নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প : বউ যখন বেড়াতে যায়

১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৯

"রিজিকের মালিক আল্লাহ" হোটেলের ম্যানেজার তৃতীয় দিন আর নিজেকে সংযত করতে পারলেননা। খেয়াল করেছিলাম বিল দেয়ার সময় তিনি প্রতিবার চোখ তুলে আমার দিকে তাকিয়েছেন গত দুইদিন । আর আজকে তো জিজ্ঞাসাই করে ফেললেন, স্যার প্রতিদিন খালি এক বক্স ভাত নিয়ে যাচ্ছেন, কোন তরকারি নিবেন না । কি মনে হল জানিনা, চেহারায় একটা অসহায় ভাব ফুটিয়ে তুলে বললাম, আসলে রাত আর সকালের খাবারের জন্য যে বাজেট তাতে শুধু ভাত ছাড়া তেমন কিছু আর সম্ভব না । অনেক বড় পরিবার সামলাতে হয়, তাই রাতে যে ভাত নিয়ে যাচ্ছি তার অর্ধেক খাব, বাকিটা সকালে খেয়ে অফিসে যাব , মাঝে মাঝে হয়ত ডিম একটা ভেজে নেই, তাও সবসময় না ! আর দুপুরে অফিসে কম খরচে মাছ ভাত খাওয়া যায় । ম্যানেজার কিছুটা অবিশ্বাসের চোখে একবার আমাকে সহ পোশাক আশাক দেখছেন আবার কি যেন চিন্তা করছেন । ওয়েটারের দিকে হাঁক ছেড়ে বললেন ঐ ভাত একটু বাড়াইয়া দিস ।

পরদিন আমি আবার ও গেলাম ভাত কিনতে । ম্যানেজার ওয়েটারকে ডেকে বললেন ঐ স্যারের জন্য ভাত ভাল ভাবে দিস । অন্যদিন নেটের ব্যাগে দিলেও আজকে পার্সেল দেয়ার ব্যাগে আমাকে ভাত দেয়া হয়েছে । বাসায় এসেত আমি অবাক । ভাতের বদলে তারা চিকেন বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছে । এত রাতে তো আর ফেরত দিতে যাওয়া সম্ভব না, মনে হয় তারা ভুল করে দিয়েছে । খেয়ে নিলাম বিরিয়ানি । পরদিন আবার যখন ভাত নিতে গেলাম, ম্যানেজারকে বললাম ভাই গতকাল তো ভুল করে আপনারা ভাতের বদলে আমাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিয়েছেন, সেটার দামটা যে কস্ট করে রাখতে হবে কারন আমি খেয়ে ফেলেছি । এমন সময় পাশ থেকে সেই ওয়েটার বলে বসল বিরিয়ানি ভুল করে দেই নাই, ম্যানেজার আপনারে উপহার হিসেবে দিছেন । আমি ম্যানেজারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছি , তিনি হালকা লজ্জা পেয়ে বললেন, না স্যার, ঐ ভুলে মনে হয় দিয়ে দিছে , টাকা দেয়া লাগবেনা । ওয়েটার আবার আমাকে উদ্দেশ্য করে বলে বসল, প্রতিদিন কি আর হুদা ভাত খাইতে কারো ভাল লাগে । ম্যানেজার তাকে ঝাড়ি দিয়ে বলল , ঐ তুই স্যারের জন্য এক বক্স ভাত নিয়ে আয় ।

এতক্ষনে বিষয়টা আমার কাছে পরিষ্কার হল । একটা দোটানায় পড়ে গেলাম, তাদের ভুলটা ভেংগে সত্য বলে ফেলব কিনা । বাসায় রান্না করা তরকারি আছে ফ্রিজে, মানুষ জন না থাকায় কস্ট করে ভাত না রেঁধে আমি দোকান থেকে কিনে নিয়ে আসি । পরে মনে হল ভুলটা ভেংগে দিলে ঠিক হবেনা । এই ম্যানেজারের একটা মানবিক মন আছে, ভুল ভেংগে গেলে সে আর অসহায় মানুষের জন্য দরদ ফিল নাও করতে পারে !!! একটা বোকা বোকা অসহায় হাসি দিয়ে ভাতের বক্স হাতে নিয়ে আমি চলে আসলাম ।

Don't ruin a good story with facts!

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১০

জগতারন বলেছেন:
এই গল্পের সাথে মিথ্যা মিশ্রন আছে। তাই
এই গল্পে লাইক দিতে পারলামনা ।
দুঃখিত!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯

শ।মসীর বলেছেন: গল্পে সত্য থাকতে হবে কেন ?

২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:২০

সোনাগাজী বলেছেন:



আপনি হয়তো সত্য ও মিথ্যার পার্থক্য বুঝেন না।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২০

রানার ব্লগ বলেছেন: গল্পটা মজার কিন্তু আপনি হয়তো গুছিয়ে লিখতে পারেন নাই। আর একটু গুছিয়ে লিখুন জমে যাবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

শ।মসীর বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক হোটেলে শুধু ভাত দেয় না।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

অপু তানভীর বলেছেন: গল্পের শিরোনাম পড়ার পরে ভেতরের অংশ পড়ার সময় মনে হবে না যে গল্পটা দুঃখের । শিরোনামটা না পড়লে গল্পের শুরুতে ট্রাজেডি দিয়ে শুরু । মনে হবে আহা বেচারা, শুধু ভাত খাচ্ছে, এতো গরীব, পরে আসল কাহিনী বের হয়ে আসবে ।
ছোট গল্প হিসাবে ভাল ।

তবে ঢাকা শহরের কোন হোটেলেই শুধু ভাত বিক্রি হয় না যদি না হোটেল মালিক আপনার খুব পরিচিত না হয় ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০

শ।মসীর বলেছেন: অনেক হোটেলেই হয় এখনো । ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: ভাত কিনার কি দরকার? আমি শুধু তরকারি কিনি। ভাত রান্না খুব সহজ, পানি একটু কম দিয়ে কুকারে বসিয়ে দিলেই কাজ শেষ। রান্না বান্না আসলে কঠিন কিছু না, শুধু সময়ের অপচয় ছাড়া। রান্না বান্না শুধু মেয়েদের কাজ এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে আমাদের, বাংলাদেশের প্রতিটি পুরুষের রান্না বান্না শেখা উচিৎ।

ছুটির দিনটি ভালো কাকুট আপনার।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: শুভকামনা

৭| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

মৌন পাঠক বলেছেন: শুধু ভাত বিক্রি হয় না,
ভাতের সাথে মাছ নিছিলাম,
১ পিস, সাথে ১ পিস আলু ছিল,
আরেক পিস আলু চাইছিলাম,
দুই জন এ খাব বলে,
"না" বইলা দিছিল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: :(

৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

মৌন পাঠক বলেছেন: শুধু ভাত বিক্রি হয় না,
ভাতের সাথে মাছ নিছিলাম,
১ পিস, সাথে ১ পিস আলু ছিল,
আরেক পিস আলু চাইছিলাম,
দুই জন এ খাব বলে,
"না" বইলা দিছিল।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

নীল আকাশ বলেছেন: প্রথমত গল্পের নামকরণ ঠিক হয়নি। দ্বিতীয়তঃ আপনি যেই দৃশ্য অবতারণা করেছেন হোটেল থেকে শুধু ভাত আনার, সেটা সম্ভব না। গল্প গল্পই, তবে গল্পের মাঝে বাস্তব নিয়ে না আসলে সে গল্পটা অবাস্তব মনে হয়।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩১

শ।মসীর বলেছেন: ধন্যবাদ

১০| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: আপনার গল্পের প্রথম লাইন পড়ে, বাকি টুকু পড়ার ইচ্ছা চলে গেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

শ।মসীর বলেছেন: :)

১১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- গল্প ভালো হয়েছে। আরো ভালো হতে পারতো।
- ঢাকা শহরে হোটেলে ভাত আনতে যাওয়ার প্রয়োজন পরে নাই বলে বলতে পারছিনা, তবে ঢাকার বাইরে হোটেলে (ভাতের রেষ্টরেন্টে) শুধু ভাত আমি নিয়েছি। ওরা দেয়, না করে না।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২

শ।মসীর বলেছেন: আমি যেখানে থাকি তারাও দেয় । ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.