নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।
আমাদের দেশে ইন্টারনেট ও ডিশ টিভি সার্ভিস এর যেহেতু কোন নিয়ম কানুন মেনে চলতে হয়না তাই প্রত্যেকটা কোম্পানি রাস্তাঘাটের যেকোন পিলারকে নিজের সম্পদ ভেবে তার গায়ে তার ঝুলিয়ে দিয়ে কাজ সেরে ফেলে। সবার তার জমতে জমতে যেকোন পিলারে মোটামুটি বিশাল একটা বান্ডেল হয়ে যায়। এটা দেখতে কি পরিমান বিশ্রী লাগে সেটা কেবল কেটে পরিষ্কার করে ফেলার পর কিছু সময়ের জন্য বোঝা যায়।
তো পিলারগুলোর মালিক ডেসকো-ডিপিডিসি মাঝে মাঝে নগরের সৌন্দর্য বর্ধনের নিমিত্তে! এই জঞ্জাল কিছু সময়ের জন্য কেটে পরিষ্কার করে ফেলে। ঠিক ঐ সময়ে দেখলে আপনার মনে হবে আহা কত সুন্দর লাগছে । আগেত আকাশই দেখা যেতনা এগুলার জন্য । কিন্তু ঘটনা ঐ পর্যন্তই ।
কেটে গাড়িগুলো চলে যাবার পরপরই তার ঝুলানো কোম্পানি গুলোর দৌড় ঝাপ শুরু হয়ে যায় আবার পুরোদমে। এইটা একটা চক্রের মতই চলছে । এতে কার কি লাভ হচ্ছে জানিনা তবে কেবল ব্যবসায়ীই একমাত্র লাভবান হচ্ছে, কারন যতবার তার কাটা হচ্ছে ততবারই নতুন করে তা আবার লাগানো হচ্ছে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৩
শ।মসীর বলেছেন: কে করবে, কবে করবে.............সব কিছুই চলছে এভাবে !!!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৯
কামরুননাহার কলি বলেছেন: চলতেই থাকবে চলতেই থাকবে যতদিন এই ধরনের মানুষ এই দেশে থাকবে ততদিন।
এই সব অনিয়ম কবে দেশ থেকে উদ্ধার হবে জানিনা।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
শ।মসীর বলেছেন:
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
সৈয়দ ইসলাম বলেছেন: প্রয়োজন নীতিমালা প্রণয়ন ও কঠোর পদক্ষেপ।
ধন্যবাদ জানবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৭
শ।মসীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
কানিজ রিনা বলেছেন: ডিস বা ইন্টারনেট লাইনের ব্যবসায়ীদের কাছে
এড়িয়ার পাতিনেতা উপনেতারা প্রতি থাম্বা
হিসাবে টাকা নেয়।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
শ।মসীর বলেছেন: ধান্দা ছাড়া দেশে আর কিছু নেই
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
আটলান্টিক বলেছেন: ডিস কিংবা ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর জন্য সংবিধানে কোন আইন নেই।সব দোষ সরকারে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
শ।মসীর বলেছেন:
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
তারেক_মাহমুদ বলেছেন: এই কাটাকাটি খেলার শেষ নেই, আর এই তারগুলো না থাকলে আমারাবা কিভাবে চলবো, আপাতত এগুলির প্রয়োজন আছে।
০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৮
শ।মসীর বলেছেন: হুমমম
৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭
আবু মুহাম্মদ বলেছেন: সুন্দর নীতি মালা করার পাশাপাশি প্রয়োগ করা চাই, তা না হলে এর থেকে বের হওয়া অসম্ভব।
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯
শ।মসীর বলেছেন: হুমম
৮| ০৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬
জেকলেট বলেছেন: এনটিটিএনের নামে হাজার কোটি টাকার পুকুর চুরি হয়েছে। নীতিমালা অনুযায়ী সব কেবল মাটি নিচ দিয়ে যাওয়ার কথা এবং এর দায়িত্ব দুইটা এনটিটিএনের (সামিট এবং ফাইবার এট হোমে)। বাস্তবে সরকারি কাজের ভাগবাটোয়ারা ছাড়া এরা আর কি করেছে???
দূর্নীতি কাকে বলে আর ডিজিটাল দূর্নীতি বলে কথা
০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০
শ।মসীর বলেছেন:
৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪১
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:
আমরা আজিব বান্দা!!!!!
খাম্বা নিয়েও ধান্দা!!!!
তার মুক্ত ঢাকা
কবে হবে ফাকা?
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯
শ।মসীর বলেছেন: কেউ কি জানে ?
১০| ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১
প্রামানিক বলেছেন: তারের মতই আমাদেরও প্যাচাপেচি জীবন। কাজেই ঢাকা শহরের তারও গোছ হবে না আমাদের জীবনও সোজা হবে না।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৯
শ।মসীর বলেছেন:
১১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: কেবল আর ইন্টারনেটের ব্যাবসাটাই এলাকা ভিত্তিক মাস্তানদের হাতে।। এলাকাই যেখানে জিম্মি সেখানে গাছতো কোন ছার!!
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০
শ।মসীর বলেছেন: সেটাই......
১২| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
তারেক ফাহিম বলেছেন: ভাববার বিষয়।
০৯ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০
শ।মসীর বলেছেন: যাদের দরকার তারা ভাবেনা ।
১৩| ০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২
সাইন বোর্ড বলেছেন: এগুলো সরকার দলীয় টাউট মাস্তান দ্বারা নিয়ন্ত্রিত ।
০৯ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৬
শ।মসীর বলেছেন: দিনে রপর দিন তাই চলছে !
১৪| ০৯ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১
আমি তুমি আমরা বলেছেন: কর্তৃপক্ষ কোথায়?
১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
শ।মসীর বলেছেন: তরাইতো কেটে দিয়ে যায় ।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট। চাই তার বিহীন নতুন প্রযুক্তি।
২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩১
শ।মসীর বলেছেন: মাটির নিচে যাওয়া ছাড়া উপায় নেই ।
১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডিশ টিভি কিন্তু এখন অনেক দেশেই তার বিহীন। আমরা পারি না।
১৭| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৪:০১
ফেরদাউস আল আমিন বলেছেন: ঢাকা সহ অন্যান্য সকল শহরে ইলেকটৃক পোলের মাধ্যমে সৃষ্ট জঞ্জাল এর সরকারই দ্বায়ী।
বিটিআরসি ইন্টারনেট সেবা দেবার জন্য লাইসেন্স দিতে পারলে, তার বা ফাইবার ক্যবল কিভাবে যাবে তার নিয়ম কানুন বলে দেবেন না?
সড়ক পথে যানবাহন চলাচলের জন্য নিয়ম আছে, ট্যাক্স আছে, প্রশিক্ষন আ্ছে; নেই কেবল ইন্টারনের সংযোগ ক্যবল দিয়ে বাসায় দিতে হলে পোলে কি টেনশন দিয়ে তার ঝুলাতে হবে তার কারিগরী নির্দেশনা। নেই কোন নীতিমালা যার পোল ব্যবহার করবেন তাকে কত ভাড়া দেবেন।
কতগুলো ইন্টারনেট সেবা সংস্থা এলাকায় কাজ করবে তার নির্দেশনা পর্যন্ত সঠিক ভাবে নেই!
আমি ক্যালিফোর্নিয়ায় এই ধরনের কাজের ডিজাইন ও প্রকল্প কাজে এ টি এন্ড টির সংগে ছিলাম।
ঐ প্রদেশের একটি শহরে মাত্র তিনটি ইন্টারনেট সেবা প্রদনকারীকে অনুমতি দেয়া ছিল।
পোল ব্যবহার করলে প্রতিটি ক্যবলের জন্য পোল মালিক ও সিটি কর্পরেশনকে নির্দিষ্ট হারে মাসিক ভাড়া গুনতে হোত।
তাই সেই সব দেশে OSP Engineering নামে আলাদা কারিগরী ব্যবস্থা গড়ে উঠে এবং সেই অনুসারে Optimized way তে ঝুলন্ত তার ব্যবহারে তিনটি প্রতিষ্ঠান সব সময় হিসাব করে তার ব্যবহার করতেন।
তারের Sag কতটুকু হবে তাও বলে দেয়া ছিল।
এই সকল নীতিমালা তৈরী করে তার বাস্তবায়নের দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়।
১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০
শ।মসীর বলেছেন: আমাদের দেশে এইসব নিয়ে ভাবার সময়ই নাই কারো.......
১৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
আল মাহমুদ বাপ্পি বলেছেন: এরজন্য চায় সুশৃঙ্খল মনোভাব।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২০
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা নীতিমালা থাকা দরকার।