নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

নীরব বিদ্যালয়

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০২

মনের গহীনে খোলো,
এক স্থায়ী বিদ্যালয়-
আর সেখানে বসে থাকো
শান্ত এক শিক্ষার্থী হয়ে।
স্বাগত জানাও;
সে বিদ্যালয়ে আসা বক্তাদের।
শোনো তাদের কথা;
দেখো তাদের আচরন।
আর উপলব্ধি করো- সে সব।
আর জমিয়ে রাখো;
আর পর্যালোচনা-বিশ্লেষণ করো;
আরও বিশ্লেষণ করো পরস্পরীন;
আর অনুভব করো মর্মার্থ;
আর তুলনা করো;
আর অনুসন্ধান করো পার্থক্যের;
আর শিখো;
আরও শিখো;
আর এ বিদ্যালয়টাকে রাখো,
সম্পূর্ণ গোপন !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০১

সোনাগাজী বলেছেন:




সরকারী চাকুরী করলে জ্ঞান বাড়ে, নাকি কমে যায়? বাড়বকুন্ডের পেয়ারা খেয়েছিলেন?

০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৩

সামছুল আলম কচি বলেছেন: সরকারী চাকরিটা ছিল আমার ১১ তম। তার আগে আমি অল্প স্বল্প সময়ে আরও ১০ টা চাকরি করেছি !! নিজেখে একজন লেখক দাবী করে একই প্লাটফর্মের এক কলিগ-কে এভাবে লেখা ‘‘কতটুকু জ্ঞানীর’’ লক্ষন ??!!

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৫

পবন সরকার বলেছেন: সুন্দর

৩| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৯

কোমলমতিরপ্যাদানি বলেছেন: সোনার জ্ঞানের লগে কারোর জ্ঞান তুলনাই হয় নাকো । হেতির জ্ঞান আইনস্টাইনেত্তেও বেশি ।

আইনস্টাইন তো এই পৃথিবীতে অনেক পরে ডাউনলোড হইতে চাইছিল। একদিন হঠাৎ মহাপ্রভুর কাছে রক্ষিত ডাউনলোডেবল কিছু মানুষের আইকিউর মধ্যে সোনাগাজীর আইকিউ দেখে সে চমকে উঠে। প্রভুর কাছে সে আরজি জানায়, এই মালের সাথে একই সময়ে যেন তাকে পৃথিবীতে ফিক্কা ফেলা না হয়। তাই আইনস্টাইন সোনাগাজীর আগে এই ধরাধামে আগমন করে।হেতির জ্ঞান আইনস্টাইনেত্তেও বেশি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.