![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে চোখের সামনে একটা জীবন চলে গেল।পায়ে ফ্র্যাকচার নিয়ে পঙ্গুতে ভর্তি হয়েছিল।জেনারেল কন্ডিশন ছিল গুড।গতকাল সন্ধ্যায় ব্লাড ট্রান্সফিউশন করার সময় অস্বস্তি বোধ করে।রোগী আর সহ্য করতে পারছিল না বলে ব্লাড দেওয়া বন্ধ করা হয়।কিন্তু প্রায় ১০ ঘন্টা রোগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করল; কিন্তু এতো বড় হাসপাতালের একজন ডাক্তারেরও একটু সময় হলনা তাকে দেখার! রোগীর আত্বীয়-স্বজনের বারবার অনুরোধ সত্ব্যেও মানুষটা ১০ ঘন্টায় একজন ডাক্তারেরও দেখা পেলনা! সারাটা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ফজরের আযানের সময় মারা গেল।
হাসপাতাল কর্তৃপক্ষ যে কি দ্রুততার সাথে রিলিজ করে দিল, অবিশ্বাস্য!
কি আর লিখবো! টাকা টাকা টাকা! টাকা ছাড়া এই হাসপাতালে এক পা-ও কেউ নড়েনা । এই আমাদের সরকারী হাসপাতাল! এই আমাদের National Institute Of Traumatology and Orthopaedic
Rehabilitation - NITOR ???????
১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫২
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আমি আজ ২৩ দিন যাবৎ বাইকে এক্সিডেন্ট করে ভর্তি। ডান পায়ের হাটু ইনজুরড। ২৩ দিনে ছোট একটা ক্ষত স্থান তো শুকোয়ইনি, বরং ইনফেকশন দেখা দেখা দিয়েছে। টাকা না দিলে ড্রেসিং পর্যন্ত হয়না। আমি এ্যাডভান্স টাকা দিয়ে রাখছি, তারপরও পেছনে পেছনে ঘুরতে হয়।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০০
অপ্রচলিত বলেছেন: উদাস কিশোর বলেছেন: ধিক্কার জানাই ঐ সকল টাকার নেশায় মাতোয়ার ডাক্তারদের
আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
এম আর ইকবাল বলেছেন:
মনে হয় আমরা আমাদের নৈতিকতা, দ্বায়িত্ববোধ
সব কিছু হারিয়ে ফেলেছি ।
সব কিছুর একটা পর্রিকতন দরকার ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪২
উদাস কিশোর বলেছেন: ধিক্কার জানাই ঐ সকল টাকার নেশায় মাতোয়ার ডাক্তারদের