![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
কতবার নিজেকে হারিয়ে খুঁজেছি
অখন্ড মেঘের নিচে,
এতটুকু আলোর আড়ালে থেকেছ
ততবার-
আবার খুলেছো আঁচল,
আবার আড়ালে,
চোখ জ্বলে উঠে লাল হয়ে।
কখনও হয়নি বলা...
যেমন মাতাল ছিলাম, এখনও তেমনি
জ্বলা চোখে লাল আলো
এখনো জ্বলে।
ফাটা মাঠে আবার জল কিসের!!!
শামস্ সাকী
January 27 · Dhaka
©somewhere in net ltd.