নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
১। ঢাকা শহরে হঠাত করে রিক্সা চলাকের সংখ্যা কমে গেছে , ফলে রিক্সা পাওয়া কিছুটা সমস্যার হয়ে দাঁড়িয়েছে । গতকাল এক চালককে কারন জিজ্ঞাসা করায় সে বিষয়টা বুঝিয়ে বলল, হালকা জ্ঞান অর্জন ও হইল-
* নির্বাচনের কারনে অনেকেই গ্রামে চলে গেছে । ভোট শেষে উদযাপন করে তারা ফিরবে । [বাংগালী আসলেই নির্বাচনমুখী জাতি । যে নির্বাচনে তার দুইপয়সার লাভ ক্ষতি নাই সেটার জন্যও সে কাজ কাম ফেলে বাড়ি চলে গেছে , নিশ্চিতভাবেই গমচোর আর কাবিখার টাকা মেরে খাওয়া এই সব চেয়ারম্যানরা ঢাকার এইসব রিক্সাচলককে তুচ্ছতাচ্ছিল্যই করবে সবসময়]
* দ্বিতীয় কারন হচ্ছে এখন ধান কাটার মৌসুম । প্রতিদিন ১৫ জন মানুষ একসাথে ৫-৬ বিঘা জমির ধান কাটতে পারে। সেখান থেকে আনুমানিক ১০০ মন ধান পাওয়া যায় । যার থেকে ১৫মন ধান এই শ্রমিকরা পেয়ে থাকে ।অর্থের পরিবর্তে ধান বিনিময় প্রথা । এইভাবে কেউ যদি ২০-২২ দিন কাজ করে তাহলে ২০-২২ মন ধান সে পেয়ে যায়,যা দিয়ে তার পরিবারের সারা বছরের চাল হয়ে যায় মোটামুটি । ।
২। নদীর মাছ শুনলেই বাংগালীর জিভে জল চলে আসে, বিশেষ করে যারা আমার মত মাছ ব্যাপক পছন্দ করে । গতকাল বাজারে দেখলাম ৫-৬ কেজি সাইজের বেশ কিছু রুই কাতল বিভিন্ন মাছ ব্যবসায়ীর কাছে যেগুলার কানে দঁড়ি দিয়ে বাঁধা, দেখলে মনে হবে একটা একটা করে কস্ট করে ধরে আনা হয়েছে । যারা গ্রামে যাতায়াত করেন তারা হয়ত দেখবেন গ্রামে বড় মাছ কিভাবে নিয়ে যাওয়া হয় । ডাকাডাকির কারনে অভ্যাস এবং আগ্রহ বশতঃ জিজ্ঞাসা করলাম কোথাকার মাছ । উত্তর পেলাম নেত্রকোনার মোহনগঞ্জের মাছ । মাছ দেখে কেন জানি মানে হলনা যে এটা নদী বা হাওড়ের । পরিচিত মাছওয়ালার কাছে গিয়ে জানতে চাইলাম এইগুলা আসলে কোথাকার । সে জানাল এইগুলা রাজশাহী থেকে আনা চাষের মাছ, নতুন পদ্ধতি ফলো করে এখন কানে রশি লাগাইয়া নদীর মাছ বলে বিক্রি হয় , আরো বলল নদীর মাছ যে বিক্রি করবে সে অত ডাকাডাকি করবেনা, আপনিই যাবেন তার কাছে ।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫
শ।মসীর বলেছেন: আসলেই
২| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৩১
ইয়েলো বলেছেন: নদীর মাছের পিঠের দিকের আঁশ দেখলে বোঝা যায়।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫
শ।মসীর বলেছেন: হুমমম
৩| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: কত কিছু যে জানার আছে
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৬
শ।মসীর বলেছেন: সেটাই........
৪| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫
আমিই মিসির আলী বলেছেন: রিক্সা চালকদের গ্রামে আসার একটা লাভ আছে ভ্রাতা।
নিজের ভালো তো পাগলেও বুঝে।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৬
শ।মসীর বলেছেন:
৫| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
তানজির খান বলেছেন: বিশ্লেষণ ভাল লাগলো সবগুলো।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭
শ।মসীর বলেছেন: শুভকামনা ।
৬| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
তট রেখা (১) বলেছেন: জানলাম। ধন্যবাদ।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭
শ।মসীর বলেছেন:
৭| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ইমরাজ কবির মুন বলেছেন:
মাছটা তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলতে পারবো!
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭
শ।মসীর বলেছেন: হা হা হা
৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৩
আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,
বাংগালী আসলে নির্বাচনমুখী জাতি নয়, একটা আহাম্মক জাতি ।
ন্ইলে দশটাকার ক্ষতি ছাড়া দুইপয়সার লাভ নাই এটা হাড়ে হাড়ে টের পেয়েও কাজ কাম ফেলে বাড়ি চলে যায় আহাম্মকেরাই ।
রাগ করবেন না কেউ । ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ।
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭
শ।মসীর বলেছেন: কেউ কি আর ভেবে কিছু করে এখন ।
৯| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৭
অগ্নি সারথি বলেছেন: হুম!
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৮
শ।মসীর বলেছেন: হ
১০| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
একের ভেতর তিন। বিশ্লেষন ভাল। কিন্তু বুঝবে টা কে?
১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৮
শ।মসীর বলেছেন: সেটাই বুঝবে কে.........।
আছেন কেমন ।
১১| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:১৯
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো হয়েছে ।
১০ ই মে, ২০১৬ রাত ৮:৩৩
শ।মসীর বলেছেন:
১২| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শামসীর ভাই। ভুলে যান নি জেনে ভাললাগছে।
দু:শাসন কিন্তু একজনের নাম ছিল। তার শানসকালের ত্রাসে তাই বিশেষনে পরিণত, মীরজাফরের মতো!
এমন হালে যেমন থাকা যায় আর কি!
আপনিতো অনেক কম লিখছেন। আবার নিয়মিত হোন। মাসে ১টা ২টা দিলে কি আর আমাদের ক্ষুধা মেটে
ভাল থাকুন।
১০ ই মে, ২০১৬ রাত ৮:৩২
শ।মসীর বলেছেন: সেই সময়, যখন ব্লগিং মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, তখনকার নিকগুলোকে কি ভুলা যায় ।
শাসন নিয়ে কিছু নাই বা বলি
অফিসের ব্যস্ততায় ব্লগিংতো ভুলেই গেছি, কত গুলা ঘুরাঘুরির গল্প শুরু করেও শেষ করতে পারিনি
নিজের কাছেই কস্ট লাগে.......
১৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম!!
১০ ই মে, ২০১৬ রাত ৮:৩৩
শ।মসীর বলেছেন: হুম
১৪| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কত কিছু অজানা।
২২ শে মে, ২০১৬ রাত ১:১৩
শ।মসীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫৩
সুমন কর বলেছেন: আসলেই জানার শেষ নেই....