নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
৯২-৯৩ সালের কথা । বিটিভিতে তখন জিলেট ওয়ার্ল্ড স্পোর্টস নামে বিকালে একটা অনুষ্ঠান দেখাত যেটাতে বিদেশের নানা খেলার হাইলাইটস দেখানো হত। সব খেলার পাশাপশি ফুটবল হাইলাইটস ও ছিল। ফুটবল হাইলাইটস এ ইংলিশ লীগ আর ইতালিয়ান সিরি এ এর খেলার সারসংক্ষেপ মানে গোলগুলো দেখানো হত।
বিদেশী লীগ নিয়ে জানাশোনা হয় ঐখান থেকেই ।
হাইলাইটস দেখে দেখে ক্লাব বলতে তখন চিনেছিলাম ইতালিয়ান এসি মিলান, ইন্টার মিলান, রোমা .........আর ব্রিটিশ ক্লাব লিভারপুল, আর্সেনাল, চেলসি !!!
বর্তমানে জনপ্রিয় বার্সা, রিয়েল, ম্যান ইউ এর কথা মনে পড়ছেনা ।এই কারনেই কিনা মেসির কারনে বার্সাকে সাপোর্ট করলেও ভাল লাগে এসি মিলানকে, লিভারপুল কে । ডিশ না থাকায় পুরো খেলা দেখার কোন সুযোগ ছিলনা , হাইলাইটস দেখে দেখে ভাল লাগা ।
আমাদের সে সময় লীগ বলতে বুঝতাম ঢাকা লীগ- প্রথমে প্রথম ডিভিশন ফুটবল আর পরে প্রীমিয়ার ডিভিশন ফুটবল যার নাম হয়। মোহামেডান আর আবাহনীই ছিল আমাদের আলোচনার ই্স্যু । মোহামেডানের জান প্রান সমর্থক বলতে যা বুঝায় তাই ছিলাম, ক্লাবের সবখেলোয়াড়ের নামই ছিল মুখস্ত। আর এই নিয়ে এক বন্ধুর সাথে মারামরিও করেছিলাম স্যারের বাসায় । আহা সেইসব দিন গুলো।
তবে যেই কথাটা এখন মনে হচ্ছে আমাদের শৈশবে আমরা এসব খেলা দেখার চেয়েও নিজেরা মাঠে বল নিয়ে খেলাটাকেই বেশী জরুরি ভাবতাম !!!
বিকেল হলে, কোনমতে আসরের নামাজটা পরে মাঠে ঝাপিয়ে করাই ছিল জীবনের লক্ষ্য । পৃথিবীর কোন লীগে কে কি করল সেটা নিয়ে মাতামাতির টাইম কই । মাঠ বিহীন বর্তমান বাংলাদেশের ছেলেপেলের জন্য আসলেই কস্ট হয়। নিজেদের অদম্য ইচ্ছা তারা জলাঞ্জলি দেয় টিভি পর্দায় আর ফেসবুকে।
দেশের ফুটবলের দশা এতই করুন যে তারা অনেকেই হয়ত আবাহনী-মোহামেডান কে চিনেইনা, কল্পনাও করতে পারবেনা আবাহনী-মোহামেডান দ্বৈরথ এদেশে তখন বার্সা-রিয়েল এর এখনকার খেলার চেয়ে কোন অংশে কম উত্তেজনা পূর্ণছিলনা। মনে পরে মোহামেডান জিতলে চিটাগং এর রিয়াজউদ্দীন বাজার এর গরুর মাংসের দাম কমিয়ে দিত ব্যবসায়ীরা খুশীতে !!!
পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচের উত্তেজনার কথা মনে পড়লে আবার ইচ্ছা জাগে শৈশবে ফিরে যেতে, জানিনা এখন আর পাড়ায় পাড়ায় তমুল উত্তেজনার ফুটবল খেলা হয় কিনা !!!
২৭ শে মে, ২০১৪ রাত ৮:০০
শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২৭ শে মে, ২০১৪ রাত ৮:১০
সুমাইয়া আলো বলেছেন: nicely
২৭ শে মে, ২০১৪ রাত ৮:১২
শ।মসীর বলেছেন:
৩| ২৭ শে মে, ২০১৪ রাত ১০:২৬
দি সুফি বলেছেন: এলাকার পোলাপান দুইভাগ হয়ে ফুটবল খেলতাম, একভাগ আবাহনী, আরেক ভাগ মোহামেডান।
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:০০
শ।মসীর বলেছেন: আহা দিন গুলো.....
৪| ২৮ শে মে, ২০১৪ রাত ১:৪৩
প্রবাসী পাঠক বলেছেন: অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিলেন। মোহামেডান-আবাহনী নিয়ে উন্মাদনা ভোলার মত নয়। মোহামেডান-আবাহনীর মধ্যকার খেলায় মোহামেডান জিতলে আমরা মোহামেডান এর সাপোর্টাররা মিছিল বের করতাম। সেদিন আর আবাহানীর সাপোর্টাররা ঘর থেকে বের হত না। আর মোহামেডান হারলে আমরা লুকিয়ে থাকতাম।
২৮ শে মে, ২০১৪ সকাল ১১:৩৭
শ।মসীর বলেছেন: এখন কার ছেলে পেলেরা এই জিনিস বুঝবেইনা যে দেশে লীগের খেলা নিয়ে এমন উম্মাদনা ছিল।
৫| ২৮ শে মে, ২০১৪ ভোর ৪:৫৯
সকাল হাসান বলেছেন: মোহামেডান-আবাহনী তর্কে মাতিনা বহুদিন।
বাংলাদেশের ফুটবলের এই অবস্থা হল কেন?
২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:২০
শ।মসীর বলেছেন: এই কেন এর আনসার কে দিবে ?
৬| ২৮ শে মে, ২০১৪ সকাল ১০:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
একটা সময় ছিল যখন মোহামেডান আর আবাহনীর খেলা হলে মারামারি বেঁধে যেত। আহারে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল।
২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৬
শ।মসীর বলেছেন:
৭| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:৩০
আছিফুর রহমান বলেছেন: সেই স্বর্ণ যুগের কিছু অংশ পেয়েছিলাম আমি।
২৮ শে মে, ২০১৪ দুপুর ২:৩৭
শ।মসীর বলেছেন: লাকি আপনি.....
৮| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৩
ইসপাত কঠিন বলেছেন: মোহামেডান-আবাহনীর খেলা সরাসরি সম্প্রচার হত। এর মধ্যে রাত ৮ টার সংবাদের শিডিউল থাকলে সংবাদ পিছিয়ে দেওয়া হত। খেলার সময় কোন জায়গায় বাই-চান্স লোডশেডিং হলে সেই এলাকার বিদ্যূৎ অফিসে ভাংচুর এবং বিদ্যূৎ বিভাগের কর্মচারীদের কপালে মাইরের রেকর্ডও আছে। মাঝে মাঝে উল্টা-পাল্টা বাঁশি বাজালে রেফারীর কপালেও মাইর থাকত।
খুব মিস করি সেই দিনগুলোকে।
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫২
শ।মসীর বলেছেন: খেলার মাঝে মারামারিও খেলার একটা বিশাল আংশ ছিল.....
৯| ২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৮
ড. জেকিল বলেছেন: জিলেট ওয়ার্ল্ড স্পোর্টস খুব প্রিয় অনুষ্ঠান ছিলো
২৮ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৩
শ।মসীর বলেছেন: আহা কৈশোর.....।
১০| ২৯ শে মে, ২০১৪ ভোর ৬:৪১
বড় বিলাই বলেছেন: খেলা একটু কমই বুঝি, তবে বিটিভির সব অনুষ্ঠান দেখার একটা ঝোঁক ছিল। এইটাও বাদ পড়ত না। মনে করিয়ে দিলেন সেই দিনগুলোর কথা।
২৯ শে মে, ২০১৪ সকাল ১০:২৪
শ।মসীর বলেছেন: আমাদের সেই সব দিন গুলো ।
১১| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৪৬
এইচ তালুকদার বলেছেন: মাঠের অভাবই সবচেয়ে বড় সমস্যা ২০০৫/০৬ সালেও যেসব জায়গায় ফুটবল খেলেছি সেখানে এখন বহুতল ভবন।
০১ লা জুন, ২০১৪ রাত ১২:০৫
শ।মসীর বলেছেন: সবাই খালি মাথা গোজার তালে আছে।
১২| ০১ লা জুন, ২০১৪ রাত ১২:১৭
আমি সাজিদ বলেছেন: ফেসবুকে আগেও পড়েছিলাম লেখাটা। এক্সাম ছিলো তাই মন্তব্য করা হয় নি।
ছোট বেলায় আমার পড়ার ঘরে আব্বুর একটা বইয়ের তাক ছিলো। ওখানে ষাট সত্তরটার মতো ম্যাগাজিন ছিলো, ক্রীড়া লোক, খেলার জগত এইসব। সবগুলাই ১৯৯২-১৯৯৫ সালের। ক্লাস ফাইভ সিক্সে থাকার সময় একেক্টা ম্যাগাজিন আমার তিন চারবার করে পড়া হয়ে গিয়েছিলো। ওখানে বিশাল বিশাল ফিচার থাকতো মোহামেডান আবাহনী নিয়ে। সেই সময়টা না পেলেও শুধু ম্যাগাজিনগুলো পড়ে কিছুটা উত্তাপ বুঝতে পেরেছিলাম।
ম্যাগাজিন গুলোতে শুধু ফুটবলই ফুটবল ছিলো। ক্রিকেটের খবর মাঝখানের দুই একটা পাতায় বা শেষে একটু থাকতো। খুব কম সময় মূল ফিচার ক্রিকেট নিয়ে হতো।
আমি যেসময়ের কথা বলেছি তখন ওয়াসিম আকরাম বাংলাদেশে ক্রিকেটলীগ খেলে যেতো। আর পেপসির দাম মাত্র ৬ টাকা ছিলো ( ম্যাগাজিন গুলোর পিছনে এড ছিলো)।
০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৪২
শ।মসীর বলেছেন: হুমম ক্রীড়া লোক, ক্রীড়া জগত ও সেই সময়ের সাক্ষী। আমি ছিলাম ক্রীড়া লোক এর ভক্ত, টিফিন এর টাকা জমিয়ে ক্রীড়া লোক কিনতাম। এটা নিয়েও একটা লেখা দিব ভাবছি
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০
আবুল হাসান নূরী বলেছেন: কি দিনের কথা মনে করাইয়া দিলেন ভাই !
জিলেট ওয়ার্ল্ড স্পোর্টসের ওপেনিং থিম