নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বর্গ না বাংলার সংস্কৃতিতে স্বর্গ খোঁজি! এখানে মিশে যেতে চাই চিরতরে!

শান্ত মজুমদার

স্বপ্ন দেখি, মিশে গেছি এই বাংলার এই সংস্কৃতিতে! স্বর্গ মোহে ধরে না আমায়।

শান্ত মজুমদার › বিস্তারিত পোস্টঃ

আজ যাদের জন্মদিন

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬




আজ আমার জন্মদিন।
তাই আজ আপনাদের পরিচয় করিয়ে দিবো আজকের দিনে ঐতিহাসিক কিছু ব্যাক্তি যারা এই দিনে জন্মেছেন।




১৫ অক্টোবর বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন যাদের-


১.পুরো নাম পাবলিয়াস ভারজিলিয়াস মারো (Publius Vergilius Maro)। তবে তিনি পরিচিত ভার্জিল বা ভেরগিল নামে। জন্ম খ্রিস্টপূর্ব ৭০-এর ১৫ অক্টোবর। অগাস্টান যুগের প্রাচীন রোমান কবি তিনি। লাতিন সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে রয়েছে ‘ইকলোগুস’, ‘জিওরজিকস’ ও ‘ঈনিড’।

রোমের অন্যতম সেরা কবি হিসেবে বিবেচনা করা হয় ভিরগিলকে। তাঁর রচিত মহাকাব্য ‘ঈনিড’কে প্রাচীন রোমের জাতীয় মহাকাব্য হিসেবে বিবেচনা করা হয়।

ভার্জিলের কাজ দ্বারা পশ্চিমা সাহিত্য নানাভাবে প্রভাবিত হয়েছে। উদাহরণ স্বরূপ দান্তের ‘ডিভাইন কমেডি’র কথা বলা যায়।


২.সম্রাট আকবর :

১৫৪২ খ্রিষ্টাব্দের ১৫ই অক্টোবর অমরকোটে জন্মগ্রহণ করেন।

আকবরকে অনেক ঐতিহাসিক মুঘল সম্রাটদের মধ্যে শ্রেষ্ঠ মনে করেন ও তাকে ‘আকবর দ্য গ্রেট’ বলে আখ্যায়িত করেন। ১৬শ শতকের মাঝামাঝি কোনও এক সময়ে মোঘল সম্রাট আকবর বাংলা ক্যালেন্ডার প্রবর্তন করেন। তাঁর ৪৯ বছরের শাসনকালে ধর্ম, সংস্কৃতি, দর্শন, সাহিত্যের পাশাপাশি এরকম নানা জিনিসে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন সম্রাট আকবর। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন আকবর। অন্য ধর্মের প্রতি আগ্রহের বশেই তিনি এই ক্যালেন্ডার বা বর্ষপঞ্জী তৈরি করেন। একইভাবে তিনি সর্বধর্মের সমন্বয় করে দিন-ই-ইলাহির প্রবর্তন করেন।

৩.আবুল পাকির জয়নুল-আবেদিন আবদুল কালাম।

১৫ অক্টোবর ১৯৩১। জন্মগ্রহন করেন
রামেশ্বরম, রামনাথস্বামী জেলা, মাদ্রাজ ।

মিসাইল ম্যান নামে খ্যাত ভারতের সাবেক ১১তম রাষ্ট্রপতি বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম। ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ নামে পরিচিত এ পি জে আবদুল কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ভারতের প্রায় সবকটি বেসামরিক সম্মাননা পেয়েছেন। পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’ এবং ‘ভারতরত্ন’ সম্মাননা পেয়েছেন।
মিসাইল ম্যান আবদুল কালাম তার ৮৪ বছরের জীবনে অর্জিত অভিজ্ঞতা থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বানী।

" স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা তোমায় ঘুমোতে দেয় না।"

"প্রশংসা করতে হবে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে।"

"উৎকর্ষতা একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।"


৪.মেসুত ওজিল

জন্ম অক্টোবর ১৯৮৮ একজন জার্মান ফুটবলার ।
২০১০ ফিফা বিশ্বকাপের পারফর্মেন্সের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন এবং গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়, যা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেয়া হয়।
ওজিল তার সহজসুলভ খেলার ধরন ও তাৎক্ষনিক চতুরতা জন্যে পরিচিত।



৫.দিদিয়ের দেশম-

ফুটবল ইতিহাসে তৃতীয় ব্যক্তি হিসেবে খেলোয়াড় এবং কোচ হিসেবে জিতলেন বিশ্বকাপ শিরোপা।
১৯৯৮ বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স জিতেছিল প্রথম শিরোপা। সেসময় দিদিয়ের দেশম ছিলেন দলটির অধিনায়ক। দুই দশক পর ২০১৮ তে ফরাসিদের হাতে যখন দ্বিতীয় শিরোপা ওঠেছে তখন দেশম হলেন দলটির কোচ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.