![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পসিটিভ স্কুলের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশ এ পসিটিভ মানসিকতা ছড়িয়ে দিতে চাই। বিজ্ঞান এবং পসিটিভ সাইকোলজির জ্ঞানের সাহায্যে, আমরা বাংলাদেশিদের উন্নত মানের সেবা বিলিয়ে দিতে চাই। আধুনিক, বিজ্ঞানসম্মত কিন্তু সেই সাথে আকর্ষণীয় পসিটিভ কনটেন্ট এর মাধ্যমে তরুন বাংলাদেশিদের মানসিক, সামাজিক, এবং শারীরিক উৎকর্ষতা বাড়াতে চাই।
যদি তোমার মনে হয় তুমি সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এখানে কিছু ভিডিও শেয়ার করছি সেগুলো তোমাকে সেই কঠিন সময় গুলো পার করতে সাহায্য করতে পারে। একবার দেখো, দরকার হলে বারবার দেখো।
জীবনটা মাঝে মাঝে অনেক কঠিন লাগে। মাঝে মাঝে কিছুদিন এমন বাজে সময় আসে যে মনে হয় আর পারছি না।
জীবনের কিছু সময় এমন অন্ধকার মনে হবে। অনেক চেষ্টা করছো তারপরেও হচ্ছে না। যেসব কাজ করতে মনোবল লাগে, লেগে থাকতে হয়, কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, ঠিক তেমন সব কাজ দিনের পর দিন করে যাচ্ছ। সবটুকু নিংড়ে দিচ্ছো।
এমন সব মুহুর্তে একটু ভরসা পেতে, নিজের মধ্যে ঢুকতে হয় প্রেরণার আলোর সন্ধান পেতে। সেই কঠিন সময়টুকু পার করার জন্য একটু সাহায্য লাগে। মেডিটেশন এই সাহায্য করতে পারে কিন্তু কখনও কখনও, অবস্থা এমন কঠিন লাগতে থাকে যে, শুধু নিজের ভেতরে খুঁজে খালি হাতে ফিরে আসতে হয়।
এই পোস্টটি সেই কঠিন সময় টুকুর জন্য। প্রেরণার আলোটা সারাদিনের জন্য জালিয়ে দেবার জন্য। যদি তোমার মনে হয় তুমি সেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, এখানে কিছু ভিডিও শেয়ার করছি সেগুলো তোমাকে সেই কঠিন সময় গুলো পার করতে সাহায্য করতে পারে।
একবার দেখো, দরকার হলে বারবার দেখো।
যে হাল ছেড়ে দিসে, আর যে যুদ্ধে জয়ী হচ্ছে, তাদের মধ্যে পার্থক্য একটাই, সে প্রতিদিন চেষ্টা করছে।
মনে করে দেখো তুমি এতদিন কত বাঁধা পেরিয়েছো। সেগুলো বৃথা যেতে দিবে? (১ঃ৪০ মিনিট)
রাতারাতি সাফল্য বলে কিছু নাই।
গোঁয়ার হও। জিদ দেখাও। অবিচল থাকো। (৭ঃ৪৯ মিনিট)
লড়াই করো প্রতিটা মুহূর্তের জন্যে, প্রতিটা পদক্ষেপে।
তোমার জন্য, তোমার পরিবারের জন্য, সবার জন্য। (৪ঃ৪৪ মিনিট)
যখন তোমার মন বলে তুমি সবটুকু দিয়ে দিসো, আর পারছো না, তখন কিন্তু আসলে মাত্র ৪০% দিসো।
সত্যিই আর পারছো না? আবার ভেবে দেখো। (৪ঃ১২ মিনিট)
ছুতা, টাল বাহানা, এইগুলা যারা পারেনা তাদের কৌশল।
এক্সকিউস দেখানো বন্ধ করো, কমপ্লেইন করা বন্ধ করো, সামনে আগাতে চাইলে। (১৯ঃ১১ মিনিট)
তুমি যে কাজটি করছো, এইজন্য করছো না যে তোমার কাজটা সহজ, তুমি করছো কারন তোমার কাজটা কঠিন।
ইম্পসিবল কাজের জন্যই তুমি নিজেকে তৈরি করছো। (৩ঃ৪৫ মিনিট)
লেখাটি প্রথম প্রকাশিত হয় পসিটিভ স্কুলে। তোমার কঠিন সময়ের কথা কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের চিঠিতে জানাতে পারো। এরকম আরো পসিটিভ স্কুলের গল্প পড়তে পারো অথবা ভিডিও দেখতে পারো।
শুরু হোক তোমার positively awesome হবার পথচলা।
©somewhere in net ltd.