নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মনকে শান্তির নীড়ে রাখ দেখবে সব কিছু সুন্দর লাগবে

শান্তির দূত২৪

শান্তির দূত২৪ › বিস্তারিত পোস্টঃ

শোক ও জাতির অসুখ

০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:১৬

১৯৭৫ সাল। ভয়ানক ইতিহাসের দাস। সালটি এতই অপরাধ হরেছে যে তার সকল ভালো আজ মৃত। ১৫ আগস্ট, আমাদের জাতীয় কলঙ্ক রচনার দিন। এটা আমার বিশ্বাস। আমি বঙ্গবন্ধু বা শেখ মজিবুর রহমান সাহেবের শাহাদাতের কথা বলছি না। বলছি তৎকালিন রাস্ট্রপতিকে রাস্ট্রযন্ত্রের সাহায্য নিয়ে হত্যা করার কথা। কতটা মির জাফর আমরা। তবে বলতে হয় অগ্রপথিক আমরা। কেননা মিরজাফরের ঘটনার পর সেই আচরন দেখলে মিরজাফর বলি। আর বিশ্বাসঘাতকতা যা ১৯৭৫ সালে আমরা দেখিয়েছিলাম আজ তা উন্নত দেশে দেখা যায়। মনে হয় এ দিকে আমরা শিক্ষক। আমি আওয়ামীলীগ করি না। তবে শেখ মুজিবুর রহমান সাহেবের দূরদর্শিতার শুভাকাঙ্খি। তাঁকে আমার খুব ভালো লাগে। তাঁকে বলে নেতা। সুতরাং আজকে নেতার সঙ্গা উনাকে বিশ্লেষণ করে ডাকতে হবে। যাকে তাকে নেতা বলা ঠিক না। নেতা তো নিজে না খেয়ে অন্যদের খাওয়াবে। কিন্তু এখন তো আমাদের খাবার তারা খায়। শেখ হাসিনা জির অনেক কিছু আমার ভালো লাগে। কিন্তু নেতা বলবো না। তিনিও মহানুভব। তবে পুরোপুরি না। উনার বিচক্ষণতা আমাকে ভাবায়। আজ স্মরণ করছিলাম আগামি মাসেই তো পালন হবে লোক দেখানো শোক দিবস। আমি এর পক্ষে না। কারণ আমার কষ্ট লাগে যখন দেখি কেবল দেখানো, জানানো, ফটো,পদ পদবি, প্রমোশন, চামচামি করে এই দিনটি পালন করে। এই দিনটি কষ্টের। আমাদের জাতির একটি কলঙ্ক রচনার দিন। সেই দিন আমাদের কিছু কৃলাঙ্গার আমাদের জাতি সৃষ্টি বা নামকরনের পথপুরুষকে শহিদ করা হয়েছিলো। আমরা ক্ষমা চাই। ক্ষমা চাই। ক্ষমা চাই। ইতিহাস কখন আমাদের ক্ষমা করবে? কখন খুনি বলা ভুলে যাবে? আগষ্ট সামনে রেখে আমার নিবেদন- আসুন শুধু প্রার্থনা আর মানবসেবার প্রোগ্রাম নিয়ে মাসটি অতিবাহিত করি। বঙ্গবন্ধুর একটি ভালোগুণ নিজের মধ্যে লালন করি। আল্লাহ উনাকে জান্নাতে স্থান দিন। আমিন। আমার লেখায় কেউ আহত হলে, ক্ষমা চাই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ফেসবুকে আর ব্লগে পোষ্ট দিয়ে আরামসে হাজী বিরিয়ানী খেয়ে একটা ঘুম দিলাম।দিন কাবার হয়ে গেলো।
বর্তমানে বেশিরভাগ মানুষেরই এক অবস্থা।লোক দেখানো মায়াকান্না।
আপনার পোষ্টে বঙ্গবন্ধুর ভালো দিক গুলো ফুটিয়ে তুলেছেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.