নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

একটি নির্বাচনমুখী রাজনৈতিক ভাবনা । ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৬







বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়া আজকে রাষ্ট্টপতির সাথে সাক্ষাত করবেন । টক শো থেকে শুরু করে অনেকেই দেখছি আশাবাদী একটা সমাধান হবেই । তবে আমার মনে হয় কোন সমাধান আসলে হবেনা। এটা বিরোধী দলের টিপিক্যাল একটা সাক্ষাত রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের সাথে, তাকে চলমান অচলাবস্হা নিরসনের উদ্যেগ নেয়ার আহবান জানিয়ে এবং লীগের অধীনে নির্বাচনে না যাবার কথা ঘোষনার মাধ্যমে শেষ হবে। এমন কোন পরিস্হিতি তৈরি হয়নি যার জন্য বিএনপি হাসিনার অধীনে নির্বাচনে যাবে, আর রাষ্ট্টপতি ও প্রধানমন্ত্রীর কথার বাইরে কোন কথা বলবেন এমনটা মনে হবার কোন কারন নেই । বিএনপির এই সাক্ষাতের কারন হল সবাইকে জানানো আমরা শেষ চেস্টা করেছি রাষ্ট্টপতির কাছে গিয়ে ,তারা আন্দোলন শুরু করবে নির্বাচনের তফসিল ঘোষনা হবার পর থেকে -টানা অবরোধ আর হরতালের মাধ্যমে । নির্বাচন ঠেকানোর চেস্টা তারা করে যাবেই ।



এরপরের ইস্যু হল লীগ নির্বাচন করতে পারবে কিনা । মহাজোট সরকারকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে এই জন্য, নির্বাচনকালীন সরকার , সর্বদলীয় যাই নাম দেয়া হউকনা কেন এটা মহাজোটেরই সরকার। নাহলে দর কষাকষি করে বাবলু মিয়াকে উপদেস্টা বানানোর কোন কারন নেই, বাকি মন্ত্রীরা কে কই গেল সেটা এখন ও অজানা ।



নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য কাজ শুরু করবে বিরোধীদলের বাঁধা সত্ত্বেও । তবে সেনা বাহিনী মাঠে নামিয়ে এই নির্বাচন আয়োজন করার সম্ভাবনা খুব কম, যদি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। ৯৬ তে ১৫ই ফেব্রুয়ারি যে একদলীয় নির্বাচন হয়েছিল (নরুল কবীর, মাহফুজ উল্লাহ যদিও দায়িত্ব নিয়ে বলেছেন সে নির্বাচন ছিল লীগ আর দলের আপোষের মাধ্যমে হওয়া নির্বাচন, সংবিধান পরিবর্তনের জন্য ) তাতে সেনাবাহিনীকে মাঠে নামানো যায়নি জাতিসংঘের কারনে, জাতিসংঘ বলেছিল একদলীয় নির্বাচনে মাঠে নামলে সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে অংশগ্রহন বাঁধাগ্রস্ত হতে পারে। জাতিসংঘ যদি একই কথায় এখনও অবিচল থাকে তাহলে এইবারও সেনাবাহিনী মাঠে নামবেনা। তার ফল হবে হানাহানি। প্রচুর লাশের উপর দিয়ে হাঁটা ছাড়া এই নির্বাচন করা সম্ভব হবে বলে মনে হয়না। কারন নিজের অস্তিত্ব রক্ষার এই নির্বাচন ঠেকানো ছাড়া বিএনপির মনে হয়না অন্য কোন উপায় আছে । তারপরও হয়ত নির্বাচন হবে..............সেটা দেশের জন্য কি বয়ে আনবে সেটা সময়ই বলে দিবে।



অন্য আরেকটা ঘটনা ঘটতে পারে হানাহনি যদি শুরু হয় কোন কারনে ,তাহলে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে ( লোকজন হুদাই তৃতীয় পক্ষ বলে চিল্লা চিল্লী করে, দেশে এই দুই দলকে এক ঘাটে জল খাওয়ানোর ক্ষমতা আছেই কেবল সেনাবাহিনীর, সো নানা পক্ষের কথা বলে লাভ নাই, অবশ্য এই দেশে ভাসুরের নাম কেউ মুখে নিতে চায়না ) সবার অংশগ্রহনে একটা শান্তিপূর্ণ সমাধান হতে পারে। এর বাইরে আপাতত অন্যকোন সমাধান আছে বলে মনে হয়না, অন্তত আমার জানা নেই।



একটি স্বপ্ন কল্পনা , দেশের জন্য সবচেয়ে ভাল যেটা হতে পারে : প্রধানমন্ত্রী আসলেই একটা সমাধান চান শান্তিপূর্ন, সেজন্য তিনি রাস্ট্রপতিকে উদ্যেগ নিতে বলেছেন, তাই রাস্ট্রপতি বিরোধীদলকে বলেছেন আপনারা আমার সাথে দেখা করতে আসুন, সে অনুযায়ি আস্বশ্ত হয়ে তারা সাক্ষাত চেয়েছে, আজ সন্ধ্যায় রাস্ট্রপতি প্রধানমন্ত্রীর পদত্যাগের অভিপ্রায় বিরোধীদলকে জানাবে, নতুন কেউ দায়িত্ব নিবেন সামনে, সত্যিকারের সর্বদলীয় একটা সরকার হবে , শান্তিপূর্ন নির্বাচনের পথে হাঁটা শুরু হবে, সারা বাংলায় আনন্দ আর শান্তির সুবাতাস বয়ে যাবে । শান্তি কেনা চায় !!!



অবশ্য বিএনপি যদি লীগের অধীনে নির্বাচনে যেতে রাজি হয় তাহলেও শান্তি ফিরে আসবে ,এই স্বপ্ন ময় কল্পনা করার সাহস অবশ্য আমার নাই , বিএনপি যাবার ও কোন কারন নাই, দেখা যাক শান্তি কোন পথে আসে।



একটায় অপেক্ষা কেবল- শান্তির, কেউ কি জানে কোন পথে সে আসবে ??





মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

জানপরী বলেছেন: বিএনপি যদি আওয়ামী লীগের নেতৃত্বদানকারী সরকারের অধীনে নির্বাচনে যায় তাহলে খালেদা জিয়া নিজে তাঁর রাজনৈতিক মৃত্যু ঘটাবেন বলে আমার মনে হয়।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

শ।মসীর বলেছেন: কেউ কি শখ করে মরতে চায় !!!

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

শাহ আজিজ বলেছেন: আপনি কার তোলা ফটো ব্যাবহার করেছেন ?

ছবির সত্ত্বাধিকারী কুহক মাহমুদ , অনুমতি নিয়েছেন??

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

শ।মসীর বলেছেন: হা হা হা, হাসালেন জনাব, ছবি খানা আমার নিজের তোলা , নিজের বাসার ব্যলকনি থেকে নিজের সনি এক্সপেরিয়া মোবাইল দিয়ে..। আর ও বেশী প্রমান লাগলে বসুন্ধারা আবাসিক এ আমার বাসায় চলে আসতে পারেন .......

ছবি নিয়ে অন্তত আমার নামে এই অপবাদ কেউ দিতে পারবেনা, পারার কোন কারন ও নেই, আমার ব্লগ ঘুরে দেখতে পারেন ।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

শ।মসীর বলেছেন: আমার ফেবুতেও দেখতে পারেন

Click This Link

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

শ।মসীর বলেছেন: সম্ভব হলে কুহক মাহমুদ এর লিংকটা ও দিন ।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

উপপাদ্য বলেছেন: যে সংলাপটা হাসিনার সাথে হওয়ার কথা ছিলো সেটাই আসলে আজ হতে যাচ্ছে।

তবে এটা যে হচ্ছে এটাও ভালো। খারাপ না।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

শ।মসীর বলেছেন: দেখা যাক কি হয়......।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

খেয়া ঘাট বলেছেন: আপনি ভালো লিখেছেন।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

শ।মসীর বলেছেন: কিন্তু শান্তি কই থেকে আসবে :(

৫| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

কুহক' বলেছেন: ছবিটা আমার তোলায় নয়।

শ্রদ্ধেয় বড় ভাই ‌‌শাহ আজিজ' ভাইয়ের পক্ষ হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি লেখক ভুল বুঝবেন না।

ধন্যবাদ। (প্রায় সিমিলার হওয়াতে ভুল বোঝা-বুঝি ঘটেছে, স্যরি)

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপনার ছবিটি দেয়ার জন্য, খুবই সুন্দর হয়েছে আপনার তোলা ছবিটি ...।


শুভকামনা রইল।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

দিশার বলেছেন: খালেদা যতই সমঝোতা চক তার জামাতি চাগু গুলা তো তা চায় না।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

শ।মসীর বলেছেন: সমঝোতা করে হাসিনার অধীনে নির্বাচনে গেলে খালেদার কি লাভ হবে ??

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ছবিটা অনেক সুন্দর

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৪

শ।মসীর বলেছেন: দেশটাও :)

৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

মোঃমোজাম হক বলেছেন: অত্যান্ত সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।
আমরা দেখতে চাই হাসিনা কি সর্বোচ্চ ছাড় দেন!
তবে ঐ পদলেহি প্রেসিডেন্ট যে কিছুই করবেনা এ ব্যপারে আমি সিউর।

১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

শ।মসীর বলেছেন: আমরা অপেক্ষায়......শান্তি কখন আসবে !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.