নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shanto JailBird

স্বাধীন পাখি

~<>~ ~<>~ ~<>~ এমন যদি হতো, আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ..........

স্বাধীন পাখি › বিস্তারিত পোস্টঃ

কারে কিবা বলি

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

বাসে ৯টি সিট সংরক্ষিত। মহিলা, প্রতিবন্ধি ও শিশুর জন্য!

প্রায় বলতে শুনি "মহিলারা পুরুষদের সিটে বসে আছে কেন? মহিলার সিটে বসলে সমস্যা? মহিলাদের জন্য আলাদা সিট কেন? আমরা পয়সা দিয়ে যাইনা?" ইত্যাদি......

তাদের জন্য বলি.....
মহিলা, প্রতিবন্ধি ও শিশুরা ওই সংরক্ষিত আসনেই বসতে পারবে আর কোথাও বসতে পারবেনা ব্যাপারটা কিন্তু এটা না। তারা যে কোন সিটেই বসতে পারবে....
কিন্তু আপনি আর আমি যদি এই তিন শ্রেনিতে না পড়ি তাহলে বসতে পারবোনা। এটা মনুষ্যত্ব! এটা তাদের অধিকার!!!
যারা বলেন। বাবা দিবস, মা দিবস, ভালবাসা দিবস, জন্মদিবস, মৃত্যুদিবস এতকিছু কেন?

তাদের জন্য বলি.....
আপনি অন্যদিনেও অনুভুতি প্রকাশ করতে পারেন! দিবসটা এই জন্য যে, একটা দিনে বিশেষ ভাবে অনুভুতি প্রকাশ করা। একটা দিন সেই অনুভুতির প্রতি উত্সর্গ করা।
অনেক জ্ঞানের কথা বললাম। কথাটা আসলে মহিলা, শিশু বা প্রতিবন্ধীদের জন্য বলিনি। আমার মা, আমার বোন, আমার পরিবার পরিজন তথা মানুষের জন্য বলেছি। চাইলেই সব কিছু একটু পেঁচিয়ে চিন্তা করতে পারি। চাইলেই এই লেখা থেকে ১০ টা খুঁত ধরতে পারি।

তাদের জন্য বলি......
"সহজ মানুষ, ভজে দেখনা'রে মন দিব্য জ্ঞানে
পাবি'রে অমূল্য নিধি বর্তমানে।
ভজো মানুষের চরণ দুটি নিত্যবস্তু হবে খাঁটি
মরিলে সব হবে মাটি ত্বরায় এই ভেদ লও জেনে"

‪#‎_ভালবাসা_বেঁচে_থাকুক‬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.