনি বলেছেন:

নেট বেশ জ্বালাচ্ছে, যেই পোস্টেই যাচ্ছি কয়েকবার করে রিফ্রেশ দিতে হচ্ছে :(

এই-যে নবাব বাহাদুরের হিম্মতে-তকদিরে
ইস্কুলে আজ যাচ্ছে মেয়ে, এ এক আশীর্বাদ
কেননা সে-ই বাড়িয়ে দেবে জ্ঞানগরিমার হাত
সবার জন্য আনুক এমন খুশির রাজ্যপাট।
....

জেনে ভালো লাগলো যে গালিব নারীদের শিক্ষার মর্যাদা দিতেন। :)

চলতে থাকুক গালিব ...আছি।।

১৩ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১

শ।মসীর বলেছেন: আর একটা পর্ব বাকি :)

৭| ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: @ কান্ডারী অথর্ব বলেছেন:

ভাইয়া পর্বটি যখন শেষ করবেন তখন শেষ পর্বে আগের সবগুলো পর্বের লিঙ্ক একসাথে দিয়ে দিবেন প্লিজ আমি আমার প্রিয়তে রাখব শেষ পর্বটি,,,,,,,,,,সহমত
শুভকামনা

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:২২

শ।মসীর বলেছেন: অবশ্যই ।

৮| ১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো +++

১৩ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শ।মসীর বলেছেন: ধন্যবাদ

৯| ১৩ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

বোকামন বলেছেন:




আমি মনে করি-
শব্দের জাদুকর গালিব দ:খ-বেদনাকে শব্দের মাধ্যমে তৃপ্ত করে তুলেছেন।

৮ম ভালোলাগা
পোস্ট-দাতাকে আমার কৃতজ্ঞতা....
ভালো থাকবেন।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

শ।মসীর বলেছেন: আপনার জন্যও শুভকামনা ।

১০| ১৩ ই জুন, ২০১৩ রাত ১০:২২

কালোপরী বলেছেন: +++++++++++

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪২

শ।মসীর বলেছেন: :)

১১| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:৩৪

মোঃমোজাম হক বলেছেন: খুব ভাল লাগছে ।অনেক ধন্যবাদ ভাই

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

শ।মসীর বলেছেন: ভাল লাগা আমার তরফ থেকেও ।

১২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৯

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১০নং প্লাস। প্রিয়তে।

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

শ।মসীর বলেছেন: শের সম্রাট এর + বলে কথা :)

১৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: জটিল একটা সিরিজ! কয় পর্বে শেষ করবেন ভাই? শেষ পর্বে সব পর্বের লিংক দিয়ে দিবেন প্লিজ! সব একসাথে প্রিয়তে রেখে দিমু :)

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

শ।মসীর বলেছেন: শেষ পর্ব দিয়ে দিলাম। অনেক ধন্যবাদ।

১৪| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৪

ভুং ভাং বলেছেন: সুন্দর পোস্ট। +++

০৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৫

শ।মসীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.