নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়দুল ইসলাম রোকন

জুবায়দুল ইসলাম রোকন › বিস্তারিত পোস্টঃ

জীবন গল্প ( হাসপাতালের বেডে শুয়ে আমার ফেবু স্ট্যাটাস)

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৯

25 December 2013.

Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR



৫ম দিনের মত হাসপাতালের সবাই ঘুমের আয়োজন

করছে।আমিও অনেক আয়োজন করেই ঘুমের

চেষ্টা করছি।ব্যথার ইনজেকশন, ঘুমের ঔষধ আরও অনেক

কিছু। তারপরও হয়তো গত চার রাতের মত নির্ঘুম রাতই

কাটাতে হবে।





27 December 2013 ·

Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR



৭ম দিনের মাথায়ই পরিচিত মুখগুলো কেমন যেন

ফ্যাকাসে হয়ে যাচ্ছে। বাস্তবতার তাগিদে সবাই

যার যার কাজে ছুটছে।সবারই সমস্যা বাড়ছে।এটাই

নিয়তি,এটাই বাস্তবতা। তাই আমিও বাস্তবতার

সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি। কিন্তু খুব

কষ্ট হয়।

বাস্তবতা বড় কঠিন .....





30 December 2013

Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology

and Orthopaedic Rehabilitation - NITOR



আমার মনে হয় না অন্যের উপর নির্ভরশীলতার

চেয়ে কষ্টকর কিছু আছে।সারাজীবন অন্যের উপর

নির্ভরশীলতা এড়িয়ে চলার চেষ্টা করেছি।

পরীক্ষা হল থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত

নিজে যা পেরেছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকার

চেষ্টা করেছি ।কারো কাছে হাত পাতা ; অনুনয়

বিনয় করে কিছু আদায় করা আমার

চিন্তা শক্তিতে কাজ করতো না।

কিন্তু আজ আমি পুরোপুরি অন্যের উপর নির্ভরশীল।

কি যে কষ্ট তা কাউকে বলে বোঝানো যাবেনা।

বিশেষ করে খুব আপনজন যখন তাদের

ব্যবহারে বাস্তবতাকে কঠিনভাবে বুঝিয়ে দেয়

তখন মুখে আর কোন ভাষা থাকেনা !! কোন

সান্তনাই কাজে আসেনা !!!





Jubaidul Islam Rukon. Sunday at 16:20 ·



"কবে ছুটি হবে, কবে বাড়ী যাবো!!!"

হাসপাতালে আর মন টিকছে না।বাড়ী যেতে খুব

মন চাচ্ছে! খুব হাটতে ইচ্ছা করছে!

হেটে জামতলী যাওয়া, বেলাল ভাইয়ের

দোকানে আড্ডা,আমার স্কুল, আমার দোকান সব কিছু

খুব খুব খুব মিস করছি।আমি বাড়ী যেতে চাই,

বাড়ী যেতে চাই..... — at National Institute Of

Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR.



Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR



মানুষই মনে হয় সবচেয়ে সহনশীল জীব। ১০ম দিনের

মাথায়ই হাসপাতালের পরিবেশের সাথে মনে হয়

এডজাস্ট হয়ে গেছি। হয়তো দীর্ঘদিন

থাকতে হবে বলে এডজাস্ট করতে বাধ্য হয়েছি।

আজ রাত নিয়ে অনেক প্ল্যান ছিল।শিমুল, ফিরোজ,

ফারুক, বেলাল ভাই, জুয়েল আরো অনেকে।

মিউজিক হত, পিকনিক আরো কত কি।

হাসপাতালের পাশে থার্টি ফার্স্ট

পার্টি হচ্ছে।সবাইকে খুব মিস করছি।

কাল আমার স্কুলের উদ্বোধনি!!!অনেক আয়োজন

করা হয়েছে। সব ছাত্র-ছাত্রী আসবে, অভিভাবক,

অতিথি। এতো দিনের

পরিশ্রমে গড়ে তোলা স্কুলের এতো বড় আয়োজন

আমি মিস করছি। ওরাও আমাকে খুব মিস করছে।

তারপরও আশা করি আয়োজন সাফল্য মন্ডিত হবে।

সবাই আমার জন্য, আমার স্কুলের জন্য দোয়া করবেন।

সবাইকে HAPPY NEW YEAR.



Jubaidul Islam Rukon at National Institute Of Traumatology and Orthopaedic Rehabilitation - NITOR



হাসপাতালের আজকের দিনটা কেমন যেন

অস্থিরতার সাথে গেল।কারণটা হয়তো আজ আমার

স্কুলের উদ্বোধনি ক্লাস ছিল। আজকের

দিনটা আমার জন্য জীবনের ব্যস্ততম দিন হবার

কথা ছিল।কিন্তু হাসপাতালের বেডে অলস

শুয়ে আছি। সারাদিন শুধু

ভেবেছি ওখানে কি কি হচ্ছে, স্কুল

কিভাবে সাজানো হয়েছে,

বাচ্চারা ছুটোছুটি করছে,

আমি থাকলে কি কি করতাম, আমি নাই

বলে আমাকে নিয়ে কে কি আলোচনা করছে কিন

আরো নানারকম চিন্তা - ভাবনা।তাই

হয়তো অস্থির লেগেছে। তবে দিন শেষে ভালও

লেগেছে যে সব কিছু খুব সুন্দরভাবে শেষ হয়েছে।

আজকের আয়োজনের সাথে সম্প্ৃক্ত সবাইকে অসংখ্য

ধন্যবাদ।



আল্লাহ যদি সুস্থ করে ইচ্ছা আছে ভবিষ্যতে লেখাগুলো বড় করার।সবাই দোয়া করবেন।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

মশিকুর বলেছেন:
এরকম আবেগি লেখা অনেক অনেক দিন পর পড়লাম। পোস্ট কি কল্পনাপ্রসূত নাকি বাস্তব। এব্যাপারে সম্ভব হলে একটু বিস্তারিত জানতে চাই।

:( :( :(

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: মশিকুর ভাই, লেখাগুলো আমার ফেসবুক স্ট্যাটাস। এমনিতে আমার লেখালেখির অভ্যাস নেই খুব একটা। কিন্তু হাসপাতালের সময়গুলো যখন খুব দীর্ঘতর মনে হয়, অথবা কষ্টগুলো যখন পাহাড় সমান মনে হয় তখন দু-চারটা লাইন লিখে হালকা হবার ব্রিথা চেষ্টা করি আরকি।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

অপরোজেয় বলেছেন: আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: আপনার দ্রুত সুস্থতা কামনা করছি

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: দোয়া করবেন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

জনাব মাহাবুব বলেছেন: আপনি এই কয়দিন যা দেখছেন তা সবই বাস্তব। অন্যের উপর নির্ভরশীল এক বড় বোঝার মত। দ্রুত আপনার সুস্থতা কামনা করছি।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: হুমমমমম।যে এই অবস্থায় না পরেছে, সে এটার বাস্তবিকতা কখনওই বুঝবেনা।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

মাহমুদ০০৭ বলেছেন: আল্লাহ আপনাকে ভাল রাখুন ।

আমরা আছি আপনার পাশে ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.