নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

মীরের গজল থেকে -শেষ পর্ব

২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০২





মীরের জন্ম সাল ১৭২২ কিংবা ১৭২৩ এ আগ্রায়।

দরবেশ পিতা মৃত্যুর সময় বৈমাত্রেয় বড় ভাইকে তিনশ কিতাব দিয়ে গেলেও মীরকে বলে গেলেন তার তিনশত টাকা দেনা শোধ করার জন্য, দারিদ্রের সংসারে বহু কস্টে এই টাকা শোধ করে মীরকে আশ্রয় নিতে হল দিল্লীতে মোগল দরবারের আমীরের নিকট।নাদির শাহ দিল্লী আক্রমন করায় এই সুখ ও বেশীদিন কপালে জুটলনা। দিল্লী ত্যাগ করে পরে বাড়ি গিয়েও আবার তিনি ফিরেও আসেন, মন কস্ট নিয়ে লিখেন- ' এক সময় আমার পায়ের ধুলা যাদের চোখের সুর্মা ছিল এখন তারাই আমার জীবন এত অসহ্য করে তুলল যে আমি আবার দিল্লী চলে যেতে বাধ্য হলাম ' । তবে পেছনের কারন ভিন্ন- আঠারো বছর বয়সে মীর তার এক বিবাহিতা ঘনিষ্ঠা আত্মীয়ার প্রেমে পড়েন যা পরিবার পরিজনের জন্য অস্বস্তিকর ও অসন্মানজনক হয়ে দাঁড়ায় , ফলে সকলে তাকে উতপীড়ন করে আগ্রা ছাড়তে বাধ্য করে, উতপীড়নের মাত্রায় মীর একেবার উন্মাদ হয়ে যান !!!









৬১

হৃদয় এমন নগর নয় যাকে ভেঙে আবার গড়া যায় ।

শুনছ কি, এই নগর ধ্বংস করলে শেষে একদিন অনুতাপ করবে । ।



৬২

হৃদয় আমার এক আশ্চর্য নগরী ছিল, কিন্তু তার যাবার পরে

এমন উজাড় হল যে কিছুতেই আর বসত করা গেল না । ।



৬৩

এই মাটির পুতুলের রাজ্যে কার কাছে বিশ্বরহস্যের অর্থ শুধাব ?

এখানে মানুষ নেই, মনুষ্যাকৃতি অবশ্য অনেকেই আছে ।

৬৪

মীরজী দিনে দিনে ফ্যাকশে হয়ে যাচ্ছ,

তুমিও কি শেষে প্রেমে পড়লে নাকি ?



৬৫

দুনিয়ার এই বাজারে প্রতিটি বস্তুর গ্রাহক আছে,

কিন্তু আমার ভালোবাসা নেবার জন্য কাউকে পেলাম না । ।



৬৬

একাহনে আমি তো মৃত্যুর দ্বারে পৌছে গেছি

ওখানে আমারে হৃদয়হারী এখনও নিষ্ঠুরতায় স্হির প্রতিজ্ঞ । ।



৬৭

মৃত্যুর কারন তো সবই রয়েছে

হয়তো বেঁচে থাকার ও অন্য কিছু কারন আছে । ।

৬৮

মৃত্যুকালে মীর আমাকে সাবধান করে দিয়ে গেল

আর যা কিছু হতে চাও হয়ো, কিন্তু প্রেমিক কিছুতেই নয় । ।



৬৯

আকাশতলায় বসে তুমি নিজের দুঃখ নিয়েই কাঁদছ,

কত সমাজ সংসার এখানে পুড়ে ছাই হয়ে গেল । ।



৭০

হেলাফেলা করে তুমি জগত থেকে চলে গেলে

নইলে এখানে প্রত্যেক জায়গায় নতুন এক জগত ছিল । ।



৭১

খাঁচা থেকে উড়ে যাবার একটি অভিলাষ আছে

ডানায় উড়বার মতন পালক কোথায় । ।



৭২

এমন করে কাউকে যন্ত্রনা দেয়াটা কি খুব ভাল কাজ ?

মীর এমনিতেই সর্ভারা, তাকে আর কস্ট দিওনা । ।



৭৩

আজ মীরের জামায় মদের দাগ দেখা যাচ্ছে,

আমার বড় আশা ছিল যুবকটির কাছে । ।



৭৪

মীরকে বুঝতে পারা কি এতই সহজ

তার প্রতিটি কাব্যই যে বহুতল প্রাসাদ । ।



৭৫

বাতুলের মতন যখন প্রলাপ বকতাম সবাই আদর করত

বুদ্ধীমানের মতন কথা কইতে গেলাম, কী যে বোকামি হল । ।



৭৬

সৌজন্যের ঐতিহ্য চিরকালের মতন বিদায় নিয়েছে পৃথিবী থেকে

কেমন সব লোক দুনিয়ায় দেখি, কী একটা সময় এল । ।



৭৭

এ যুগে প্রেমের কী হল, হায় ঈশ্বর

বিশ্বস্ততাকে তো সে ত্যাগই করেছে, সৌজন্যরেই বা কী রাখল । ।



৭৮

হ্যাঁ মীর ও ভিখারী, কিন্তু একত্রে ইহলোক ও পরলোক

এই একটিমাত্র ভিক্ষা তার । ।



৭৯

মাটির পুতুলই তো মানুষ, কেউ যদি তাকে ভালো বলে

মাটির সংসারে সেই কথাটিই থেকে যায় বহুবতসর পর্যন্ত । ।



৮০

আমাদের আস্টেপৃষ্ঠে বেঁধে দুর্নাম রটাও আমরা নাকি স্বাধীন ।

যা খুশি তাই করাও আমাদের দিয়ে আর দোষ চাপাও আমাদেরই ঘাড়ে । ।





মীরের গজল থেকে -৩



মীরের গজল থেকে -২





মীরের গজল থেকে -১



মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আগের সিরিজটির মত এটিও প্রিয়তে নিলাম ভাইয়া।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

শ।মসীর বলেছেন: শুভকামনা সবসময়।

২| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

আরািফন বলেছেন:

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

শ।মসীর বলেছেন: :)

৩| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

মুর্দা ফকির বলেছেন: ++++++

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩০

আমি সাজিদ বলেছেন: ভালো লেগেছে ভাইয়া।একটু আগে গালিবের গজল থেকে পর্বগুলো পড়ছিলাম

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১২

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: দারুন। প্লাস।

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

শ।মসীর বলেছেন: :) :)

৬| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২০

মাহমুদা সোনিয়া বলেছেন: poralm prothom theke.. darun.. boi ta joldi kine felte hobe! gr8 job vaiya :)

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ, শুভকামনা ।

৭| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯

শায়মা বলেছেন: অনেক ভালো লাগলো ভাইয়া!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:২৮

শ।মসীর বলেছেন: ধন্যবাদ আপু । কেমন চলছে....

৮| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাস দিয়ে গেলাম।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৫

শ।মসীর বলেছেন: বাধিত হলাম ।

৯| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অপূর্ব অপূর্ব.......অপূর্ব
+++++++++++++

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৩

শ।মসীর বলেছেন: :) :)
ধন্যবাদ

১০| ২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

৬৮
মৃত্যুকালে মীর আমাকে সাবধান করে দিয়ে গেল
আর যা কিছু হতে চাও হয়ো, কিন্তু প্রেমিক কিছুতেই নয় । ।

৬৯
আকাশতলায় বসে তুমি নিজের দুঃখ নিয়েই কাঁদছ,
কত সমাজ সংসার এখানে পুড়ে ছাই হয়ে গেল । ।


খুব ভালো লাগলো। একটা প্রশ্নঃ গজল কি এই দুই লাইনেরই? নাকি গজলের ১ম অন্তরা বা প্রধান লাইন গুলো তুলে দিলেন?

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৮

শ।মসীর বলেছেন: গজল আসলে অনেকগুলো শেরের সমস্টি । এগুলোকে শের বলা চলে।

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৮

রেজোওয়ানা বলেছেন: হৃদয় এমন নগর নয় যাকে ভেঙে আবার গড়া যায় ।
শুনছ কি, এই নগর ধ্বংস করলে শেষে একদিন অনুতাপ করবে ।


.........তোমার এই সিরিজটা দারুন!

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

শ।মসীর বলেছেন: বাতুলের মতন যখন প্রলাপ বকতাম সবাই আদর করত
বুদ্ধীমানের মতন কথা কইতে গেলাম, কী যে বোকামি হল । ।

এটাও একটা বাস্তব সত্য , ভাল কথার কেউ দাম দেয়না :)

১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৫

খেয়া ঘাট বলেছেন: সুন্দর প্রচেষ্টা।
তবে, গজল পড়ে যে সুখ আর পরিতৃপ্তি পাওয়া যায়,অনুবাদে যেন তা পাওয়া যায়না। মনে হয় শীতল দীঘীতে স্নান করলাম, কিন্ত পুরো শরীরে যেন জলের স্পর্শ পেলাম না।

শুভকামনা, নিরন্তর শুভকামনা।

২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪২

শ।মসীর বলেছেন: আসলেও তাই, অনুবাদ কি আর কবির আসল অনুভূতি ফুটিয়ে তুলতে পারে কখনো....




শুভকামনা আপনার জন্য ও ।

১৩| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:০১

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: প্রিয়তে নিয়ে যাচ্ছি, অনেক গুলো প্লাস ++++ :) :)

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

শ।মসীর বলেছেন: অনেক শুভকামনা ।:)

১৪| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

কাঠফুল বলেছেন: '''''''হৃদয় এমন নগর নয় যাকে ভেঙে আবার গড়া যায় ।''''''

তিনটি পর্বই আজ পড়লাম। ভালো লাগলো। পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ এবং অনেক + উপহার....

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩১

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ও ।

১৫| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪২

আরজু পনি বলেছেন:

খাঁচা থেকে উড়ে যাবার একটি অভিলাষ আছে
ডানায় উড়বার মতন পালক কোথায় । ।


আপনি দারুণ একটা কাজ করলেন !

অনেক অনেক শুভকামনা রইল।।

২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৬

শ।মসীর বলেছেন: :)

মাটির পুতুলই তো মানুষ, কেউ যদি তাকে ভালো বলে
মাটির সংসারে সেই কথাটিই থেকে যায় বহুবতসর পর্যন্ত । ।


শুভকামনা আপনার জন্য ও ।

১৬| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

দীপান্বিতা বলেছেন: মাটির পুতুলই তো মানুষ, কেউ যদি তাকে ভালো বলে
মাটির সংসারে সেই কথাটিই থেকে যায় বহুবতসর পর্যন্ত । ।

দারুন .... :)

৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩০

শ।মসীর বলেছেন: :)

১৭| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

দীপান্বিতা বলেছেন: মাটির পুতুলই তো মানুষ, কেউ যদি তাকে ভালো বলে
মাটির সংসারে সেই কথাটিই থেকে যায় বহুবতসর পর্যন্ত । ।

দারুন .... :)

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯

শ।মসীর বলেছেন: :) শুভকামনা

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৭

সাহাদাত উদরাজী বলেছেন: ৬৯
আকাশতলায় বসে তুমি নিজের দুঃখ নিয়েই কাঁদছ,
কত সমাজ সংসার এখানে পুড়ে ছাই হয়ে গেল । ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১

শ।মসীর বলেছেন: হুমমম সবই কপাল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.