নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছায় অনিচ্ছায় ফুটে থাকা ফুল!

শাপলা নেফারতিথী

শাপলা নেফারতিথী › বিস্তারিত পোস্টঃ

'' শুভ্র আঁধার ''

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০

আঁধারের একটা মায়াময় রূপ আছে, নিতান্তই সাদামাটা।

হাজার মুগ্ধতায় জড়ানো নিবিড়তা,

যা তার একান্তই নিজের।

ঠিক শীতের রাতে ঘুটঘুটে অন্ধকারের মাঝে ভাসা সাদা মেঘ।।

একবার ঘর ছাড়লে আর সে ঘরে ফিরতে ইচ্ছে হয় না।

ঝি ঝি পোকার ডাক, মাঝে মাঝে দু-একটা পাখির নিঃশব্দে উড়ে যাওয়া।

ওই অখল চাঁদটার কাছে সমস্ত পৃথিবী তখন ঋণী হয়ে থাকে।।

তুমি জাননা মাহাতাব,, আজকের এই রাতটার ভীষণ রকমের অপেক্ষায়

ছিলাম আমি!!

চাঁদের এই নিষ্কলঙ্ক হাসিতে ভরে রবে আমার সমস্ত উঠোন

দখিণা বাতাসে ভেসে আসবে হাস্নাহেনার সুবাস।

চোখের কোণে ভেজা অঞ্জন শুকিয়ে গেলে তুমি বুঝে নিও

আজ কৃষ্ণপক্ষের শেষ তিথি...

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ব্বাহ !!

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১০

শাপলা নেফারতিথী বলেছেন: ..!!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২

মাহবু১৫৪ বলেছেন: +++++++++

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১১

শাপলা নেফারতিথী বলেছেন: অনেক ধন্যবাদ ...

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অখল শব্দটা কি আমার জানা নেই। তাই ডিকসনারী খুঁজে অখিল একটা শব্দ পাওয়া গেল যার অর্থ গোটা বা সমস্ত। যেমন অখিল বিশ্ব। একই ভাবে সুভাস শব্দটি দেখেছি কোথায় জানি, এর অর্থ খুঁজতে গিয়ে তিনটি শব্দ পেলাম। সুবাস, সুভাষ, আর সুভাস। সুভাস অর্থ উজ্জ্বল, সুভাষ মানে যার ভাষা মিষ্টি বা মিষ্টিভাষী আর সুবাস মানে সুগন্ধ। এখানে আমি সুবাস ধরেই পড়লাম। ভালো লাগলো। পুরো কবিতায় প্রচ্ছন্ন অনুরাগের সুর বেজে উঠেছে। সাথে শেষ দু'লাইনে যা বলা হলো তা যেন একটা অন্তিমতার ইঙ্গিত।

ভালো থাকবেন, সব সময়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২২

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
অখল মানে ছলনা শূন্য, সরল। সুভাস নাহয়ে এইটা সুবাস ই হবে। আমার লেখায় সমস্যা হইছে।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭

খেয়া ঘাট বলেছেন: বড়ই দুঃখমাখা কবিতা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

শাপলা নেফারতিথী বলেছেন: তা তো কিছুটা থাকবেই ।।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর কবিতা ++++

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১২

শাপলা নেফারতিথী বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

শাপলা নেফারতিথী বলেছেন: :)

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫

শাপলা নেফারতিথী বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন...

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: তোমার লেখাটা অনেক সুন্দর হইছে। বিশেষ করে এই কথাগুলো:
চাঁদের এই নিষ্কলঙ্ক হাসিতে ভরে রবে আমার সমস্ত উঠোন
দখিণা বাতাসে ভেসে আসবে হাস্নাহেনার সুবাস।
চোখের কোণে ভেজা অঞ্জন শুকিয়ে গেলে তুমি বুঝে নিও
আজ কৃষ্ণপক্ষের শেষ তিথি..

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

শাপলা নেফারতিথী বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমাকে 'তুমি' করে বল্লেন যে??

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আপনি দারুন লিখেন।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৭

শাপলা নেফারতিথী বলেছেন: একটু বেশি হয়ে গেল না?

৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।

শব্দটা অখিল হবে মনে হচ্ছে। আর অখল শব্দটা আপনি তৈরি করলেও এর মানে কবিতাটায় অর্থবোধক হয় না।

শুভকামনা থাকলো।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

শাপলা নেফারতিথী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
শব্দটা অখল ই হবে। সরল আর সমস্ত কি একই অর্থ প্রকাশ করে? আর অখল শব্দটা আমি তৈরি করিনি, অভিধান থেকে নেয়া। আমার কিন্তু মনে হচ্ছে না এই শব্দ চয়নে আমি খুব বেশি ভুল করে ফেলেছি। আশা করি ভবিষ্যতে ভুল ত্রুটি গুলো কবিতায় খুব একটা পাবেন না। ভালো থাকুন...

১০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অখল = গোটা, সমস্ত, সমগ্র। আর = অ + খল = অখল হলে মানে দাঁড়ায় কপট নয় এমন। অথবা খামার নয় এমন, অথবা ভিলেন নয় এমন।

শুভকামনা রইল।

১১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
*অখিল = গোটা, সমস্ত, সমগ্র

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৯

শাপলা নেফারতিথী বলেছেন: "গোটা, সমস্ত, সমগ্র" আমি অখল দ্বারা এই তিনটার কোনটাই বুঝাতে চাইনি. অখল আর অখিল এর মধ্যে পার্থক্য আছে.
শুভেচ্ছা রইলো ভালো থাকুন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.