![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইডিয়াটা আসলো এই পোষ্ট দেখে । এমনিতেই ব্লগে ঠান্ডা, খেলা শুরু হইতে দেরী আছে। কোন স্মার্ট ছাগু পাইতাছিনা, নাই কোন গ্যাঞ্জাম। ভালো লাগে এসব বলেন? কবিতা আর কত গরম করবো? আসেন চাপা পিটাইয়া ব্লগের শীতার্ত নিকগুলার পাশে দাঁড়াই আর নিজেরাও উষ্ঞ হই।
প্রথম চাপা: ব্লগের নারী নিকগুলা আসলে বেশি কমেন্ট পায় না, সব পায় পুলাগো নিক। কারণ ব্লগ একটা ফেয়ার সমতাবাদী জায়গা। খেকখেকখেক...
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: পুরা রঙ নিয়ে নিল মালটা...
২| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
আবু সালেহ বলেছেন:
চাপা মারতে মারতে চাপা ব্যাথা হইয়া গেছে....
৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭
বুমবুম বলেছেন: ২য় চাপা: ব্লগে ইদানিং প্রচুর ফেক পুরুষ নিক আসতেছে
৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭
স্বাগত. বলেছেন: আমার বানানো সামহয়্যারে চাপা আমি মানুমনা
৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
অলস বালক বলেছেন: ব্লগের সব মহিলা ব্লগার আমার জন্য পাগওওওওওল !!
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
শরৎ চৌধুরী বলেছেন: হ হ হ..ছি ছি ছি ছি তোমার কি কোন মেয়ে নিক নাই???
৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৮
ক্লান্ত দুচোখ বলেছেন: ২য় চাপাঃ ব্লগে অনেক হিজড়া পোলাপাইন আছে, প্রোফাইলে মাইয়াগো ছবি লাগায়, বেশি কমেন্টের আশায়!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৯
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: ফিউশন ফাইভ আসলে ফিউরিয়াস ওয়ান!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
জানপরী বলেছেন:
সরকারের এক বছরের উন্নয়নে সচিবালয়সহ দেশের প্রধান বিরোধীদল ভারতে ভেসে গেছে
৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
স্বাগত. বলেছেন:
অলস বালকতো শুনছি হজিরা নিক মহিলারা হিজারগোরে অবশ্য পছন্দ করে :!> :!> :!>
১০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
মেঘ রোদ্দুর বলেছেন: পোস্ট টা খুব ভালো হইছে
১১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০১
গুরুজী বলেছেন: আজকে সকালে খালি গায়ে ধানমন্ডি লেক এ ডুব মাইরা আসলাম। গা চুলকাইতেসে
১২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
হতবুদ্ধি বলেছেন: আমি চাপাবাজ নই।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
শরৎ চৌধুরী বলেছেন: আজকে কেউ গ্যালারীতে বসবেনা।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
শরৎ চৌধুরী বলেছেন: আজকে ভুমিকম্পে অনেক নিক বাইচা উঠবে...
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
কাঠঠোক্রা বলেছেন: হাত থাকতে মুখ দিয়া মারতে যামু কেনে ............
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
ফেরারী পাখি বলেছেন: চাপাবাজদের নিয়ে এক প্রতিযোগীতা হইসিল, আমি সেখানে প্রথম। আমারে বলল-"আমি নাকি চাপাতাজ।" চাপাতাজদের নিয়ে প্রতিযোগীতায় প্রথম হলাম, সবাই ডাকে চাপারাজ। এবার আলহামদুলিল্লাহ সব চাপারাজদের পেছনে ফেলে চাপার উপর হজ্ব করে আসলাম।
সবাই এখন আমারে ডাকে চাপাহাজ্ব। বলুন কেমন চাপা পটিাইলাম।
সবাই বলেন,----------------আমিন।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০২
করবি বলেছেন: অলস বালক বলেছেন: ব্লগের সব মহিলা ব্লগার আমার জন্য পাগওওওওওল !!
:
কনকি ভাই
হাচানি...................।
নারীগন আওয়াজ দেন.........
১৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
ফেরারী পাখি বলেছেন: পিটাইলাম হবে।
১৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
ভাঙ্গন বলেছেন: : আমি সম্প্রতি নাসা'র একটা বিশেষ প্রজেক্টে মূল্যায়িত হয়েছি। তারা আমার শারীরিক নানাভিদ পরীক্ষা শেষে আমাকে পাস মার্ক দেয়। নাসা'র সেই প্রজেক্টার নাম হল 'টু অবজার্ব দ্য স্কেলিটন অব এনসিয়েন্ট মঙ্গলীয়ান অমেন'।
এখন অপেক্ষা শুধু ।
কবে আমাকে স্পেস শিপ চড়ে নাসা'র পক্ষ থেকে মঙ্গলে নিয়ে যায়। আমার সাথে একমাত্র সঙ্গী হিসেবে যাবে হলিউডের 'ড্রিউ ব্যারিমোর"।
.....
বাংলাদেশ নিশ্চয় আমাকে নিয়ে গর্ব করতে পারে।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৬
শরৎ চৌধুরী বলেছেন: হ বাংলাদেশ রে তো পাগলা কামড়ায় কুত্তাইছে...
১৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৪
স্বাগত. বলেছেন: @গুরুজী মাত্র আমিতো আজকা বঙ্গোপ সাগর থেইকাগোসল কইরা আসলাম আম্মায় আমার গায়ের থেইকা লবন নিয়া তরকারি রান্না করতাসে
২০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৭
স্বাগত. বলেছেন: আমি এইবার সেরা বাংলা ব্লগার হইছি
আগামীবারের জন্য আপনাগো দোয়া চাই।
২১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮
শরৎ চৌধুরী বলেছেন: ব্লগের নারী নিকগুলোর পিছনে যে কয়জন আসল নারী আছেন তারা সকলেই অপূর্ব সুন্দরী। খেকখেকখেক,......
২২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৮
রিয়াজুল ইস্লাম বলেছেন: চাপাবাজ শব্দটা এই প্রথম শুনলাম।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
শরৎ চৌধুরী বলেছেন: ওরে চাপাবাজ
২৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৯
হেমায়েতপুরী বলেছেন: আমি লোকাল টক... চাপা মারিনা।
২৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১০
স্বাগত. বলেছেন:
আমি বাংলা লেখতে পারি না।
২৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
পথিক!!!!!!! বলেছেন: আজকের ত্রিদেশীয় ক্রিকেট টুর্ণামেন্টের ভারত বনাম বাংলাদেম ম্যাচে
বাংলাদেশ রান করিবে .....চারশত একটি ....বিশ্বাস করুন আর না করুন।
২৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
পাপতাড়ুয়া বলেছেন: চাপা ১. আমাকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানানোর চিন্তা চলছে।
চাপা ২. অন্যমনস্ক শরৎ আসলে নারী নিক।
২৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
শরৎ চৌধুরী বলেছেন: লোকাল টক ফিউশন ফাইভ সবই কম্পিউটার জেনারেটেড ...এর পেছনে কোন মানুষ নাই।
২৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
ক্লান্ত দুচোখ বলেছেন: আপ্নাগো লগে বেহুদা টাইম লস করার কোন মানে হয় না। লাঞ্চের সময় হইয়া আইলো, যাই প্রিয়াংকা চোপড়া আমার লাগি ওয়েট করতাসে......
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: হ হ হ...
২৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
শরৎ চৌধুরী বলেছেন: যেই দিন থেইক্কা ব্লগ করি সেইদিন থেইক্কা কিছু খাইনা।
৩০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
হেমায়েতপুরী বলেছেন: অন্যমনস্ক শরৎ বলেছেন: লোকাল টক ফিউশন ফাইভ সবই কম্পিউটার জেনারেটেড ...এর পেছনে কোন মানুষ নাই। কথাটা একদম সত্য।
৩১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৬
স রব বলেছেন: মডু আসলে মহিলা।এইডা সুদু আমি জানি।হে হে হে
৩২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৮
ধ্রুব তারা বলেছেন: আমার মত জনপ্রিয় ও সিনিয়ার ব্লগার চাপা মারলে জুনিয়র-রা কী শিখবে!!
৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৯
সব্যসাচী প্রসূন বলেছেন: সামু ব্লগে কুনো চাপাবাজ নাই ... একদম হাছা কতা
৩৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০
বোহেমিয়ান কথকতা বলেছেন: ছি ছি আজকাল কার পুলাপান কি শুরু করল?!!! আমাগো সময়ে মানে ৩০ বছর আগে সামু এমুন আছিল না ।
সবাই ভ্লা ভ্লা পোস্টাইত, ব্লগাইত, আড্ডাইত ... আর এখন চি চি!
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০
দূর্ভাষী বলেছেন: শরৎ কাল তো চলে গেছে এইডা আবার কন্তে আইলো, আবহাওয়াবিদেরা নাকি ঘোষনা করছে বাংলাদেশে এখন একখানই ঋতু থাকব আর তা হইল বসন্ত।
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২০
হেমায়েতপুরী বলেছেন: ভাইয়া আমি ভ্লগে নতুন... ঠিকমতো বাংলা টাইপ করতে পারিনা। সবাই একটু হেল্প করবেন।
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২১
ওসমানজি২ বলেছেন: এরশাদ বাংলাদেশের প্রেসিডোন্ট হতে যাচ্ছেন। গতকাল জাতীয় পার্টির মহা-সম্মেলন শেষে এরশাদকে বাসায় ডেকে প্রধানমন্ত্রী তাঁর সিদ্ধান্তের কথা এরশাদকে জানিয়ে দিয়েছেন।
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২
কালপুরুষ বলেছেন: আমার প্রথম প্রেমে হাতে খড়ি নাকি সাড়ে তিন বছর বয়সে। তখন থেকেই নাকি আমি সুন্দরী মেয়েদের প্রেমে পড়ি। সুন্দরী কোন মেয়ের কোলে উঠলে আমি সেই কোল থেকে নামতে চাইতাম না। আর কাল কিংবা দেখতে ভাল নয় এমন কারো কোলে কখনোই উঠতে চাইতাম না। এমন কেউ জোড় করে কোলে নিতে চাইলে আমি চীৎকার করে কান্না করতাম। আমি সাত বছর বয়সে প্রথম সত্যিকারের প্রেমে পড়ি, মেয়েটার নাম ছিল "তুলি"। সে ছিল আমার দুঃসম্পর্কের কাজিন। এই প্রেমের কারণে শুধুই নানাবাড়ী বেড়াতে যাবার আব্দার করতাম। আহা! কোথায় গেল সেই প্রেম, কোথায় সেই শৈশব!
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪
সাগর ঢাকা বলেছেন: কাল জয়ী লেখা , ব্লগ এর ইতিহাস এ মাইল ফলক হয়ে থাকবে ! সরাসরি প্রিয়তে , প্লাস দিয়েছি ...
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
শরৎ চৌধুরী বলেছেন: আমরা সবাই ছাগুরে বালা পাই....
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: কালপুরুষ নারীদের পছন্দ করেন না।
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
নাজমুল আহমেদ বলেছেন:
* ঐ দিন কোন এক সাইবার ক্যাফেতে গিয়া দেখি নিজামী "অন্যমনস্ক শরৎ" নিক দিয়া ব্লগিং কর্তাছে।
* ত্রিভুজের উপর বাংলাদেশে কোন দেশ প্রেমিক নাই
* পিয়াল হইল ব্লগের ১নং রাজাকার। হেয় মুক্তিযুদ্ধের সময় নিজামীর ডান হাত আছিল।
* অচিরেই সামু বিশ্বের নাম্বার ব্লগ হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে।
* ব্লগে কোন ফেক নারী নিক নাই
এগুলো ১০০% সত্য এবং বিশ্বস্ত সূত্রে পরীক্ষিত (সূত্র: যে সূত্র দ্বারা বিডিআর হামলার সময় প্রমানীত হয়েছিল মেজর শাকিলের একটা একটা করে গোঁফ টেলে তুলে তাকে হত্যা করা হয়েছে)
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৫
শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা হা হা হা...................এই জুশ কমেন্ট টা আগে খেয়াল করি নাই তো।
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
স্বাগত. বলেছেন:
একবার
Linkin Parবাংলায় গান গাইছিল আহারে এমন দরদী লালনগীতি আর শুনি নাই জীবনে।বংলায় নাকি নতুন লালনগীতির এলবাম আসতাসে Linkin Park এর কথা ও সুরে।
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
পথিক!!!!!!! বলেছেন: কারপুরষ দা এইটা তো সত্য কথা হৈল ...চাপাবাজী করেন চাপাবাজী
৪৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৯
কঁাকন বলেছেন: একটা চাপাবাজির গল্প শুনেন সেখানেও এখানকার মতন চাপার কম্পটিশন হইতেছে এক জন বললো তার দাদা আস্ত তালগাছ দাতন হিসেবে ব্যাবহার করতো আরেক জন বলে তার দাদার পোষা বাঘ আছিলো সে প্রতিদিন পোষা বাঘের দুধ খাইত আরেক জন বললো তার দাদা এত লম্বা আছিলো বাস দিয়া চাঁদ সরায় দিত ব্লা ব্লা বাট যে ফার্স্ট হইছিলো সে কী বলছিলো জানেন সে বলছিলো এক জায়গায় তিনটা মেয়ে চুপচাপ বসে ছিলো
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
শরৎ চৌধুরী বলেছেন: কাঁকন ভালো চামা মারতে জানে....
৪৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩২
স্বাগত. বলেছেন:
আইজকা সকালে বুশের লগে নামাজ পরলাম মুনাজাতে হেয় ইরাকের মানুষের লাইগা কত্ত কান্দল।নামাজ শেষে কইল ইরাকরে বাচানোর জন্য সে দরকার হইলে জঙ্গি হইয়া যাইব।
৪৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৩
পথিক!!!!!!! বলেছেন: আমি একন আকশে উড়িতেছি...উড়িতে উড়িতে দেখিলাম
অন্যদা চারহীন একটা টয়লেটে বেস আছে ...টয়লেটটা ১২ তালা একটা ছাদের উপর। ওখানে কেমাটের উপর বসে হাতে ধরে আছে এখখান ল্যাপটপ......সে কারনেই মাথায় চাপাবাজীর বিষয় উদয় হৈতেছে..কারন মাতা হতে অপ্রয়োজনীয় বস্তু নিচে নেম যাচ্ছে ক্রমাগত.....
৪৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
পথিক!!!!!!! বলেছেন: আমি এখন আকশে উড়িতেছি...উড়িতে উড়িতে দেখিলাম
অন্যদা চালহীন একটা টয়লেটে বেস আছে ...টয়লেটটা ১২ তালা একটা ছাদের উপর। ওখানে কেমাটের উপর বসে হাতে ধরে আছে এখখান ল্যাপটপ......সে কারনেই মাথায় চাপাবাজীর বিষয় উদয় হৈতেছে..কারন মাতা হতে অপ্রয়োজনীয় বস্তু নিচে নেম যাচ্ছে ক্রমাগত.....
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৫
শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা হা.....সেই রকম.....
৪৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: স্বাগত ভালো চামা মারতে জানে না, হা হা হা হা জুশ
৫০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬
অলস বালক বলেছেন: একবার বিল গেটস আমার থেকে ৫০ টাকা ধার নিয়েছিলো,আজতক শোধ দেয়নি।
৫০০ টাকার নোটের বান্ডিল আমি কেজি দরে বিক্রি করি
৫১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
রৃষী বলেছেন: ওহ্ সব চাপাবাজদের আড্ডা বসে গেছে এখানে। একটু সুযোগ পেলেই হল আরকি।
৫২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
স্বাগত. বলেছেন:
আজকে সকালে অন্যমনস্ক শরৎ এর লগে এক বোতল বিয়ার খাইসিলাম।
৫৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৭
শরৎ চৌধুরী বলেছেন: কৌশিক কখনোই সামইন অফিসে যায় নাই।
৫৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৮
নজরুল ফরাজী বলেছেন: আমি চাপা মারিনা।
৫৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
মিথুন-১ বলেছেন: আজ সকালবেলা ডেট্রয়েটে জেনারেল মোটর্সের এমডির সাথে বসে যখন চা খাচ্ছিলাম-তখন ফ্রাসে আমার হেড অফিস থেকে একটা জরু্রী কল পাই-"এক্ষুনি অফিসে ফিরতে হবে"! কি আর করা আমার চার ইঞ্জিন বিশিস্ট স্পীড বোট নিয়েই রওয়ানা দেই ফ্রান্স। প্যারিস যখন পৌছাই তখন বেলা ১২টা বেজে পাঁচ মিনিট। যদিও একটু লেট হয়েছিল-তাতে তেমন অসুবিধা হয়নি! এখনো জরুরী কাজে খুব বেশী ব্যাস্ত তাই বিস্তারিত লিখতে পারছিনা! আমি আবার চাপা মারা বেশী পছন্দ করিনা!
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:২৬
শরৎ চৌধুরী বলেছেন: খেকখেকখেক....
৫৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪২
মন যাযাবর বলেছেন: এক সিআইডি রিপোর্টে প্রকাশ প্রধানমন্ত্রী হইতে শুরু করিয়া সকল মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, আমলা, মিলিটারী, অধ্যাপক, ব্যাবসায়ী, টপরংবাজ, রাষ্ট্রদূত [অনুবাদ করিয়া], চিকৎসক, প্রকৌশুলী - তাহারা সকলেই আমাদের ব্লগের লেখা খুবই গুরুত্ব দিয়া পাঠ করেন এবং যারপরনাই আমাদের লেখার ভয়ে তটস্থ থাকেন।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হো হো হো
৫৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৩
স্বাগত. বলেছেন:
আজকে সকালে জানা আপু মাইক্রোসফট কিনছে একটা পার্টি দিব আর নতুন নাম হইব সামসফ্ট।
৫৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: দুবাইতে কোন বিল্ডিং নাই...
৫৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৫
হেমায়েতপুরী বলেছেন: চমৎকার ভাষার ব্যাভরের কারনে এবং সেই সাথে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আলোচনার দাবী রাখে বলেই আপনার প্রতি মন্তব্যের প্রতি হাজার হাজার লাল সালাম।
কিন্তু বিষয়টি শুধু আলোচনার মাঝে আবদ্ধ করে রাখলে হবেনা, মনে রাখতে হবে আমার একটা ভুল হয়েছিল, আসলে কেয়া আমার বৌ ই হয়। তারপরও কথা থেকে যায় যৌনাকাঙ্খাই অসহনীয় মাথাব্যথার কারণ ব্যাপারটা আপনি কোন চোখে দেখছেন তাও ভাববার মত বিষয় বৈকি। আবার এটা ভুলে গেলেও চলবেনা যে কথোপকথন সংক্রান্তিতে............হিজড়হ এবং অড়হড় শব্দমালা বিনিময়............ চলছে, চৌধুরী জাফরউল্লাহ শরাফত সমগ্র বিষয়টি নিয়ে মারাত্মক চিন্তিত আর এদিকে আমি ইটখোলার চিমনিতে ধোঁয়া দেখে ভাবি, জমিও চুরুট টানে। টাহলে কি দাঁড়ালো? রাত পোহালে কোটি টাকার লড়াই । সুপার কাপের শিরোপা জিতবে আবাহনী নাকি মোহামেডান ? এটাই আগামী দিনের বড় প্রশ্ন এবং চ্যালেন্জ। তাই যৌবনযাত্রা, যৌনতা এবং বর্তমান ব্লগ-বিতর্কঃ পুনর্মূল্যায়ন করাই আসলে দরকার।
আপনি বেশ দক্ষতার সাথে আমার আলোচ্য প্রসংগ এড়িয়ে গেলেন। ভালো। কেয়ার ব্যাপারাট হয়ত এভাবে না বল্লেও হতো কিন্তু ২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী যে হয়ে গ্যালো তার কি হবে? আবার এখনেই কিন্তু সমস্যা শেষ নয়, বলতে পারেন শুরু, কারণ দঃ কোরিয়ার Kyng Hee University তে উচ্চ শিক্ষার সুযোগ সব সময় কি পাওয়া যাবে। যদি যায়ও প্রাচীন ইনকা সভ্যতার সাথে হেমায়েতপুরের বর্তমান সুসম্পর্ককে জোড়দার করার জন্যে জাতিসংঘে ওয়েসপ টেকনোলজি প্রয়োগ হবেই যে তার নিশ্চয়তা কে দেবে? তর্কের খাতিরে ধরে নিলাম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুগলের স্কলার প্রকাশন সংখ্যা কম তাতে কিন্তু আলোচনা শেষ হলোনা। বরং আই.ডি.এম (Internet Download Manager) নিজের করে নেবার সহজ সমাধান !! টাও হাতছাড়া হলো আর কলদিয় সভ্যতা, সম্রাট ২য় নেবুচাদনেযার, রানী আমুহিয়া ও ব্যাবিলনের সেই ঝুলন্ত বাগানের ব্যাপারটাও মাথায় রাখবেন আশা করি। আপনার নলেজের সীমাব্ধতা আমাকে ব্যাথিত করে। কিন্তু প্রায় সব সাধারণ মানুষ এই ভুল করে থাকে, আর তাই আমি আপনাকে একতরফা দোষ দিচ্ছিনা। আপনি জানেন যে বিগত সরকারের আমলে কিভবে নাম্বারিং করেছিল। ছিল।এছাড়া আমি যখন সুধাসদনে গেছিলাম তখনও আমি নিছক এমনি বলেছিলাম।কিন্তু এখন আমি সত্যি।যদিও অত কঠিন হতে পারবনা তবুও হিংসার আগুন পূর্বের চিকিৎসায় ঠিক না হলে আমাদের করার কিছু নেই। তবুও বারবার সব চিকিৎসার বাহানায় মায়াকান্না জুড়ে।মূল বিষয় কি সবই জানায় যায়।আরও একটা ব্যাপার এই সময় কে যেন একটা সার্ভিস কিনল।সেটা অফ কর।
এখানে আলোচনা হতে পারে প্যারাসিটামল কি পেটের রোগ সারাতে আসলেই সক্ষম কিনা সে বিষয়ে। আরেকটু ভেবে দেখবেন, ক্লিনটন অনেক ভেবেও কিছু করতে পারছেন না। ওবামা টয়লেটে গিয়ে লাদেনের সাথে গুজুর গুজুর করছে। এখন নিউটন আর কোপার্নিকাসই ভরসা। খালামনিদের নিয়ে ভাবিনা তারাও মানুষ। আমার ভয় আসলে টিকটিকিতে। আমাজনের জংগলে মারাত্মক দুরাবস্থার কারণ ছিল টিকটিকিয়া লেবিয়া নামের এক ধরণের বিষাক্ত টিকটিকি। এক্সপিডিশনে আমার সাথে ছিল বিখ্যাত ন্যাচেরালিস্ট জনাব শাকিব খান, ময়ুরী, মুনমুন। তারা ঘটনা, না দুর্ঘটনার আকস্মিকতায় ভড়কে যায়। শাকিব ভয়ে আমার কোলে আর বাকি দু'জন শাকিবের কোলে উঠে পড়ে। এই অবস্থায় আমি ফোন দেই নেইল আমস্ট্রংকে। সে তখন ব্যাস্ত ছিল কালাহারী মরুভুমিতে। অবশ্য তার অনুরোধে এলিজাবেথ টেলর আর জনাব নিক্সন এসে আমাদের উদ্ধার করেন। এর মাঝে আমি অবশ্য শ খনেক টিকটিকি আমার পকেটে রাখা গুলতি পিপিকে দিয়ে ঘায়েল করে ফেলি। আপনার সাথে অতীতে মুনমুন বা ময়ুরীর সম্পর্ক নিয়ে আমি আলোচনায় আগ্রহী নই আর আমি বিশ্বাস করি তা ঠিক ভদ্র গোছের হবেওনা। আফ্রিকায় থাকতে মেরেলিন মনেরোর সাথে আমার প্রথম পরিচয়। এ ব্যাপারে পরে আসছি। আপনি কোলেস্টরেলের কথা বলে ভুল করলেন। আমি তখন ফাইজারের সিইও, মুনমুনকে লিপিটর (অ্যট্ররভাস্টাটিন) দুই ছিপি খেতে বলেছিলাম, সে তা করেনি এবং এখন তার ভুল ধরেতে পেরেছে। অবশ্য ময়ুরীর কেস ভিন্ন। সে স্যালিসাইলিক অ্যাসিড পয়োজনিং-এর কারনে একটু মুটিয়ে গেছে।
আমস্ট্রং-এর কথা যা বললেন আমি বলবো তা আমার বিরুদ্ধ শক্তির জোড়ালো অপপ্রচার। জাতীর গ্যাস্ট্রিক নিয়ে আমি মোটেও ভাবছিনা কারন আমার রিসার্চ সেন্টার অতি সম্প্রতি গ্যাস্ট্রিকের জন্য মাথায় মাখার মলম আবষ্কারে সক্ষম হয়েছে।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
শরৎ চৌধুরী বলেছেন: এইটা একটা অপ্রাসংগিক কমেন্ট। হেমায়েত পুরীর মত বাজে জঘন্য নন উইটি আমি সারা জীবনেও দেখি নাই।
৬০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৯
কালপুরুষ বলেছেন: আমি অহন চাপা মারতে পারুম না। আমি প্রিয়াঙ্কারে লয়া লং ড্রাইভে আশুলিয়া যাইতেছি। বেচারা বহু কষ্ট কইরা অনেক সিডিয়্যুল ফালায়া আমার লগে ডেটিং করতে আইছে। ফিরা আইসা একটা পোস্ট দিমুনি।
৬১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫১
তায়েফ আহমাদ বলেছেন: আমার সাথে লোকালটকের নিয়মিত দেখাসাক্ষাৎ-যোগাযোগ হয়। আমি চাপা মারি না। ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৪
শরৎ চৌধুরী বলেছেন: হবে না কেন? মিয়া লুকাল.....কাইলকা তো দেখলাম কার সাথে ঘুইরা বেড়াইতেসেন। ছি ছি এমনটা আমি আশা করি নাই...
৬২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫
ফাহিম আহমদ বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৩
শরৎ চৌধুরী বলেছেন: নাত্তি দিয়া উষ্টা খাওয়ামু..
৬৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৭
হেমায়েতপুরী বলেছেন: কমেন্ট টা আমি মাত্র টাইপ করছিলা...কুনু জায়গা থিকা কপি পেস্ট করিনাই...
বাজে জঘন্য নন উইটি বলায় এই ব্লগে আমি আর কমেন্ট করুমনা...
৬৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮
কঁাকন বলেছেন: এই মাত্র ফিউশন ফাইভ আমাকে ফোন করে নিঃশ্চিৎ করেছেন যে তায়েফ আহমেদের সাথে নিয়মিত বা অনিয়মিত কোন যোগাযোগি লোকালটকের নেই
৬৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০০
স্বাগত. বলেছেন:
জাফর ইকবাল সায়ন্সে ফিকশন লেখেন না
৬৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
সব্যসাচী প্রসূন বলেছেন: কত্ত চাপা মারে সব ... মন উধাস হইয়া যাইতাছে
৬৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৪
গুরুজী বলেছেন: @ স্বাগত ভাই, আফনের আম্মজি লবন দিয়া রানতাসে।
আর আমারে এই মাত্র হাচিনা আন্টি (প্রধানমন্রি)সাবার-শ্যাম্পু দিয়া গোসল করাইয়া দিল। গোসল সাইরা দুই জনে পুটি মাছের ঝোল তরকারি দিয়া ভাত খাইলা কমেন্ট লিখতে বইলাম!
৬৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৫
শরৎ চৌধুরী বলেছেন: আমি এখন ভাত খাইতে যামুনা আর যদি যাইও ফিরা আমু না...
৬৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৬
মাহমূদ হাসান বলেছেন: কয়েক লাইনেই ৪০০ হিট। বাপরে বাপ। ভালই । আপনার চাপায় ব্লগ আসলেই গরম।
৭০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৮
হেমায়েতপুরী বলেছেন: এইমাত্র অন্যমনস্ক শরৎ, জানা, অরিল আর আমি হোটেল হিলটন; ঢাকায় লান্চ খাইতে বইলাম।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০২
শরৎ চৌধুরী বলেছেন: তরকারীতে ঝোল বেশি দিছিল হালারা...
৭১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১২
মাহমূদ হাসান বলেছেন: আজ সকালে দেখলাম আপনি একটা হলুদ শাড়ী থুক্কু হলুদ শার্ট পইরা
মোবাইল করতে করত অফিসে যাইতেছেন।
হঠাৎ একটা কলার ছোলায় পা দিয়া উল্টাইয়া পড়িলেন, আমি আপনাকে সেইখান থেইকা তুলিয়া অফিসে পৌঁছাইয়া দিলাম। আর এখন কিনা কোমরের ব্যথা কমতে না কমতেই শুরু করছেন আবার চাপাবাজি? আশ্চর্যই বটে!
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০১
শরৎ চৌধুরী বলেছেন: আপনে এক্টা মহঁৎ
৭২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১৪
পথিক মানিক বলেছেন: চাপাবাজগো চাপাবাজি পড়তে পড়তে চাপা ব্যাথা হইয়া গেলো...যাই একটু বিড়ি খাইয়া আসিগা .......কার লগে কমু না .......কইলেই কইবেন চাপা পাড়তাছি.....ঐ শাহরুক খাড়া আইতাছি....
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: দুরো আপনে কোন খানরেই বেল দেননা।
৭৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২৩
মাহমূদ হাসান বলেছেন: বুঝলাম, দেশের মানুষ কত চাপাবাজ।
৭৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩০
নীড় ~ বলেছেন: আসলে অন্যমনস্ক শরৎ আমারই আর একটা নিক।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: সত্য....
৭৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪
স্বাগত. বলেছেন: সেরা চাপাবাজ কে জানতে মন্চায়।
৭৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৪
স্বাগত. বলেছেন: সেরা চাপাবাজ কে জানতে মন্চায়।
৭৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫১
শরৎ চৌধুরী বলেছেন: এখনো খেলা মাত্র হাফ টাইমে গেছে....অহনতরী কেউ ফাউল ও করে নাই।......আমাদের ফুটবল টিম আজকে জিতেবই....
৭৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৩
শরৎ চৌধুরী বলেছেন: আর হ্যা আমরা আমাগো অফিসরে অনেক ভালোবাসি....
৭৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০০
হেমায়েতপুরী বলেছেন: আহারে অন্যমনস্ক শরৎ আমার আগে লান্চ থিকা উইঠা আইছে।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪
শরৎ চৌধুরী বলেছেন: না আমি মনষ্ক আমি ভুইলা যাই নাই...
৮০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৭
হেমায়েতপুরী বলেছেন: বিল আমিই দিছি মাত্র.... ৪২০৪২০ ঢলার। আর কারো পকেটে টাকা আছিলনা।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯
শরৎ চৌধুরী বলেছেন: ছি ছি কি মিথ্যুক...
৮১| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমি চাপায় মারতে চাই।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫
শরৎ চৌধুরী বলেছেন: তওবা তওবা.....
৮২| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:১৫
পুরাতন বলেছেন: পুরা পাংখা পুষ্ট ...... পাংখায় ভর দিয়া এক্কেবারে উইড়া যাইতছে
৮৩| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২১
নুভান বলেছেন: ব্রেকিং নিউজঃ আজকে আরিল্ডের সাথে কথা হলো। সামু নাকি কাল থেকে বন্ধ হৈয়া যাইবো। সবাই নিজ নিজ পুষ্ট গুলান যত্ন কৈরা সেভ কৈরা রাখেন। নাইলে কিন্তু শ্যাষ!
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭
শরৎ চৌধুরী বলেছেন: বস....আপনে গোপন কথা ফাঁস কইরা দিলেন। এইটারে ঢাকোনের জন্যই তো এই পোষ্টা আছিল। এইটা একটা ডাইভার্শন পোষ্ট।
৮৪| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৩
আইরিন সুলতানা বলেছেন: আচ্ছা, চাপা কে? তাকে সবাই মারতে চায় কেন ??
খুব অবাক হলাম! এভাবে নিরীহ কাউকে মারা কি ঠিক !
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
শরৎ চৌধুরী বলেছেন: চাপা একটি ডেসপারেট জেন্ডার...
৮৫| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
নীলচে তারা বলেছেন: আমার কথা কি আর বলব সবই তো জানেন। ব্লগে আমার ৩ বছর পূর্ণ হল, পোস্ট আছে ৪০০ এর কাছাকাছি এবং প্রতিটাই পাঠকপ্রিয়। অন্যমনস্ক থাকি তাই বলে চাপা মারা আমাকে শোভা পায় না।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩০
শরৎ চৌধুরী বলেছেন: আপনে আমার প্রিয় ব্লগার।
৮৬| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: লেখক বলেছেন: তওবা তওবা.....
চাপাকে চিপায় নিয়েও মারা যেতে পারে
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৭
শরৎ চৌধুরী বলেছেন: খেকখেকখেক...জঘন্য হইছে একদম হাসির হয় নাই।
৮৭| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২
নীলচে তারা বলেছেন: সে তো হাজার বার বলছেন।
৮৮| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩২
পথিক!!!!!!! বলেছেন: আইরিন চাপা যে নিরীহ বুঝলা কেমনে...কোন গোপন সম্পর্ক নাই তো তার সাথে..
থাকলে এইখানে বলে দাও কেও বিশ্বাস করবে না।
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
শরৎ চৌধুরী বলেছেন: আইরিনের সাথে চাপার এক্টা গভীর সখ্যতা আছে...ঠিক ধরছেন পথিক।
৮৯| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৯
মিআমি বলেছেন:
দারুন চাপাবাজি
আমি একদনি মারা যামু
আমি একদনি মারা যামু
আমি একদনি মারা যামু
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: এইটা মিথ্যা....
৯০| ০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৮
ঘাসফুল বলেছেন: এখেনে কি চাপাবাজ সিলেকশন চল্তাছে... আমি নাই এইর মদ্যে
০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: ছি ছি আমি এত ভালু কেন?
৯১| ০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৫
আরিফুর রহমান বলেছেন: অন্য মনষ্ক শরৎ একজন পুংলিঙ্গ...
০৮ ই জানুয়ারি, ২০১০ ভোর ৫:২৬
শরৎ চৌধুরী বলেছেন: আরিফুর রহমান একটা জিনিয়াস।
৯২| ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪২
রেজোওয়ানা বলেছেন: অন্যমনস্ক শরৎ তার "ব্লগারস অন লাইন" ছবির জন্য পুলিৎজার পুরুস্কার পেয়েছেন।
১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৮
শরৎ চৌধুরী বলেছেন: কথা সত্য!!!
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হাসতে হাসতে চেয়ার থেইক্কা উল্টায়া পইড়া গেলাম।
৯৩| ১৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৪
রেজোওয়ানা বলেছেন: আজ সকালে অন্যমনস্ক শরৎ নামক জনৈক ব্যক্তি হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে গিয়ে তার চাপার ৩টি দাত ভেঙ্গে ফেলেছেন। এই ঘটনা অত্র এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে।
২৩ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৪
শরৎ চৌধুরী বলেছেন: হা হা হা হা হা হা হা.......ও. উ উ উ ব্যাথা।
৯৪| ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:২৮
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: এখানে কমেন্ট করে ক্যামনে ?????????
৯৫| ১৬ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩০
অপ্রয়োজন বলেছেন: চাপা কি?
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
সব্যসাচী প্রসূন বলেছেন: আমি চাপা মারতে পারি না