![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টুকরো টুকরো কিছু স্মৃতি
আমার ডায়েরী...আসলে কি লেখার আছে সেটাই তো জানি না। সারাক্ষন আমি নিজের সাথে কথা বলে যাই...কত শত কথা...কত চিন্তা কত স্মৃতি।ছেলেবেলার কথা ভাবলে পুরান ঢাকার বাবুবাজার লেন এর কথা মনে পড়ে যায়। খুব ছোটবেলার স্মৃতি বলতে আমার এটাই। জানিনা তখন আমার বয়স কত ছিল। কিন্তু মনে আছে আমরা একতলা এক বাসায় থাকতাম...গেটের সাথেই ছিল রাস্তা। সারাদিন আমি আর বাবু(আমার ছোট ভাই) গেটের কাছে দাঁড়িয়ে চলন্ত মানুষ দেখতাম। মনে পড়ে রাস্তার উল্টো পাশের বাড়ীতে রাজু সাজু নামের দুই ভাই থাকত। বয়সে আমার চেয়ে ৩-৪ বছরের বড় ছিল। ওদের সুন্দর একটা বোন ছিল। রাজু সাজু ২ ভাই সারাদিন একসাথে দুষ্টুমি তে মেতে থাকত। কি যে ভীষণ দুষ্ট ছিল...জানি না এটা কেন কিভাবে মনে আছে...শুধু মনে পড়ছে ওরা ২ ভাই করতো না এমন কোন কাজ নেই। আমাদের পাশের বাড়ী টা ছিল টিন শেডের এর বাসা...টিন টা একপাশে ভাঙ্গা ছিল। একবার ওদের ২ ভাই এর কোন একজন সেই টিন এর চালে উঠে লাগোয়া গাছ থেকে ফল পাড়তে গিয়ে টিন ভেঙ্গে পড়ে যায়...অনেক বড় আঘাত পেয়ে ছিল। তারপর আরো একবার ওদের কোন এক ভাই এর মুখে গান্দী পোকা কামড়ে দেয়ায় পুরো মুখ ফোস্কা পড়ে কালো হয়ে গিয়েছিল। ঐ বয়সে ওটাই আমার কাছে অনেক ভয়ের ছিল। আমি আর বাবু সারাদিন রাস্তায় দাঁড়িয়ে কত লোক দেখতাম। এক পাগল ছিল ওই এলাকায়। একবার কেন জানি পাগল টা আমাদের ভয় দেখায়...বাবু ভয়ে দৌড়ে ঘরের ভিতর যেতে গিয়ে বড় সুচালো আলপিন এর উপর পড়ে কপাল কেটে ফেলে...কি রক্ত গলগল করে পড়ছিল।আমার মা দিশেহারা হয়ে ছুটে বের হয়ে যায় বাবু কে কোলে নিয়ে রাস্তায়। ভাগ্য সেদিন আব্বার এক স্টুডেন্ট দেখতে পেয়ে হাসপাতাল নিয়ে যায়। বাবুর কপালে ৭ টা স্টিচ পড়েছিল। কি যে কেদেছিলাম সেদিন...আমরা ৩ ভাই বোন। আব্বা বাসায় ফিরে ঘটনা শুনে রেগে গিয়ে আমার মায়ের সেলাই মেশিনের মাপ জোখের বড় স্কেল নিয়ে ছুটে বেরিয়ে যায় পাগল কে শায়েস্তা করতে। সেদিন আব্বার মাথা ঠিক ছিল না পাগল কে আব্বা সত্যি স্কেল দিয়ে পিটিয়ে স্কেল ভেঙ্গে ফেলে। পাগল টা সেদিন কি বুঝতে পেরেছিল কেন সে মার খাচ্ছে !!
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২
মেঘ_বালিকা বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮
এম এম কামাল ৭৭ বলেছেন: asole manuser srity khub odvut. moner kone joma rakha drisso gulo hothat bastob hoye dhora day.
banglish comment er jonno sorry. bangla lion modem diye connect hote parci na.
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫
মেঘ_বালিকা বলেছেন: মন টা খারাপ ছিল অনেক তাই সহসাই এই ছেলেবেলার স্মৃতিচারন। ধন্যবাদ
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬
খুশবু বলেছেন: এত্ত অল্প লিখছ কেন??ছোটবেলায় আসলে হাজার টা ছোট ছোট স্মৃতি থাকে ,পুরোটা মনে থাকে না
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
মেঘ_বালিকা বলেছেন: হাহা আমার এই লিখা তে যে কেও কমেন্ট করতে পারে ভাবিনি...পোস্ট দিয়ে ডুব মেরে ছিলাম। ভাল লাগল। ধন্যবাদ
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনার ডায়ারি ছুয়ে গেলো খানিকটা।
শৈশবের সব কিছুই স্মৃতিকাতর করে তোলে আমাদের।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
মেঘ_বালিকা বলেছেন: সারাক্ষন যেন শৈশবেই ডুবে থাকি...কত কিছু যে মনে পড়ে যায়। নিজেকে নিয়ে কখনো কিছু লিখিনি...মন ভাল ছিল না...তাই এই লিখা। ধন্যবাদ আপনাকে।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯
শুকনোপাতা০০৭ বলেছেন: ডায়েরী লিখতে আমিও খুব ভালোবাসি ভালো লাগল আপনার লেখাটা
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৯
মেঘ_বালিকা বলেছেন: অনেক ধন্যবাদ শুকনোপাতা। এখন তো ইচ্ছে জাগছে মাঝেই মাঝেই স্মৃতিকাতর হয়ে ডায়রী লিখার।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১
বাংলাদেশী দালাল বলেছেন:
পুর লেখাতে নিজেকে খুজে ফিরলাম।
কোন ভাই বোন কান্না করলে সবাই একসাথে কান্না করতাম কি হয়েছে জানার দরকার নেই।
আর এখন?
ভালো লাগল।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০১
মেঘ_বালিকা বলেছেন: ছেলেবেলা সত্যি ভীষন সুন্দর। এখন ভাই বোন রা অনেক বড় হয়ে গেছি...মনের দূরত্বও হয়তো বেড়েছে কিন্তু ভালোবাসা আর ছেলেবেলা টা রয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
নীল-দর্পণ বলেছেন: ভাল লাগা