নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু করার আগে এখন অনেকবার চিন্তা করি।

সংগ্রাম করে বেঁচে আছি, সামনে সংগ্রাম দেখছি।

গান পাগল মন

অনেক হার দেখার পর কিছু সংকল্প থাকে জেতার। অনেক হারার পর হারানোর কিছু থাকে না, তখন জয় ছাড়া আর কিছু বাকি থাকে না। আমি সেই পথের পথিক।

গান পাগল মন › বিস্তারিত পোস্টঃ

একজন বামের বাম ব্যবচ্ছেদ-২

১১ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:০৫

একজন বামের বাম ব্যবচ্ছেদ



লেলিন-মার্ক্স, স্ট্যালিন, মাও ইনারাই হলেন বাম্পন্থিদের ধ্বজাধারী মহাপুরুষ নবী। তাদের ছাড়া টিটো, কাস্ট্রো আর চে'র নামই জানা আছে। আচ্ছা কেউ কি বলতে পারেন সমাজতন্ত্রের নাম নিশানা কই আছে? চীনের অর্থনীতি কি অর্থনীতি? উত্তর কোরিয়ার ক্ষমতা আর অর্থনীতি কেমন আর ভিয়েতনামের বর্তমান অর্থনীতি?



উত্তর আমিই দিচ্ছি। চীনে এখন কমিউনিস্ট সরকারের অধীনে মুক্তবাজার অর্থনীতি চলছে। মুক্তবাজার অর্থনীতি মানে পুঁজিবাদ। আর লেলিনের বক্তব্য অনুযায়ী পুঁজিবাদই নাকি সাম্রাজ্যবাদের সর্বোচ্চ ধাপ! তাহলে চীনে সমাজতন্ত্র অথবা কমিউনিজম কোথায় থাকল? চীনের অনেক কোম্পানি বেসরকারিকরন হয়েছে, বিদেশি বিনিয়োগ হয়েছে। বিদেশি বিনিয়োগের ফলেই চীনে সনি হোন্ডা নামের পুঁজিবাদী কোম্পানিগুলো সেখানে কারখানা স্থাপন করেছে। চীন আমার দেখি কমিউনিস্ট দেশ।



উত্তর কোরিয়ার মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতাই নেই। তারা ঠিকমত মোবাইল আর টেলিফোন ব্যবহার করতে পারে না। তাদের দেশে সেনাবাহিনী যা আছে। তাও সেনাবাহিনী চালানোর সামর্থ্য নেই। উত্তর কোরিয়ার সুপ্রিম লিডারের নাম কিম জং উল। তিনি আবার সাবেক প্রেসিডেন্ট কিন জং ইলের ছেলে। কমিউনিজমে জানি পার্টির নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দেয়া হয়। এখানে দেখি রাজপরিবারতন্ত্র!!! কিউবাতেও দেখি ফিডেল কাস্ট্রর ভাই রাউল কাস্ট্রো ক্ষমতায়। রাজপরিবারতন্ত্রের বাইরে কেউ না আমরা। উত্তর কোরিয়ার জিডিপি মাত্র ৪৫ বিলিয়ন ডলার যেখানে দক্ষিন কোরিয়ার ১.৫৬ ট্রিলিয়ন ডলার! আমার মনে হয় এই হিসাব পশ্চিমের ষড়যন্ত্র!



ভিয়েতনামের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে দুর্বল অর্থনীতি আর তাদের মুদ্রার দাম সবচেয়ে কম। সোভিয়েতের সহযোগিতায় পৃথিবীর প্রতিযোগিতায় কোনোরকম টিকে গেলেও এখন অবস্থা দেখাই যাচ্ছে।



সোভিয়েতে স্ত্যালিনের এক নায়ক শাসন ভুলে গেছেন? উত্তরঃ উহা সহি সমাজতন্ত্র নয়। চীনের পুঁজিবাদী সমাজতন্ত্র মিথ্যা? উত্তরঃ উহা সহি সমাজতন্ত্র নয়। ভিয়েতনাম আর কোরিয়া? উত্তরঃ উহা সহি সমাজতন্ত্র নয়। কিউবায় আর কোরিয়ায় পরিবারতন্ত্র? উত্তরঃ উহা সহি সমাজতন্ত্র নয়। আসলে সহি সমাজতন্ত্র আপনারাই বুঝেন। সমাজতন্ত্রে কোনো এলিট শ্রেনি থাকে না। কেউ ক্ষমতার অপব্যবহার করে না আর কেউ একনায়ক হয় না। পার্টির সাথে সবাই যুক্ত থাকে বেশি হল শিক্ষিত তাই পরিবারতন্ত্র য় না। যা করে পুঁজিবাদীরাই। সমাজতন্ত্র ফেরেস্তার মতো।



লেলিন বলেছেন, সশস্ত্র বিপ্লব ছাড়া সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না। মাও গেরিলা পদ্ধতি ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত। আর মার্ক্স বলেছেন, "socialism will never last without genocide to keep from having a revolution." মার্ক্সকে বলা হয় "Karl Marx the father of racial genocide." তারই ধারাবাহিকতায় রাশিয়ান গৃহযুদ্ধে, এরপর স্ত্যালিন, এরপর টিটো, এরপর রাশিয়া পূর্ব ইউরোপে, এরপর চীনে ১৯৮৯ সালের তিয়েনআনমেন স্কোয়ারে, এরপর খেমার রুজের শাসন আমলে গনহত্যা। নাহ উহা সহি সমাজতন্ত্র কমিউনিজম না। তাহলে সহি কমিউনিজমের সাথে পরিচয় করাবেন কি?

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:২১

বিবিবাঁধন বলেছেন: Good1

১১ ই অক্টোবর, ২০১২ ভোর ৬:২৮

গান পাগল মন বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ৭:২৬

ঘুমন্ত আমি বলেছেন: অসাধারন লেখা ।

১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১

গান পাগল মন বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৪০

কনিফউজড_েনিটেজন বলেছেন: গাধা কি আর গাছে ধরে ?
সামহোয়্যার ইন ব্লগে ধরে!
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:৫১

গান পাগল মন বলেছেন: গাধা না কয়া কাউন্টার পোষ্ট দেন, নাইলে নিজেই গাধায় রুপান্তরিত হন :D :D :D :D :D :D :D :D :D :D

৪| ১১ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৬

কনিফউজড_েনিটেজন বলেছেন: ভাই,
একে আমি অলস মানুষ, এত লিখতে ভাল লাগে না।

দুই, আপনার এই বোকা বোকা পোস্টে এমন কোনই সারবস্তু নাই যে এইটা কোন কাউন্টার পোষ্ট দাবি করে।

তিন, ঘটনাচক্র দিয়ে কোন দার্শনিক চিন্তাকে মোকাবেলা করার চেষ্টা খুবই হাল্কা ( shallow)।

চার, preconceived mind থেকে কোন কিছু ব্যাখ্যা করার চেষ্টা বাতুলতা।

পাঁচ, তথাকথিত সমাজতন্ত্রকে ব্যাখ্যা করতে হলে আর্থসামাজিক দৃষ্টিকোণকে সর্বাগ্রে স্থান দিতে হবে। রাজনৈতিক দৃষ্টিকোণ নয়।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.