নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ_বালিকা

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ছোট ঘাসফুলের জন্যে একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে একফোঁটা বৃষ্টির জন্যে ।।

মেঘ_বালিকা › বিস্তারিত পোস্টঃ

বাপি, বাড়ি যা...

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

অনেকদিন আগে ডাউনলোড করেছিলাম মুভিটা...দেখব দেখব করেও দেখা হয়নি। কি মনে করে আজ দেখে ফেললাম...আহ আমি তো মুগ্ধ! এতো সুইট একটা মুভি কেন যে দেখা হয় নি। কলকাতা বাংলা মুভির আমি বরাবর ই ফ্যান। ওদের মুভিগুলো এতো সুন্দর চিত্রনাট্য, সুন্দর নিমানশৈলী, চমৎকার গান, অভিনয়...সব মিলিয়ে লোভনীয় একটা প্যাকেজ। ভাল লাগে। আমি কখনই পারিনা অনেকের মত নাক শিটকিয়ে বলতে-"কলকাতার মুভি দেখিনা...আর ডাউনলোড করে বা পয়সা খরচ করে তো প্রশ্নই আসে না।আমরা বাংলাদেশি মুভি দেখি"। ...ভাল কে ভাল বলতে আমার দ্বিধা নেই। :) অনেক আগ্রহ নিয়ে চোরাবালি দেখেছিলাম জয়ার জন্য...অথচ এতো ফালতু লাগলো। :(



যাই হোক...যারা এখনো দেখনি মুভি টা দেখতে পারো। তোমাদেরও ভাল লেগে যেতে পারে।



মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪১

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: শুধু আপনার পোস্টে কমেন্ট করার জন্যই লগইন করলাম। আপনার সত্য বলার সাহস আমার ভালো লেগেছে। ভালোকে অবশ্যই ভালো বলতে হবে। কলকাতা এখন সিনেমা নির্মানে বাংলাদেশের থেকে অনেক ভালো। তবে আপনি চোরাবালি সম্পর্কে যা বলেছেন তা সত্য নয়। এত বাজে লাগার মত সিনেমা চোরাবালি না। আমার অনেক ভালো লেগেছে।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৮

মেঘ_বালিকা বলেছেন: Thank u. :) চোরাবালি তে...শহীদুজ্জামান সেলিম এর অভিনয় ভাল লাগেনি...আমার এই টাইপ কথা ভাল লাগেনা..."তরে না কইছিলাম, করছস এই কাম...হ দিমু, খাইছস" ...ভীষন ফালতু লাগে।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫১

হেডস্যার বলেছেন:
ও থাই নাকি !??
লন এইডা পড়েনঃ ভারতীয় মিডিয়ার এ কেমন আচরন?

পড়া শেষে এইবার বলেন আপনে ফ্যান নাকি ফেন (ভাতের মাড়)

আফসোস আপনেগো লাইগা......ইন্ডিয়ান শুওরদের আর কত জাতে উঠাইবেন?

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

মেঘ_বালিকা বলেছেন: আমার তো দরকার নেই এসব আজে বাজে লেখা পড়ার। আমি আবারো বলছি ভাল কে ভাল বলতে আমার কোন দ্বিধা নেই। ইন্ডিয়া বলেই ভালো কেও খারাপ বলতে হবে আমি এটা মানতে রাজী নই। আর সবকিছুর মধ্যে রাজনীতি টানলে হয় না। আমরা তো মানুষ হিসেবেও ভাল না...আর সব কিছু তো বাদ ই দিলাম।

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫০

কাফের বলেছেন: ন্যকা ন্যকা ছেবলামী মার্কা মুভি দেইখা আমার সময় নষ্ট

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪

মেঘ_বালিকা বলেছেন: সত্যি কি জানেন...ভাল খাবার সবার পেটে সয় না। :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

সায়েম মুন বলেছেন: ছবিটা কয়েক দিন আগে দেখেছি। আমার কাছে মোটামুটি মানের মনে হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

মেঘ_বালিকা বলেছেন: :| :| 8-|

৫| ২১ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৫

কাফের বলেছেন: আসলেই ভালো খাবার সবার পেটে সয় না, আর আপনার ভালো খাবারের যে রুচি! :-<

তবে যাই হোক মুভিটায় ভালো একটা ম্যাসেজ আছে, ছেলেদের টেষ্ট ম্যাচ খেলার অভ্যাস করতে পরামর্শ দেওয়া হয়েছে ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.