নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
প্রতিদিন মোবাইলে নানা রকম প্রতারণার খবর শোনা যায়, বিশেষ করে লটারি জিতেছেন এই খবর দিয়ে গ্রাহক কে ফোন করা হয়, তারপর প্রসেসিং ফী বাবদ টাকা চাওয়ার ঘটনা ঘটে । লোভে পড়ে অনেকে বোকা বনে যান, টাকা দিয়ে ধরা খেয়ে শিক্ষা হয়। তারপর ফোন কোম্পানিগুলোকে জানান ধরা খাওয়ার গল্প। নিশ্চিত ভাবে এমন অসংখ্য অভিযোগ জমা আছে কোম্পানীগুলোর কাছে , বিটিআরসির ও অজানা নয় এ কাহিনী । একটা শুভবুদ্ধী কারো মাথায় কেন আসেনা বুঝিনা । বিটিআরসি সব অপারেটরকে নিয়ে পত্রিকায় বড় করে একটা বিজ্ঞাপন দিতে পারে, টিভিতে কয়েকদিন প্রচারনা চালাতে পারে, তাহলে নিশ্চিত ভাবে এ ঘটনা কমে যেতে বাধ্য । ।
এই সিএসআর টা করার ইচ্ছা কেন কারো হচ্ছেনা, এত দিন ধরে এ ঘটনা চলার পরও.......আমরা সব অন্যায় দমন করতে না পারি, কিছুতো পারি। সেটাই বা কেন করা হবেনা ...........
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
শ।মসীর বলেছেন: লোভ তো আসলে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, সবাই কি আর সবসময় কমাতে পারে। যারা প্রতারণা করছে তারাওতো টাকা কামানোর লোভ থেকেই এই কাজ করছে.....
কিছু কিছু মানুষ সবসময় লোভের শিকার হবেই- এটা যত কমানো যায় সেটাই মঙ্গল, আমাদেরকে অপরাধ টা দমন করতে চেস্টা করতে হবে...যাতে কেউ শিাকর না হয় ।
২| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সাথে সহমত ভাই।
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৫
শ।মসীর বলেছেন: যারা একমত হলে কাজ হত তারাত একমত হবেনা
৩| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কয়েক দিন আগে প্রথম আলু তে এই বিষয়ে একটি প্রতিবেদন এসেছিল, প্রতিবেদক মোবাঃ কোম্পানীদের সাথে যোগাযোগ করলে যেটা বের হয়ে সেটা আরও ভয়াবহ তথ্য বের হয়েছে ।তারা নাকি খন্ডকালিন যে কর্মি নিয়োগ দেয় তাদের মধ্য থেকে কিছু কর্মি এই জালিয়াতীর সাথে জরিত ।
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
শ।মসীর বলেছেন: এই অভিযোগ করা যায় বিকাশের টাকা হাতিয়ে নেবার ক্ষেত্রে, লাটিরির এই খেলা যে কেউ খেলতে পারে...।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
আমিনুর রহমান বলেছেন:
প্রশাসনের একটুখানি স্বদিচ্ছাই এই ধরণের প্রতারনেরগুলোকে রুখে দেয়া সম্ভব।
১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৫
শ।মসীর বলেছেন: সেটাই........
৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সংস্লিষ্ট মোবাইল ফোন কম্পানির সহায়তায় পুলিশ খুব সহযেই অপরাধীকে ধরতে পারার কথা।
কারন এই আত্নসাতকৃত বড় এমাউন্ট কোন ফ্লেক্সিলোড ব্যাবসায়ীর মোবাইলে নেয়া হয়। নতুবা এই এমাউন্ট টাকায় পরিনত করা সম্ভব না।
ফ্লেক্সিলোড ব্যাবসায়ীর মোবাইলের মালিক ভেরিফাইড করা থাকে, ঠিকানা নিয়ে তাকে ধরা অসম্ভব কিছুনা। টাকা ট্রান্সফার করে ফেললেও ...
১৪ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
শ।মসীর বলেছেন: ভাল কাজ করতে চাইলে উপায়ের কোন অভাব নাই, সমস্যা হল সেই সদিচ্ছার.....
৬| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো বলেছেন। এটা যে কেন তারা করে না, বিষয়টা মাথায় ঢুকে না। দুই একবার যা চোখে পড়েছে, তা আসলে খুবই অপ্রতুল!!
এই ক্ষেত্রে তারা যে ব্যবস্থাটি গ্রহন করেছে তা হলো, আপনি প্রি পেইডে এক সাথে ১০,০০০ টাকার বেশি লোড করতে পারবেন না। এটা কোন কথা! এটা কোন ভাবেই কার্যকরী পদ্ধতি নয়!
২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩
শ।মসীর বলেছেন: ভাল কাজে কেউ নাই....।
৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম... EIR সেট আপ কইরা কিন্তু মোবাইল চুরিটাও ঠেকানো যাইত, কিন্তু বিটিআরসি সেই ব্যাপারে কোন উদ্যোগ নেয় না !!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
শ।মসীর বলেছেন: ভাল কাজে এই দেশে কেউ নাই
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
তাসবীর আহমাদ বলেছেন: ফোন কোম্পানীর কিছু অসাধু লোক এইসব প্রতারণার সাথে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৬
শ।মসীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
নীলতিমি বলেছেন: ভাই অনেক ধন্যবাদ।
তবে লোভ কমাতে পারলে কিন্তু অনেক প্রতারণা থেকেই বাঁচা যায়।