নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অভিনেতা, ডিরেক্টর, রাইটার, এডিটর এবং কালারিস্ট।

শামস্ সাকী

আমি খুব ছোট থেকেই প্রচুর পড়ি। কোনো বাছবিচার নাই। আসলে বলা ভালো আমি বই খাই। আর মাঝে মাঝে লিখি তবে ঠিক নিয়মিত নয়। আর লেখাগুলো শুধুই নিজের জন্য লিখতাম। এই প্রথম কোনো ব্লগে লেখার সাহস করলাম। হয়তো কখনও কারও দুঃসময়ে ভালো লেগেও যেতে পারে। আমি কিন্তু শুধু নিজের জন্যই লিখি। একারনে আমি কেয়ার করিনা লেখাটা কি হচ্ছে না হচ্ছে না

শামস্ সাকী › বিস্তারিত পোস্টঃ

কাছঘেষা মানুষেরা কখনো বোঝেনা আশির্বাদ

২৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬



কখনও মানুষগুলো কী আনুভব করতে পারে,
কাছঘেষা মানুষের দেয়া কষ্টগুলো কত শত ক্ষত করতে পারে,
আমি বারবার তাই
নিজেকেই শাস্তি দিই।।
আর দিশেহারার মতো হাটছি নক্সাআকা নক্ষত্রের পথে
যেখানে
আমার শুন্যের বসতি, ঝুলন্ত কার্নিশে।
আবার স্মৃতিতে কেশে ওঠে তোমার চিৎকার,
কীভাবে জানবে তুমি
তোমার অভিমানও তারে কুড়ে কুড়ে খায়,
আমি আমার স্রোতে ভেসে যাই আবার ফিরে আসি
আবার ভেসে যাই।
তোমরাতো জাননা কাছঘেষা মানুষগুলো দেয়া
ছোট ছোট ফেনিল আঘাত
কতটা মূমূর্ষ করে তোলে
আমি আমার কাতরতা মুছতে পারিনা, আমার শুন্য মাথার ভারে
কেঁপে কেঁপে উঠছি তাই বারবার, কষ্টের শিহরনে,
ঘুমকে বলেছি ছুটি তা-ই।
আমি আমার পথে একলা হাঁটি, শুই,খাই
আর কেঁপে কেঁপে উঠি তোমার চিৎকারে।।
আমার কাছঘেষা মানুষ,
তোর কাছে কী আমি তা-ই
কেননা কাছঘেষা মানুষেরা কখনো বোঝেনা
আশির্বাদ,
তবু আমি একলা আমি ভরা যন্ত্রনায়।
তোমার কষ্টের দেয় যন্ত্রনাগুলো কুঁড়ে কুঁড়ে খায়।



শামস্ সাকী
February 11, 2016

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.