নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
যেকোন উপায়ে নিজের পছন্দের বিষয়কে হালাল করার অদ্ভুত একটা ব্যাপার এখন কাজ করে আমাদের দেশে । বিশেষ করে রাজনৈতিক ইস্যু হলেত আর কথায় নেই । সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফির উপর ভ্যাট আরোপ করেছে । শিক্ষাকে সরাসরি শর্মা হাউজের শর্মার লেভেলে নিয়ে আসার এর চেয়ে ভাল উদাহরন আর কি হতে পারে । মজার ব্যাপার হল একদল এখন উঠেপরে লেগেছে এই ভ্যাট কেন যৌক্তিক এবং হালাল তা প্রমান করার কাজে।
তারা দেখলাম একটা গবেষনা ও করে ফেলেছে। সেই গবেষনার উপাত্ত গুলো হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে কত টাকা মাসে মোবাইলের পেছনে খরচ করে, তাদের শতকরা কতভাগ প্রেম করে,তাদের বাবা মা ট্যাক্স দেয় কিনা- ইত্যকার বিষয় । যেহেতু তারা মোবাইল ও প্রেমের পেছনে মাসে কয়েক হাজার টাকা খরচ করে সুতরাং ভ্যাট আরোপ যৌক্তিক !!! গবেষনার এই আবিষ্কারের পরে ভ্যাট আরোপ যে যৌক্তিক সে বিষয়ে বলার আর কিছু থাকেনা......
এত এত গবেষক যে দেশে তার উন্নতি ঠেকায় সাধ্য কার...........
১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪
শ।মসীর বলেছেন: তাহলেত গলদ টা গোড়াতে..........আগে দেশ বাসীকে সঠিক পথ দেখানো হউক যে কোনটা তার জন্য দরকার। কেন সে উচ্চ শিক্ষা নেবেনা সে পথে আগে মোটিভেট করা হউক । সব সময় জল ঘোলা পথে কেন আগাতে হবে। কোনটা দেশের জন্য দরকার সে গাইডলাইনইত ঠিক নাই.........
২| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
ইষ্টিকুটুম বলেছেন: প্রেমিক প্রেমিকার বাবা-মা ট্যাক্স দেয় কিনা?? এটাও ধর্তব্যে আনতে হবে? আজব !
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭
শ।মসীর বলেছেন: জরিপে দেখা গেছে- ৩৩% প্রেম করে, ৬৩% তথ্য ডিতে চাই নাই ।
৯% জানে তাদের বাবা মা ট্যাক্স দেয়, বাকিরা জানেনা....
৩| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
নুর ইসলাম রফিক বলেছেন: ভাই মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত...........।
তাই আপনার ঝালটা একটু বেশী লাগছে।
যখন একজন ছাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়(অনার্স),
ন্যাশনাল বিশ্ববিদ্যালয়(অনার্স), এবং কি পাস (ডিগ্রি)
তে চান্স না পেয়ে বাবার টাকার জোরে পাইভেটে ইংলিশ নিয়ে পড়াশুনা করে,
তাকে দেখে নিশ্চয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংলিশে চান্স না পেয়ে
বাংলায় চান্স পাওয়া একজন ছাত্রের এর চেয়েও বেশী জ্বালা হয়।
এতো টাকা দিয়ে প্রাইভেটে পড়াশুনা করতে যদি আপনার সামর্থ
থাকে তবে নিশ্চয়ই অল্প টাকা সরকারী ভ্যাট প্রদানে আপনাদের এতো মাথা ব্যথা হওয়ার প্রশ্নই উঠেনা।
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৯
শ।মসীর বলেছেন: কি সহজেই আমরা ডিসিশানে পৌঁছে যায়- এটা আপনার কমেন্ট দেখলেই বোঝা যায় । ভাল মন্দ যৌক্তিক কিনা সে বিচার না করে তোর বাপের টাকা আছে তাই তুই ভ্যাট দিবি.........
আপনার অবগতির জন্য- আমি এবং আমার পরিবারের সবাই (বাপ- মাও ) আল্লাহর রহমতে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা লোকজন।
বঙ্গবন্ধু একবার বলেছিলেন বাংগালীর সবচেয়ে বড় সমস্যা পরশ্রীকাতরতা । আমি প্রাইভেটে পড়তে পারি নাই, তুই পড়স, কাজেই তুই টাকা বেশী দিবি !!! এই ধ্যান নিয়েই সবাই চলে।
কার বাপের টাকা বেশী সেটাই কি এখানে ইস্যু । । কই সরকার কেন পাবলিকে ক্যাপাসিটি বাড়াচ্ছেনা সে নিয়েত কাউকে বলতে শুনিনা..........
আর আমার লেখাটাই ধরতে পারেন নাই, ভ্যাট যদি যৌক্তিক হয় সেটার যথাযথ কারন বলা হউক । তারা প্রেম করে না মোবাইলে কথা বলে না তাদের বাপের টাকা বেশী সে জন্য শিক্ষাকে ভ্যাটের আওতায় আনা হবে ??
৪| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১
নতুন বলেছেন: শিক্ষার উপরে কর দিতে হবে? যেখানে সরকারকে শিক্ষার ব্যবস্তা করতে হবে সেটা করতে পারছেনা কিন্তু আরো বোঝা চাপাচ্ছে?
যারা ভ্যাটের পক্ষে...তারা নিজে সব রকমের কর দেয় কি?
দেশে সবার জন্য উচ্চশিক্ষার ব্যবস্তা আছে কি?
দেশে এখন শিক্ষায় আরো বিনিয়োগ করা দরকার সরকারের...
১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩
শ।মসীর বলেছেন: আামার কাছে মজা লাগছে সরকারের এই কাজটাকে যৌক্তিক প্রমানের জন্য লোকজন প্রাইভেটের পোলাপান প্রেম করে, মোবাইলে কথা বলে এই সব যুক্তি দাঁড় করাচ্ছে !!!! আজব আমাদের চিন্তা ভাবনা.......
৫| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: আজব আমাদের এ দেশ !!
৬| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আলী আকবার লিটন বলেছেন: সেপ্টেম্বরের পরে সরকার এই বিসয়ে সম্ভবত আবার নতুন করে ভাববে । কারন সেপ্টেম্বরের মাঝামাঝিতে সানিলিওনের প্রোগ্রাম আছে ঢাকায় । সরকারের মাথা আগে ঠাণ্ডা হোক তারপর ওসব ভ্যাট ফ্যাট নিয়ে আলাপ ।
৭| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪২
জুন বলেছেন: সাধ করে কি বাবা মা প্রাইভেটে পড়ায় ? তারা যে মেধাশুন্য তাও তো নয় । এ টাকাটা দিতে অনেকের যে কি পরিমান কষ্ট হয় তা তার গার্জিয়ানরাই বুঝে ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪১
মোঃমোজাম হক বলেছেন: অর্থমন্ত্রী সেদিন টিভিতে বললেন ত্রিশ হাজার টাকা মাসে দিতে পারলে ভ্যাট দিতে পারবেনা কেন?
ইনি সত্যিই বাতিল মাল হয়ে গিয়েছে
৯| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৪
মহান অতন্দ্র বলেছেন: ভ্যাট ব্যাপারটা হয়ত ঠিক নয়, তবে পৃথিবীর অধিকাংশ দেশেই স্কলারশিপ না হলে উচ্চ শিক্ষা উচ্চ মূল্যেই কিনতে হয়। আর যোগীর সাথে আমি কিছুটা একমত। সবাইকেই কেন উচ্চ শিক্ষিত হওয়ার নামে সার্টিফিকেট কিনতে হবে, আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক বছর পড়িয়েছে। এরা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, অথচ অনেকেই ওয়াই ইকুয়ালস এম এক্স মানে কি জানে না, আমি একটুও বাড়িয়ে বলিনি। আবার ভাল অনেককে দেখেছি বেসরকারিতে পড়ছে। তাই আগে ভার্সিটিগুলোর মান নিয়ন্ত্রণ করা উচিৎ। এত সার্টিফিকেট ধারী শিক্ষিত বেকার দিয়ে দেশ কি করবে? এর চেয়ে হাল চাষ করলে দেশের উপকার হবে।
১০| ১৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৫
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই উর্বর গবেষণাও কী সরকারের আবিস্কার?
১১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ঐ সব গুভেষকদের পাবনা পাঠানো উচিত! সাথৈ তাদের সমর্থকদেরও।
শিক্ষা মৌলিক অধীকারের একটি!
পাবলীকে যে ভর্থুকি ৭-৮ লাখ টাকা সরকার দেয় তাকি তাদের বাপের টাকা! জনগনের টাকা! সেখানে পর্যাপত আসন ব্যবস্থঅ নেই কেন? নাই বলেইতো প্রাইভেটের জন্ম!
আর যে গরু গাধারা প্রশ্ন করে সবার শিক্ষিত হতে হবে কেন-তাদের জ্ঞান নিয়ে আসলেই প্রশ্ন জাগে! অন্ধ হলে কি এমনই হতে হয়!????
মৌলিক ৬ অধীকার রাষ্ট্রকে দিতে পারে বলৈই ইউরোপ আমেরিকায় মানুষ মানুষ হতে পারছে। কল্যাণ রাষ্ট্রের দায়িত্বও তাই।
দায়িত্ব পালন করতে না পারেন- বাধাতো দিয়েন না!!!
১২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আসলেই আজব, কিন্তু এখানে কে শোনে কার কথা??
১৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
লেখোয়াড়. বলেছেন:
৯০% বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হোক নতুবা সরকার নিয়ে নিক। ওগুলো ব্যবসা প্রতিষ্ঠান।
ওখানে ইয়াবাখোর আর জঙ্গী তৈরি হচ্ছে।
তাহলে আর ভ্যাটের কথা উঠবে না।
১৪| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৩
জেন রসি বলেছেন: এই দেশের শিক্ষা নীতি হচ্ছে-" টাকা যার শিক্ষা তার"!!!!
১৫| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,
গবেষণার সন্ধি বিচ্ছেদ করলে একটা "গো" শব্দ আসে । সে থেকে ধরে নিতেই পারা যায়, গবেষণায় লিপ্ত এইসব পন্ডিতেরা স্বভাবতই গরু । হবেনা কেন ? ফরমালিন খেতে খেতে এদের মগজও মেডিক্যাল কলেজের ডিসেকশান টেবিলের ফরমালিনে প্রিজার্ভড লাশের মতো বোধবুদ্ধহীন হয়ে আছে । অপেক্ষা করুন , আরো আরো গবেষণা লব্ধ খিসিস আসছে ....
১৬| ২১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জেন রসি বলেছেন: এই দেশের শিক্ষা নীতি হচ্ছে-" টাকা যার শিক্ষা তার"!!!!
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪
যোগী বলেছেন: আজবতো! বাংলাদেশে গাধা ঘোড়া সবারই কেন উচ্চ শিক্ষা লাগবে? আর গাধাদের যদি একান্তই উচ্চ শিক্ষা নেয়ার হাউস হয় তাহলে তারা সরকারকে উপযুক্ত ভ্যাট দিয়েই সেটা নিবে। এখানে কথা বলার কী আছে? মনে রাখতে হবে এইচএসসি পাশ করলেই একটা ছাত্র উচ্চ শিক্ষার জন্য উপযুক্ত হয়ে যায় না।
এইচএসসি পাশ করে যারা সরকারী ভার্সিটিতে ভর্তি হতে পারেনা সেই সাথে বেসরকারী ভার্সিটিতে ভ্যাট দিতে চায় না তারা কারিগরি শিক্ষা নিবে। সরকারের যুবউন্নয়ন কেন্দ্রে ভর্তি হবে, হাঁস মুরগী পালন অথবা মাছ চাষ শিখবে। বাংলাদেশে ভুরি ভুরি ডিগ্রীধারি আছে বাট স্কিল্ড ম্যান পাওয়ার নাই সেই অনুপাতে। আজ দেশে এত সুজোগ থাকতেও মাছের দাম ডিমের দাম কৃষি পন্যের দাম আকাশ ছোয়া। কারন সব গাধারাই ভার্সিটিতে পড়তে চায় আর একটা সার্টিফিকেট কিনেই শুরু করে চাকরির জন্য লবিং। এই সব টাকা ওয়ালা গাধাদের হাত আবার অনেক লম্বা খুব সহজেই তারা মেধাবিদের টপকে চাকরি পেয়ে যায়।