নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

নংনোচ পাতায়া গার্ডেন- ঘুরে দেখার জন্য চমতকার এক জায়গা .....

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৭



১৯৮০ সালে চালু হওয়া এই বাগানটি আসলে একজনের ব্যক্তিগত বাগান । দেখার চোখ আর ভিশন থাকলে একটা বাগানকে কি সুন্দর করে বানিজ্যিক প্রতিষ্ঠানে রুপান্তর করা যায় এটা তার উদাহরন হতে পারে । খুন নংনোচ ১৯৫৪ সালে ৬০০ একর জায়গার উপর এই বাগানটি বানাতে শুরু করেন। শুরুতে ফলফলাদির গাছ থাকলেও পরবর্তীতে ভ্রমনপিয়াসী এই মহিলা পৃথিবীর বিভিন্ন জায়গার আদলে গড়ে তোলেন বোটানিকাল গার্ডেন ।

পাতায় শহরতলি থেকে আধাঘন্টা দুরত্বে এই বাগান । টিকেটের মূল্যমান যদিও অনেক বেশী তবে ঘুরে দেখার পর মন খারাপ হবেনা ।

কেন জানি বাইরে ঘুরার সময় মুগ্ধ হবার বদলে আমার কেবল মন খারাপ হয় । আমাদের ও সব কিছু আছে, কেবল নেই সুন্দর করে সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করার ক্ষমতা - এই আফোসোসই কুঁড়ে কুঁড়ে খায় !!! আমাদেরও বলদা গার্ডেন আছে, বোটানিকাল গার্ডেন আছে, কেবল নেই এটাকে সুন্দর করে প্রদর্শনের ক্ষমতা, নেই বিপননের ইচ্ছা । আশায় থাকি একডিন আমরাও পারবো...........














মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

গন্ডোলার মাঝি বলেছেন: ধন্যবাদ অসাধারন ছবি গুলো শেয়ার করার জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্য ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

এডওয়ার্ড মায়া বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

শ।মসীর বলেছেন: শুভকামনা সবসময়ের..।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাগানটা দুর্দান্তরে ভাই! খুব সুন্দর... :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২০

শ।মসীর বলেছেন: সেইরাম সুন্দর ভাই..........বস থেকেই সময় পার করে দেয়া যায় ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,




আপনার দেয়া সুন্দর ছবি দেখছি আর দীর্ঘশ্বাস ছাড়ছি আপনার এই বাক্যটির রেশ ধরে --
আমাদের ও সব কিছু আছে, কেবল নেই সুন্দর করে সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করার ক্ষমতা - এই আফোসোসই কুঁড়ে কুঁড়ে খায় !!!

যাদের উপর প্রেজেন্টেশানের ভার তাদের না আছে শিক্ষা, না রূচি , না আছে আবেগ । এরা এসেছে নর্দমা থেকে , নর্দমার বাইরের জগতের খোঁজ এরা জানা নেই !

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

শ।মসীর বলেছেন: দায়িত্ববানরাত বিদেশে কম ঘুরেননা, তবুও কেন তাদের বোধদয় হয়না বুঝিনা । পুরা দুনিয়া চলে একদিকে, আমরা আরেক দিকে :(

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: শ।মসীর ,



কারেকশান ----- বাইরের জগতের খোঁজ এদের জানা নেই !

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

আমি ইহতিব বলেছেন: কেন জানি বাইরে ঘুরার সময় মুগ্ধ হবার বদলে আমার কেবল মন খারাপ হয় । আমাদের ও সব কিছু আছে, কেবল নেই সুন্দর করে সাজিয়ে সেটাকে প্রেজেন্ট করার ক্ষমতা - এই আফোসোসই কুঁড়ে কুঁড়ে খায় !!! - ভাইয়া জাস্ট এই ফিলিংসই হয়েছিলো আমার মালয়েশিয়া আর নেপাল গিয়ে।

কাঠগোলাপের গাছটা কি সুন্দর!!! খুব লোভ হচ্ছে ওটার নিচে দাঁড়িয়ে ঘ্রান নেয়ার।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

শ।মসীর বলেছেন: :( :( আমরা কবে বুঝব । ।

গাছটা আসলেই জোশ :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৯

জুন বলেছেন: এরা প্রতিটি জিনিসই পরিবেশনে অত্যন্ত রুচিশীল আর সৌন্দর্য্যের পরিচয় দিয়ে থাকে শামসীর। আপনার চোখে আমার না দেখা একটি বাগান দেখা হলো। বাগানের সাথে সাথে ফটোগ্রাফিও অসাধারন।

@আমি ইহতিব শেষের দিক থেকে দ্বিতীয় তৃতীয় ছবিটি কিন্ত কাঠগোলাপ নয়, পাতা দেখলে আরেকটু কনফার্ম হোতাম। আমার ধারনা এই ফুলটি এডেনিয়াম বা প্রচলিত ভাবে ডেসার্ট রোজ। এটা এখানে বিভিন্ন রঙ এর এবং প্রচুর পরিমানে দেখা যায়:)

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:২৯

শ।মসীর বলেছেন: আপনাকে নতুন একটা জিনিস দেখাতে পেরেছি ভেবেই ভাল লাগল.।নাহলে সব জায়গায়ইতো আপনার দেখা :)

এইটা জদ্দুর মনে পড়ে ডেসার্ট রোজ । ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.