নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

জানতে হবে অনেক কিছু :)

০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৩৬



১। ঢাকা শহরে হঠাত করে রিক্সা চলাকের সংখ্যা কমে গেছে , ফলে রিক্সা পাওয়া কিছুটা সমস্যার হয়ে দাঁড়িয়েছে । গতকাল এক চালককে কারন জিজ্ঞাসা করায় সে বিষয়টা বুঝিয়ে বলল, হালকা জ্ঞান অর্জন ও হইল-

* নির্বাচনের কারনে অনেকেই গ্রামে চলে গেছে । ভোট শেষে উদযাপন করে তারা ফিরবে । [বাংগালী আসলেই নির্বাচনমুখী জাতি । যে নির্বাচনে তার দুইপয়সার লাভ ক্ষতি নাই সেটার জন্যও সে কাজ কাম ফেলে বাড়ি চলে গেছে , নিশ্চিতভাবেই গমচোর আর কাবিখার টাকা মেরে খাওয়া এই সব চেয়ারম্যানরা ঢাকার এইসব রিক্সাচলককে তুচ্ছতাচ্ছিল্যই করবে সবসময়]

* দ্বিতীয় কারন হচ্ছে এখন ধান কাটার মৌসুম । প্রতিদিন ১৫ জন মানুষ একসাথে ৫-৬ বিঘা জমির ধান কাটতে পারে। সেখান থেকে আনুমানিক ১০০ মন ধান পাওয়া যায় । যার থেকে ১৫মন ধান এই শ্রমিকরা পেয়ে থাকে ।অর্থের পরিবর্তে ধান বিনিময় প্রথা । এইভাবে কেউ যদি ২০-২২ দিন কাজ করে তাহলে ২০-২২ মন ধান সে পেয়ে যায়,যা দিয়ে তার পরিবারের সারা বছরের চাল হয়ে যায় মোটামুটি । ।

২। নদীর মাছ শুনলেই বাংগালীর জিভে জল চলে আসে, বিশেষ করে যারা আমার মত মাছ ব্যাপক পছন্দ করে । গতকাল বাজারে দেখলাম ৫-৬ কেজি সাইজের বেশ কিছু রুই কাতল বিভিন্ন মাছ ব্যবসায়ীর কাছে যেগুলার কানে দঁড়ি দিয়ে বাঁধা, দেখলে মনে হবে একটা একটা করে কস্ট করে ধরে আনা হয়েছে । যারা গ্রামে যাতায়াত করেন তারা হয়ত দেখবেন গ্রামে বড় মাছ কিভাবে নিয়ে যাওয়া হয় । ডাকাডাকির কারনে অভ্যাস এবং আগ্রহ বশতঃ জিজ্ঞাসা করলাম কোথাকার মাছ । উত্তর পেলাম নেত্রকোনার মোহনগঞ্জের মাছ । মাছ দেখে কেন জানি মানে হলনা যে এটা নদী বা হাওড়ের । পরিচিত মাছওয়ালার কাছে গিয়ে জানতে চাইলাম এইগুলা আসলে কোথাকার । সে জানাল এইগুলা রাজশাহী থেকে আনা চাষের মাছ, নতুন পদ্ধতি ফলো করে এখন কানে রশি লাগাইয়া নদীর মাছ বলে বিক্রি হয় , আরো বলল নদীর মাছ যে বিক্রি করবে সে অত ডাকাডাকি করবেনা, আপনিই যাবেন তার কাছে ।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: আসলেই জানার শেষ নেই....

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

শ।মসীর বলেছেন: আসলেই :)

২| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১:৩১

ইয়েলো বলেছেন: নদীর মাছের পিঠের দিকের আঁশ দেখলে বোঝা যায়।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৫

শ।মসীর বলেছেন: হুমমম

৩| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: কত কিছু যে জানার আছে

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৬

শ।মসীর বলেছেন: সেটাই........

৪| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৫

আমিই মিসির আলী বলেছেন: রিক্সা চালকদের গ্রামে আসার একটা লাভ আছে ভ্রাতা।
নিজের ভালো তো পাগলেও বুঝে।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৬

শ।মসীর বলেছেন: ;)

৫| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

তানজির খান বলেছেন: বিশ্লেষণ ভাল লাগলো সবগুলো।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

৬| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

তট রেখা (১) বলেছেন: জানলাম। ধন্যবাদ।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭

শ।মসীর বলেছেন: :)

৭| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

ইমরাজ কবির মুন বলেছেন:
মাছটা তো মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলতে পারবো!

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭

শ।মসীর বলেছেন: হা হা হা :)

৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,




বাংগালী আসলে নির্বাচনমুখী জাতি নয়, একটা আহাম্মক জাতি ।
ন্ইলে দশটাকার ক্ষতি ছাড়া দুইপয়সার লাভ নাই এটা হাড়ে হাড়ে টের পেয়েও কাজ কাম ফেলে বাড়ি চলে যায় আহাম্মকেরাই ।

রাগ করবেন না কেউ । ঠান্ডা মাথায় ভেবে দেখবেন ।

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৭

শ।মসীর বলেছেন: কেউ কি আর ভেবে কিছু করে এখন ।

৯| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:০৭

অগ্নি সারথি বলেছেন: হুম!

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৮

শ।মসীর বলেছেন: হ

১০| ১০ ই মে, ২০১৬ সকাল ৯:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
একের ভেতর তিন। :) বিশ্লেষন ভাল। কিন্তু বুঝবে টা কে?

১০ ই মে, ২০১৬ সকাল ১০:০৮

শ।মসীর বলেছেন: সেটাই বুঝবে কে.........।

আছেন কেমন ।

১১| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:১৯

ঝালমুড়ি আলা বলেছেন: ভালো হয়েছে ।

১০ ই মে, ২০১৬ রাত ৮:৩৩

শ।মসীর বলেছেন: :)

১২| ১০ ই মে, ২০১৬ সকাল ১১:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ শামসীর ভাই। ভুলে যান নি জেনে ভাললাগছে।

দু:শাসন কিন্তু একজনের নাম ছিল। তার শানসকালের ত্রাসে তাই বিশেষনে পরিণত, মীরজাফরের মতো!
এমন হালে ;) যেমন থাকা যায় আর কি!
আপনিতো অনেক কম লিখছেন। আবার নিয়মিত হোন। মাসে ১টা ২টা দিলে কি আর আমাদের ক্ষুধা মেটে ;)

ভাল থাকুন।

১০ ই মে, ২০১৬ রাত ৮:৩২

শ।মসীর বলেছেন: সেই সময়, যখন ব্লগিং মানে অন্যরকম একটা ব্যাপার ছিল, তখনকার নিকগুলোকে কি ভুলা যায় ।

শাসন নিয়ে কিছু নাই বা বলি ;)

অফিসের ব্যস্ততায় ব্লগিংতো ভুলেই গেছি, কত গুলা ঘুরাঘুরির গল্প শুরু করেও শেষ করতে পারিনি :(
নিজের কাছেই কস্ট লাগে.......

১৩| ১০ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হুম!!

১০ ই মে, ২০১৬ রাত ৮:৩৩

শ।মসীর বলেছেন: হুম

১৪| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:৪৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কত কিছু অজানা। :)

২২ শে মে, ২০১৬ রাত ১:১৩

শ।মসীর বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.