নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ_বালিকা

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো ছোট ঘাসফুলের জন্যে একটি টলোমলো শিশিরবিন্দুর জন্যে আমি হয়তো মারা যাবো চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাঁপড়ির জন্যে একফোঁটা বৃষ্টির জন্যে ।।

মেঘ_বালিকা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা বুঝি এভাবেই মরে যায় !!!!!!!

১৭ ই জুন, ২০১৪ রাত ১০:৪৩

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে স-ম-য় আমার কাটে না। রাত কেন আলো দেয় না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসো না ।। Artcell এর এই গানটা এক পাগল ছেলে খালি গলায় রেকড করে খুব ভালোবেসে তার প্রেয়সী কে চমকে দেবার জন্য পাঠিয়েছিল। মেয়েটি প্রথমে খুব অবাক হলেও খুশি হয়ে তার ভাবী কে গান টা শুনিয়েছিল—ভাবী ও আমার জন্য গেয়ে পাঠিয়েছে। মেয়েটার ভাবতে ভাল লাগছিল—আমাকে ভেবে আমার জন্য ও গান টা গেয়েছে। ভাবী অনেকদিন ক্ষেপাল- এই তোমার গান বাজে। মেয়েটা লজ্জা পেলেও এই গান টা শুনলেই সব সময় ভাবত এটা আমার গান।



ছেলেটা অনেক বদলে গেছে সময়ের তালে। এখন আর কোন গান বাজেনা তার মনে মেয়েটার জন্য। ছেলে টার এখন সময় নেই এইসব ফালতু সেন্টিমেন্ট কে পাত্তা দেবার। মেয়েটা তারপর ও আশায় থাকে। ভালোবাসা বুঝি এভাবেই মরে যায় !!!!!!!



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৩

নাইমুল ইসলাম বলেছেন: ভালোবাসা কখনো মরে না। নিঃশ্চুপ হয়ে যায়, লুকিয়ে থেকে কিন্তু কখনো মরে না। যদি মনে হয় মরে গেছে তবে সেটাকে জাগানো উচিৎ যদি সম্ভভ হয়।

২| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৮

কাকাবাবু। বলেছেন: আমার কোন গান বাজে না । বিরাট আফসুস। :-P :-P :-P

৩| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৮

আহসানের ব্লগ বলেছেন: আহারে :(

৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১:২৪

এম এম কামাল ৭৭ বলেছেন: কেদনা মেঘ বালিকা, ভালবাস কখনো মরেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.