নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনকে শান্তির নীড়ে রাখ দেখবে সব কিছু সুন্দর লাগবে

শান্তির দূত২৪

শান্তির দূত২৪ › বিস্তারিত পোস্টঃ

নববর্ষের পূর্ণতার অপেক্ষায়

১০ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৭

বন্ধুগণ,
আসছে পহেলা বৈশাখ। যা আজ এক পূর্ণ বয়সে পৌঁছে গেছে। আমরা অপেক্ষায় আছি একটি আসন্ন নবতারুন্যের নববর্ষের। কিছু বিষয়ে আসুন সকলে সজাগ থাকি-
*ইলিশ এর উপর চাপ কমায়। এতে হয়তো বছরে একসময় ৪০০ টাকা কেজি ও অন্য সময় ৪০০০টাকা কেজিতে না খেতে হয়
*প্রতিবেশিকে খুশিতে স্মরণ করি
*গরিবদের সামিল করি
*উৎসবে বখাটেদের হাত থেকে নারীদের হেফাজতে সবাই সতর্ক থাকি
*একটি নতুন ভালো কাজ করি ও সারা বছর তা জারি রাখি
*পুরনো বন্ধুদের অবশ্যই স্মরণ করি
*রাস্তায় বের হবার আগে বিশুদ্ধ পানি সাথে রাখি
হয়তো আরো অনেক বিষয় আছে। আসুন সবাই মিলে খুশিকে খুশিতে পরিণত করি। দোয়া করি এদিনে যেন কোন সড়ক দূর্ঘটনার খবর না শুনি।

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

ধ্রুবক আলো বলেছেন: ইলিশ এর উপর চাপ কমায়। এতে হয়তো বছরে একসময় ৪০০ টাকা কেজি ও অন্য সময় ৪০০০টাকা কেজিতে না খেতে হয়।
একমত আমি।

সচেতন কথা ভালো লাগলো +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.