![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা সিনেমায় বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়ের চেয়ে বেশি ব্যবহার করা হয়, নারীর গ্ল্যামার। পণ্য বানানোর চেষ্টা চলে, অযথাই। এ জন্য দর্শক চাহিদার যুক্তি দাঁড় করান পরিচালকরা। তবে, বিশ্লেষকদের দাবি, সমস্যাটা মানসিকতার। যার বদলে শুধু নারীর সম্মানই রক্ষা হবে না; সিনেমা পাবে তার প্রত্যাশিত গতি।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী; অর্ধেক তার নর। কিন্তু, সিনেমায় পুরুষের সহযাত্রীর বদলে, নারী হয়ে যায়, পণ্য। যে বৃত্ত থেকে বেরুতে পারেনি ঢাকাই সিনেমা।
স্বাধীনতা পরবর্তী দেশে ছবি তৈরি হয়েছে, প্রায় ৪ হাজার। এর মধ্যে নারীকে কেন্দ্র কোরে, সিনেমার সংখ্যা হাতে গোনা। এতেও আছে শুভঙ্করের ফাঁকি। পুরুষের আবহে পর্দায় উপস্থাপন করা হয়েছে, তাদের।
গ্ল্যামারের কথা বলে, উদ্ভট সব পোশাকে আবৃত করা হয়, নারীকে। বেশিরভাগ ক্ষেত্রে যা অসম্মানের, বিরক্তির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. কাবেরী গায়েনের মতে মতে, নারীকে পণ্য বানানো যেমন সহজ; তেমনি কেউ কেউ পণ্য হতেও আগ্রহী।
চলচ্চিত্র পরিচালক এফ আই মানিকের দাবি, গল্পের প্রয়োজন আর দর্শক চাহিদা মেনেই ছবি তৈরি হয়।
একে খোড়া যুক্তি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন স্টাডিজের শিক্ষক ফাহমিদা ইয়াসমিন।
©somewhere in net ltd.