নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

সোভিয়েতস্কি কৌতুকভ" - ১ম পর্ব (আর্মেনিয়ার বেতারের উত্তরমালা)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫



ব্যক্তিগত জীবনে আমি খুব একটা রসিক নই । নই কৌতুক বলিয়ে মাঠ মাতিয়ে দেওয়া কোন সেন্স অফ হিউমার সমৃদ্ধ কোন মানব । তবে যেটা আমি পারি সেটা হল - কৌতুক শুনে মুগ্ধ চোখে হাসতে পারি । এই লিখটাও কৌতুক সংক্রান্ত । তবে বাংলা কৌতুক নয় পিওর রাশান কৌতুক। তবে একে ঠিক রাশান না বলে সোভিয়েত কৌতুক বললেই বোধ হয় ভালো হয় - কারণ এই বিখ্যাত কৌতুকগুলো সোভিয়েত ইউনিয়নের ৭৫ বছরে (১৯১৭-১৯৯১) রচিত হয়েছে । নিচে কিছু দুষ্টুমি ভরা সোভিয়েত কৌতুক দিবার আগে এই ভূমিকা পরও কিছু ভূমিকা দেওয়া আবশ্যক । ।



এই সময়ে যে পরিমাণ কৌতুক রচিত হয়েছে তা বোধ অন্য কোন দেশে হয়নি । বিশেষ করে সোভিয়েতবাসীরা ব্যঙ্গ রচনাগুলো আর্ট পর্যায়ে তুলে ফেলেছিলো । সোভিয়েত পরবর্তীতে এক ইংরেজ সাংবাদিক এক রাশান সাংবাদিক ফারকাশকে তাদের বর্তমান কালের নিম্ন মানের কৌতুকের কারণ জিজ্ঞাস করলে সাংবাদিকটির উত্তর সহজ ছিলো। - কৌতুক রচনা বা পরিবেশনের দায়ে কারো যদি হাজতবাসের চান্স থাকে সেক্ষেত্রে কৌতুক হয় আরো সূক্ষ ও ব্যঙ্গাত্মক । ফারকাশ অতিরঞ্জিত কিছু বলেননি । ষ্টালিন কৌতুক রচনা বা বলার জন্য লোকজনকে কারাগার বা শ্রম শিবিরে সোজা পাঠিয়ে দিতেন , এই ধারা ক্রুশ্চেভ ও ব্রঝনেভ নিজেরাও জিইয়ে রেখেছিলেন বহুদিন । এত কঠিন সংকটের মাঝে সোভিয়েতবাসীরা আপন করে নিয়েছিল দুটো জিনিসকে - ভদকা ও কৌতুক (মোস্টলি এডাল্ট) । হয়তো এই কারনে এদের মদ ও কৌতুক দুটোই ছিলো খুব উচ্চমানের, ক্ষেত্র বিশেষে অশ্লীল্ও (দৃষ্টিভঙ্গির বিচারে) , কঠিন বাস্তবকে তারা কৌতুকে উডিয়ে দিয়েছে । সে যাইহোক লেকচার শেষ , আমি চেষ্টা করেছি সেরা কৌতুকগুলো দিতে , এখন আস্বাদন করুন বাচাই করা কিছু পিউর সোভিয়েত কৌতুক । যা অনেকাংশে আমাদের সাথেও মিলে । যাকে বলে "সোভিয়েতস্কি কৌতুকভ" আজ দিবো তার ১ম পর্ব -



একবাৱ আর্মেনিয়ার এক বেতার কেন্দ্র থেকে একটি বিখ্যাত রসিকতার প্রচার হয় - পুজিঁবাদী সমাজে মানুষ শোষণ কৱে মানুষকে আৱ সমাজতান্ত্রিক সমাজে ঘটে ঠিক এৰ উল্টো না । কি বুঝলেন ? অর্থ্যাত্‍ যে লাউ সে কদু । এই ছোট তবে অসাধারণ একটা ৱসিকতাটি সবাইকে খুব আনন্দ দেয় । ব্যাপারটা খেয়াল করে ঐ বেতার কেন্দ্রটি একটি কৌতুক সিরিজ শুৱু কৱে । ইতিহাস যাকে চিনে আর্মেনিয়া বেতারের উত্তরমালা নামে । নিচে সাধাৱণ মানুষের জন্য বোধগম্য কিছু কৌতুক দেওয়া হল -

১। - সোভিয়েত স্টাইলে নির্বাচন শুরু হয়েছে কবে থেকে ?
- যেদিন ইভকে সৃষ্টি করে আদমকে বলেছিলো, স্ত্রী বেছে নাও।
২। - কুত্সিত কিন্তু বিশ্বস্ত স্ত্রী এবং সুন্দরী কিন্তু অবিশ্বস্ত স্ত্রী , কোনটি ভালো ?
- একা একা বিষ্টা খাওয়ার চেয়ে সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো । :p
৩।- আন্তঃসত্ত্বা বালিকা বলতে কি বোঝাও ?
- রসজ্ঞানহীন মেয়ে , একটু ঠাট্টা করলেই যে ফুলে বসে থাকে । ;)
৪। -কোন মেয়ে কি ছেলেকে লাখপতি বানাতে পারে ?
- পারে , পুরুষটি যদি কোটিপতি হয় ;)
৫। -ধূমপান ত্যাগ করার উপায় কি ?
- সিগারেট খাবার ইচ্ছে হলে সিগারেটের দুপ্রান্তেই আগুন ধরাতে হবে ।
৬। -বেতন কি ?
- বেতন হলো মেয়েদের ঋতুস্রাবের মতো । অপেক্ষা করতে হয় সারাটি মাস , তারপর ৩ দিনেই শেষ।
৭। -১৯৬৪ সালটি কেমন হবে ?
- মাঝারি রকমের , ১৯৬৩ -র চেয়ে খারাপ , তবে ১৯৬৫-র চেয়ে ভালো ।
৮। কমিউনিজমের প্রতিষ্ঠাতা মার্কস , এঙ্গেলস এবং লেলিনকে কি বিজ্ঞানী বলে বিবেচনা করা যায় ?
- না , কারণ সত্যকারের বিজ্ঞানীরা যে কোন কিছু আগে পরীক্ষা করেন গিনিপিগের ওপরে
৯। কমিউনিজমের সময় কি প্রেম থাকবে ?
-ওই সময় যেহেতু টাকা থাকবে না , তাই প্রেমও থাকবে না ।
১০। - আদম কি পরনারীতে গমন করতেন ?
- না , কারণ সুযোগ ছিলো না । তবু সন্দেহ প্রবণ ইভ প্রতিদিন আদমের পাঁজরে হাড় গুনে দেখতেন।
১১। -বস ও অধীনস্থ কর্মচারীর মত বিনিময় বলতে তুমি কি বুঝো ?
- অধীনস্থ কর্মচারী বসের ঘরে ঢোকে নিজের মত নিয়ে এবং বেরিয়ে আসে বসের মত নিয়ে।
১৩। -সোভিয়েত নাগরিক কি নির্ভয়ে তার মতামত প্রকাশ করতে পারে ?
- অবশ্যই পারে , চিরতরে যদি বিদেশ চলে গেলে ।
১৪। - আচ্ছা হাত ঘামলে গন্ধ হয় না , পা ঘামলে এত গন্ধ কেন হয়
- আৱে বেটা হাত কোথা থেকে গজিয়েছে আৱ পা কোথা থেকে গজিয়েছে এটা খেয়াল কৱ ।
১৫। - মুয়গীৱ স্তন নেই কেন ?
- কাৱণ মোৱগেৱ হাত নেই
১৬। - একটি দৈনিক পত্ৰিকা দিয়ে কি হাতি মোহানো সম্ভব
- কেন নয় ? যদি না পত্রিকায় ছাপা থাকে ক্রুশ্চেভেৱ (তৎকালীন প্রেসিডেন্ট)বক্তৃতা
১৭। - দেশেৱ মাংসেৱ এত আকাল পড়েছে কেন ?
- কাৱণ এই দেশেৱ ভেড়াগুলো মেতে আছে বিজ্ঞান নিয়ে , গাভীগুলো আমাদেৱ জেনাৱেলদেৱ স্ত্রী হয়ে গেছে , র্ষাড়গুলো খেলাধুলায় মত্ত , পাটিঁ এবং সৱকাৱেৱ বড়ো বড়ো পদগুলো দখল কৱে ৱেখেছে শুয়োৱগুলো , আৱ এই সব দেখে মুৰগীগুলো হাসতে হাসতে মৱে গেছে ।
১৮। - বহুবিবাহেয় খাৱাপ দিকটা কি ?
- বহু শাশুড়িৱ ব্যপাৱটা
১৯। - শাশুড়িৱ ওপৱে বাঘ র্ঝাপিয়ে পড়লে কী কৱা উচিত ?
- নিজে র্ঝাপিয়ে পড়েছে , নিজেই বুঝুক ঠ্যালা
২০। - শাশুড়িৱ জন্মদিনে গত বছৱ চেয়াৱ দিলে এই বছৱ কি দেয়া উচিত ?
- চেয়াৱে ইলেকট্ৰিসিটি দেয়ায় ব্যবস্থা কৱা
২১। - পৃথিবীতে সবচেয়ে সুখী কে ?
- মোৱগ , কাৱণ তাৱ স্ত্রী অনেক হলেও শাশুড়ি একজনও নেই
২২। - শাশুড়িকে সমুদ্রে ডুবিয়ে মাৱলে জামাইয়েৱ কী শাস্তি কৱা উচিত ?
- সমুদ্রেৱ পানি দূষিত কৱে পাৱিবেশ দূষণেৱ দায়ে বড়ো অঙ্কেৱ একটি জৱিমানা তাকে দিতে হবে ।

বেশি টানবো না আজ আর্মেনিয়ার বেতার কেন্দ্রের উত্তরমালার সমাপ্তি ।
কালকে সোভিয়েত আর্মি নিয়ে কিছু বিখ্যাত রসিকতা দেওয়া হবে । আপাতত ভূমিকাটা দিলাম ।

মার্চ কৱতে কৱতে তাদেৱ মগজ নিচে নামতে থাকে এবং একসময় হাঁটুতে এসে পৌছায় - সাময়িক বাহিনী সর্ম্পকে এমন অতিৱঞ্জিত কথা পৃথিবীৱ প্রায় সব দেশেও প্রচলিত । সোভিয়েত ইউনিয়নও এৱ ব্যতিক্রম ছিলো না । সে দেশে প্রচলিত কৌতুকগুলোৱ সামৱিক বাহনীৱ অফিসাৱদেৱ অতি নিম্নমানেৱ বুদ্ধিবৃত্তিৱ মানুষ হিসেবে চিহ্নিত কৱা হয় । কৌতুক কৌতুকই , এসবকে আক্ষৱিকভাবে সত্য বলে গণ্য কৱাটা নির্বুদ্ধিতাৱ কাজ হবে ।

তথ্যসুত্র......
সোভিয়েতস্কি কৌতুকভ" - মাসুদ মাহমুদ

মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

মুসাফির নামা বলেছেন: চমৎকার।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

নেয়ামুল নাহিদ বলেছেন: :D ;) :(( ভালো লেগেছে খুব।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

বিজন রয় বলেছেন: ভাল কালেকশান।
+++

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :) :)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৭

হাসান মাহবুব বলেছেন: বইটা সংগ্রহে ছিলো। খুব আনন্দ পেয়েছিলাম পড়ে। আমিও পোস্ট করেছিলাম।

লেখকের না মাসুদ মাহবুব নয়, মাসুদ মাহমুদ।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ । শুধরে নিবো :) :)

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

রাজসোহান বলেছেন: হাহাহা, হিউমারাস! :D

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :) :)

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! বেশ!!

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: :) :) :)

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৩

সায়ান তানভি বলেছেন: সোভিয়েত কৌতুক জগৎ খ্যাত। ধন্যবাদ পোস্টের জন্য।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: :) :) :) ধন্যবাদ

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

পলক শাহরিয়ার বলেছেন: পার্ল পাবলিকেশন্স থেকে রুশরস নামে এই লেখকের একটা বই প্রকাশিত হয়েছে। নাম ছাড়া কনটেন্ট তো সেম মনে হচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫১

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আমি আসলে ঠিক বলতে পারছি না খোজ নিতে হবে :)

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: দারুণ!! :)

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :) :)

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৬

প্রবঞ্চিত যুবক বলেছেন: খুব হাসলাম। আমাদের দেশেও কিন্তু কম নেই।।।

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ভাবছি । সংরক্ষন করতে হবে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.