নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

পুলিশ বাহিনী ও আমাদের অনাহুত ভবিতব্য !!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬



গত কিছুদিনের ঘটনবলি থেকে দেখা যায়, পুলিশের দ্বারা ঘটে যাওয়া সবগুলো ঘটনার সাথে একজন করে এসআই জড়িত । মাঠ পর্যায়ে অপারেশনের সব কর্মকান্ড পরিচালিত হয় এই এসআইদের নেতৃত্বে । পুলিশের কার্যকারিতা অনেকটাই ডিপেন্ড করে এদের পারফরমেন্সের উপর। ইদানিংকালের একের পর এক ঘটনায় প্রতীয়মান হয় এই এসআইদের যথাযথ বাছাই ও প্রশিক্ষনের অভাব আছে , সেইসাথে নৈতিকতার সাথে বিশাল আপোষ ও আছে। মাঠ লেভেলের কর্তারা যদি এমন হয় তাহলে আমাদের মত সাধারন মানুষের জন্য এটা আসলেই ভয়ের কারন । পুলিশের বড় কর্তারা আর প্রশাসন যদি এই পদে নিয়োগের সাথে সবসময় আপোষ করে যায় তাহলে মানুষের জন্য সেটা নিরাপত্তার বদলে উল্টা নিরাপত্তাহীনতার মাত্রাই বাড়াবে ।এখনই এর রাশ টেনে ধরতে না পারলে আগামীতে আরো খবরই আছে............। নিয়োগ প্রকৃয়ায় স্বচ্ছতা না থাকলে এর থেকে উত্তোরনের আর কোন উপায়ও আসলে নেই । চাকরি পাওয়া যদি ইনভেস্টমেন্ট হিসেবে বিবেচিত হয় তাহলে বিনিয়োগ তুলে আনার জন্য খাদ্যে ভেজাল মেশানো ব্যবসায়ীর মতই হবে সবার আচরন । ।

মুক্তির উপায় আমরা সবাই জানি, মুক্তি মিলবেনা এটাও জানি :(

মন্তব্য ১০ টি রেটিং +৯/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

নিষ্‌কর্মা বলেছেন: মুক্তির উপায় আমরা সবাই জানি, মুক্তি মিলবেনা এটাও জানি

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

দিশেহারা আমি বলেছেন: নিয়োগ প্রকৃয়ায় স্বচ্ছতা না থাকলে এর থেকে উত্তোরনের আর কোন উপায়ও আসলে নেই
কিন্তু এতেও কাজ হবে না। ব্যাপারটা হচ্ছে এইরকম যে- কেউ লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যায় আবার কেউ শুধু বিমানের টিকেট কেটেই চলে যায়।কিন্তু টার্গেট একটাই টাকা কামানো।

পুলিশের জন্য দরকার- কঠোর নজরধারী ও জবাবদিহিতার।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

এক অন্ধ কবি বলেছেন: আজ থেকে একটা গালি প্রচলন করে দিলাম:-
"তুই মানুষ না পুলিশ"।

অবশ্যই পড়বেন<<<
http://www.somewhereinblog.net/blog/imranib71/30106675

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৭

পাকাচুল বলেছেন: পুলিশ নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করছে, এটাই সমস্যা। আর রাজনৈতিক নেতারা এদের প্রশ্রয় দিচ্ছে, লালন করছে নিজের সুবিধার জন্য।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজনীতিতে গণতান্ত্রিক শূণ্যতাই বড় কারণ!

অনির্বাচিত সরকারার টিকে থাকার জণ্য যখন পুলিশ আর্মি র্যাব এসবের উপর নির্ভরশীল হতে হয়- আমহনতা রেখে..
তখন সেই সব বাহিনীওতার তার সমর্থন হিসাবে বাড়তি অনাকংখিত পথে হাঠছে। আর নির্ভরশীলতার জন্যই কিছূ বলতে পারছে না!!


৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

সুপান্থ সুরাহী বলেছেন: পুলিশ এখন ফ্রাংঙ্কেস্টাইনের ভূমিকায়...
আমাদের মুক্তি নাই ভাই...

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: ভাবনার বিষয়।
++

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১১

গোধুলী রঙ বলেছেন: এক কনস্টেবল ১০ লাখ,এস আই ২০-৩০ লাখ ঘুষ দিয়ে নিয়োগ, এই পুলিশ মাইরা কাইটা টাকা নিবো না তো জামাই আদর করবো?

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

আহসানের ব্লগ বলেছেন: অবিচারের সমাজ গিলছে সব আর আমরা হজম করছি ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

অগ্নি কল্লোল বলেছেন: মুক্তির উপায় সবাই জানি,মুক্তি মিলবেনা এটাও জানি।।
চমৎকার তথ্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.