নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

zahir

I write blog on www.SunZu.com in English. You can read around 800 Bloggs over there

zahir › বিস্তারিত পোস্টঃ

উস্তে /করল্লা ভাজি না খেয়ে , এর দুই একটা চাক ভিজিয়ে পানি খান !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

নতুন প্রজন্মের জন্য উস্তে /করল্লা সখের খাবার হলেও এর ভেষজ গুনের জন্য আমাদের মত বৃদ্ধদের কাছে ঔষধী মুল্য বহন করে । আমরা যারা ডায়াবেটিক তারা প্রাত্যহিক খাদ্যের সাথে উস্তে /করল্লা ভাজি বা ভর্তা গ্রহন করি । সেই উস্তে /করল্লার বাজার দর তুঙ্গে । উস্তে /করল্লা বিদেশ থেকে আমদানি করতে হয় না , দেশেই উৎপাদিত হয় , তার মুল্য কি করে কিলো প্রতি ২০০ টাকা হয় ? এ কোন দেশে আমরা বাস করছি ।

তাই ডায়াবেটিকদের কাছে নিবেদন , উস্তে /করল্লা ভাজি ভর্ত্তা খাবার কথা ভুলে যেয়ে , দুই এক চাক উস্তে /করল্লা পানিতে ভিজিয়ে ,পানিটা পান করুন ও স্বাধীন দেশের মুৎসুদ্দিপুজির ধারক বাহকদের প্রংশংশায় পঞ্চমুখ হন।

আমাদের মুক্তিযুদ্ধের প্রত্যাশা ছিলঃ (ক) একটি স্বাধীন সার্বভৌম ভুখন্ড, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

(খ) জনগনের প্রত্যাশা ছিল সকল শ্রেনী পেশার জনগনের অধিকার ও কর্তৃত্ব, অর্থনৈতিক মুক্তি, শোষনহীন সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়ীক চেতনা ও সুস্থ-সন্ত্রাসমুক্ত দেশ।

প্রথমটি অর্জিত হলেও দ্বিতীয়টি অসমাপ্তই রয়ে গেছে।দ্বিতীয় লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম অব্যাহত রাখুন ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০

সাদা রং- বলেছেন: তিতা লাগে।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাবতেসি চাকরি বাকরি বাদ দিয়ে করোলার চাষ করি। এতো কষ্ট করে চাকরি করে লাভ কি?

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাবতেসি চাকরি বাকরি বাদ দিয়ে করোলার চাষ করি। এতো কষ্ট করে চাকরি করে লাভ কি?

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

বাংলার হাসান বলেছেন: খ) জনগনের প্রত্যাশা ছিল সকল শ্রেনী পেশার জনগনের অধিকার ও কর্তৃত্ব, অর্থনৈতিক মুক্তি, শোষনহীন সমাজ ব্যবস্থা, অসাম্প্রদায়ীক চেতনা ও সুস্থ-সন্ত্রাসমুক্ত দেশ।
প্রথমটি অর্জিত হলেও দ্বিতীয়টি অসমাপ্তই রয়ে গেছে।দ্বিতীয় লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম অব্যাহত রাখুন । একমত

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

আজমান আন্দালিব বলেছেন: আজকে ১৬০ টাকা কেজি উস্তে আনলাম বাজার থিকা। দাম শুইনা প্রথমে মাথাডা পুরা গরম হৈয়া গেসিল। পরে মায়ের উস্তে খাওয়ার আব্দার শুইনা মাথা ঠান্ডা কইরা আধা কেজি উস্তে আনলাম বাজার থিকা। রাতে উস্তে দিয়া ভাত খাইয়া মাথা ঠান্ডা করবার পারি কিনা দেখি!

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

কালোপরী বলেছেন: খাইসে!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.