![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না
কখনও পথে
অথবা রথে
যদি-বা দেখা হয় কখনও,
আমার অভিমান
পাহাড় সমান
তোমায় ছোঁবে কী তখনও।।
তখনও আঁধার
তোমার ও আদর
ঠোঁট ছোঁয়াছুঁয়ি ছিল যেমন,
এখনও আঁধার
আমার এ অধর
তৃিষত চাতক হয় কেমন।।
আবারও কবে
তোমারও হবে
কত্থক সুখ যে ডানায়,
আবারও অধর
আমিযে পাথর
কখনও সুখ যে হারায়।।
আবার হবে
অথবা রবে
সেই যে সে নির্বাক শহরে,
আমি কী আছি
হারিয়ে গেছি (?)
স্মৃতিহিন কোন ভাগােড়
শামস্ সাকী
February 5, 2016
©somewhere in net ltd.