নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shanto JailBird

স্বাধীন পাখি

~<>~ ~<>~ ~<>~ এমন যদি হতো, আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ..........

স্বাধীন পাখি › বিস্তারিত পোস্টঃ

ঢেঁকি স্বর্গে গেলেও....

০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৩

ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে! স্বাধীন পাখিরও তেমনি ঘুরার অনেক শখ! একেকটা জায়গা ঘুরে এসে একেক রকম অনুভুতি, ভালোলাগা, মন্দ লাগা, অবাক হওয়া.......



বছরের শুরুতে সিঙ্গাপুর গিয়ে অনেক মজা করে আসলাম। দেশটা অনেক সুন্দর। সবচে ভালো লেগেছে নিরাপত্তা। অনেক রাত অবধি রাস্তায় ঘুরেছি । কোনো প্রবলেম হয়নি। মজার বেপার হলো কোনো ট্যাক্সি ড্রাইভার বলেনি যে যাবেনা অথবা মিটার থেকে ভাড়া বাড়িয়ে দিতে হবে হাহাহা :P



ইন্ডিয়ান, চাইনিস, থাই অনেক দেশী রেস্টুরেন্ট এ তো অনেক খেলাম। একদিন ভাবলাম না আজ বাঙালি রেস্টুরেন্ট এ খাবো। বিদেশে এসে দেশী রেস্টুরেন্ট এ খাবার!



ফ্রেশ হতে গেলাম!!! অপরিচ্ছন্ন আর কল থেকে পানি পড়া দেখে ভুলেই গেলাম যে আমি বিদেশে আছি। কত যত্ন করে আমাদের ঐতিহ্য ধরে রেখেছে। বেয়ারা খাবার দিয়ে গেল। খাবার আগে দেখছি আর ভাবছি খাব কিনা । বেশিক্ষণ ভাবতে হলনা। একটা লোক আমাকে বলে একটু উঠে দাড়াতে কারণ ও ঝাড়ু দিচ্ছে !!!! শখ মিটে গেসে বাবা। অন্য রেস্টুরেন্ট এ চল।

অন্য দেশের রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতার সময় শাটার বন্ধ করে রাখে। বাঙালি বলে কথা!!!



লোকাল বসে উঠলাম। অনেক লোক দাড়িয়েও আছে। কিন্তু কেউ আমাকে পা মাড়িয়ে গেলনা। ধাক্কাও দিলনা । ভাড়া নেবার আলাদা লোকও নাই। ড্রাইভার এ মেইনটেইন করছে সব।



আর কইতে পারুমনা। খালি খালি অগো সুনাম আর নিজের বদনামি করুম কেন???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.