নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

আহা ডেউয়া !!!

১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৪



মাঝে মাঝে কেন জানি এই ফলটার কথা মনে পরত । ছোট বেলায় অনেকবার খেয়েছি কিন্তু বড় হবার পর সম্ভবত আর না খাওয়ার কারনে হয়ত এই আক্ষেপ । আক্ষেপ হলেও চোখে না পড়ার কারনে অনেকদিন খাওয়া হয়নি । প্রতিবছরই গরম আসলে তাই বেশী বেশী করে মনে পরে। রোযার শুরুতে একদিন নিউমার্কেটে হঠাত করে চোখে পড়ল এই জিনিস । ৪০০ টাকা কেজি চাওয়ায় সেটা চোখেই রয়ে গেল। মনে আক্ষেপ নিয়ে ফিরলাম, ফেরার পর ভাবলাম, ধুর একটা কিনে ফেললেই হত, কি আছে জীবনে। আক্ষেপ যেন আরো বেড়ে গেল, রাস্তা ঘাটে খালি এই জিনিস খুঁজি !!!

ঈদের আগে বাসে করে চিটাগং যাচ্ছি, বাস যখন কর্ণেল হাঁটে জ্যামে দাঁড়ানো রাত ১২ বাজে, আবার চোখে পড়ল এক ফল বিক্রেতা মোটামুটি কয়েক ডজন নিয়ে বসে আছেন । একবার ভাবলাম নেমে কিনে নিয়ে আসি, আবার জ্যাম ছেড়ে দেয় কিনা এই ভেবে আর নামা হলোনা । আফসোস যেন আরো বাড়ল। মনে মনে ঠিক করলাম ঈদের পরে কর্ণেল হাঁটে যাব এই জিনিস কেনার জন্য ।



অবশেষে ইহাকে পাইলাম । কর্ণেল হাঁট আর যাওয়া লাগেনি । সিএনজি করে হালিশহর থেকে ফিরছিলাম, হঠাত মনে হল রাস্তার পাশে একলোক ঝুড়িতে এই জিনিস নিয়ে বসে আছেন। কিছুদূর এগিয়ে আসলেও সিএনজি থামালাম, নেমে কাছে গিয়ে দেখলাম, আহ অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, কেজি নিল ১০০ টাকা । আরো বেশী চাইলেও সম্ভবত আমি নিয়ে নিতাম, কারন কর্ণেল হাঁট যাওয়া আসার ভাড়ায় লাগত ৩০০ টাকা ! লোকটাকে মন থেকে ধন্যবাদ দিলাম :)

মজার ব্যাপার হল গত কয়েকদিন এই ফল দেখি ঢাকায় ও বেশ ভাল পরিমানে পাওয়া যাচ্ছে, আমিও মোটামুটি প্রায়ই কিনছি, আম্মুও নিয়ম করে ভর্তা বানিয়ে দিচ্ছেন । অনেকটা এইরকম ব্যাপার- বাকি জীবনে আর খাইতে পাই আর না পাই এইবার খেয়ে নিই !!!




মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছোটবেলায় আমাদের পাড়ায়- খেলার মাঠের পাশে একটা গাছ ছিলো। বিশাল বড়সড়। ছুটির বিকেলে, গাছের আশেপাশের অনেক স্মৃতি আছে- যা ফলটা দেখে মনে পড়ছে।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪১

শ।মসীর বলেছেন: সবই স্মৃতি হয়ে যাচ্ছে দিনে দিনে.....

২| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

নতুন নকিব বলেছেন:



গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি ফল। একসময় হয়তো এই ফল হারিয়ে যাবে। স্মৃতিতে হাতড়ে বেড়াতে হবে তখন। পোস্টে ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১

শ।মসীর বলেছেন: :(

৩| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ডেউয়া ভর্তা শ্বাশুড়ি বানায় মাঝে মাঝে, ওখানে খাওয়া হয়েছে। মজার ফল। :)

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

শ।মসীর বলেছেন: মা আর শ্বাশুড়ি আছে বলেই পুরুষ মানুষ দুটা ভাল মন্দ খেতে পারে ;)

৪| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

রানা আমান বলেছেন: একটি ভিটামিন সমৃদ্ধ সরস ও সুস্বাদু পোস্টের জন্য ধন্যবাদ ।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৪

শ।মসীর বলেছেন: হা হা হা আপনাকেও ধন্যবাদ

৫| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৩

মোঃ খুরশীদ আলম বলেছেন: গুণে ও পুষ্টিমানে যে কোন ফলের চেয়ে সেরা ফল এটি। এর নাম “ ঢেউয়া” , আবার একে “ ভত্তা” ও বলা হয় কোথাও কোথাও।
বক্ষমান আলোচনায় ফলটির নাম কোন এক অজানা কারণে আপনি নেন নি। শুধু “জিনিসটা” বলেছেন। এতে ঢেউয়াকে অপমান করা হয়েছে। ব্যাপারটা আমার মোটেও ভাল লাগেনি। যা হোক, আপনি আরো খান এই পুষ্টিকর দেশী ফল, সেই প্রত্যাশা থাকল। ধন্যবাদ।

১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৫

শ।মসীর বলেছেন: আমরাও ভত্তা বলি :)

ঢেউয়াকে অপমান করার জন্য দুঃখিত !!!

৬| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

সূচরিতা সেন বলেছেন: পুরনো স্মৃতি আর নতুন মিলে ভালো হয়েছে লেখা।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা ভাই কল্লেন কি!

জিভে তো জল গড়াগড়ি যায় :P

হা হাহা

ডেউয়া, ডেপফল
অতি চুক্কা নারিকল, ছড়া কি শুনেছিলেন?
মানে ডেউয়া আর ডেপফল খেয়ে যদি কেউ নারকেল শাসেও কামড় দেয় তাও টক লাগে ;)

+++

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

শ।মসীর বলেছেন: বাজার থেকে কিনে ফেলুন জল এসে গেলে :)

৮| ১৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৫

গরল বলেছেন: ফলটা আমারও খুব প্রিয় এবং আমিও নিয়মিত কিনে খাই সিজন হলে। মোহাম্মাদপুর টাউন হল বাজারে নিয়মিতই পাওয়া যায়।

১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৯| ১৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: এই ফলটা আমি কখনও খাই নি।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৫

শ।মসীর বলেছেন: বলেন কি !!!! একবার কিনে খেয়ে ফেলুন :)

১০| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২২

করুণাধারা বলেছেন: রোজার মধ্যে একদিন বাজারে দেখলাম এক লোকের কাছে এই ফল। আমি কখনো খাইনি, কিন্তু ছবি দেখে চিনলাম যে এর নাম ডেউয়া।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

১১| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩

জুন বলেছেন: ডেউয়া ভর্তা খুবই মজার শামসীর । এর জন্য কর্নের হাটে যাওয়া যায় B-)

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭

শ।মসীর বলেছেন: না গিয়েই পাওয়াতে ভালই হয়েছিল :)

১২| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি ফল দাদা। এটাকে দ্বিতীয় জাতীয় ফল ঘোষণা করলেও চলে।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

শ।মসীর বলেছেন: হা হা হা :)

১৩| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

ওমেরা বলেছেন: ছোট্ট বেলায় আমি ও খেয়েছিলাম খুব টেষ্টি লেগেছিল তাই এখনো মনে আছে।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

১৪| ১৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কিছুদিন আগে খেলাম। স্বাদ তো ভুলেই গিয়েছিলাম। আবার খেয়ে মনে পড়ল।

ভর্তা কিভাবে? খাওয়া হয়নি।

১৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৯

শ।মসীর বলেছেন: বিট লবণ আর পোড়া মরিচ দিয়ে মাখানো :)
একবার টেস্ট করে দেখতে পারেন :)

১৫| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪০

রায়হানুল এফ রাজ বলেছেন: এই ফলটাকে কেন যেন এখনো মন থেকে মেনে নিতে পারলাম না।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

শ।মসীর বলেছেন: ব্যাপারনা.....সবার সব ভাল লাগতে হবে এমন কথা নেই । শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.