![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ। জন্ম এদেশে। ক্ষতির বিনিময়ে অর্জিত এই দেশ। স্বাধীনতা বলা হয়। আমি তাকে খুজছি। কোথায় পাবো তাকে? কতটা কষ্টের এই বুলি গুলো। মাঝেমধ্যে মনে হয় ইরাক সিরিয়া কিংবা পাকিস্তানে আছি। মন খোলে কথা বললেও চিন্তা করে বলতে হয়। কয়েকদিন আগে সুপ্রিমকোর্ট হতে ভাস্কর্য সড়ানো হলো। কেননা এটি এক ঈদের নামাজের মনোযোগ নষ্ট করবে। ৫ মে কোরআন পুড়িয়ে কি সোয়াব হয়েছে? সংবিধানে বিসমিল্লাহ লিখলে কি লাভ হবে? বোরখা পরে পতিতালয়ে গেলে কি পর্দাশীল হয়ে যাবে? আমি কাউকে আহত করে কথা গুলো বলতে চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্ধ চোখ গুলোকে খোলা। কারো স্বার্থে আমরা কেন নিজেদের স্বাধীনতা খর্ব করে চলেছি। অন্যায় মানুষ সহ্য করলেও সৃষ্টিককর্তা যখন পাকড়াও করবেন তখন কি হবে আমাদের অবস্থা? বর্তমানে বড় একটি আতঙ্ক হচ্ছে হেফাজত। মনে হয় সরকারও ভয় পাচ্ছে। বিএনপি, এরশাদ মহোদয়, সরকার সবাই তাদের সমীহ করে। কিন্তু কেন? কিসের ভয়? ন্যায্য কথা তো আরো অনেকেই বলে কই তাদের কথার কোন মূল্য নাই? সুন্দরবনে প্রকল্পটি বাস্তবায়নের আগে গণভোট নেয়া যেতো। কেউ কেউ বলেন আগে তো নিজে বাচো এর পরে সুন্দরবন। ঘরে আলো না থাকলে নাকি দিনেই গর্তে পরবোম তাদের বলি- ভাই, বস্ত্রহীন হয়ে বাচার চেয়ে বস্ত্র পড়ে মৃত্যু সম্মানের। অনেক কথা বলতে চাই। ভয় হয়। কেউ যদি আবার হাত পা ভেঙ্গে দেন! গতকাল দেখলাম রমজান মাসে ইফতার ছিনতাই। কে করলো? সরকার দলীয় মহোদয়গণ। কাদের করলো? নীরিহ রাস্তার বিরোধী দলের। কেন? তাদের কি ইফতারেে টাকাও হাওরে দিয়ে এসেছেন? এতো দান ভালো না। ছিনতাই এর দান সোয়াব হবে না। মাফ চাই আল্লাহর কাছে। কিন্তু তারা কি চাইবে যাদের পাপের বোঝা আমার থেকেও হয়তো বেশি?
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৭ রাত ৩:০৬
সচেতনহ্যাপী বলেছেন: যতই পাপ করি না কেন, আমি মুসলমান।। আর গোড়া হলেতো কথাই নেই।।
আপনি কি ভারতে গরু জবাইর ব্যাপারে কিছু লিখেছেন??!!