নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবায়দুল ইসলাম রোকন

জুবায়দুল ইসলাম রোকন › বিস্তারিত পোস্টঃ

জীবন কী মূল্যহীন!!!! রিপোস্ট

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১

শুধু হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে চোখের

সামনে একটা জীবন চলে গেল।পায়ে ফ্র্যাকচার

নিয়ে পঙ্গুতে ভর্তি হয়েছিল।জেনারেল কন্ডিশন ছিল গুড।গতকাল

সন্ধ্যায় ব্লাড ট্রান্সফিউশন করার সময় অস্বস্তি বোধ করে।

রোগী আর সহ্য করতে পারছিল না বলে ব্লাড দেওয়া বন্ধ করা হয়।

কিন্তু প্রায় ১০ ঘন্টা রোগী মৃত্যু যন্ত্রণায় ছটফট করল; কিন্তু

এতো বড় হাসপাতালের একজন ডাক্তারেরও একটু সময়

হলনা তাকে দেখার! রোগীর আত্বীয়-স্বজনের বারবার অনুরোধ

সত্ব্যেও মানুষটা ১০ ঘন্টায় একজন ডাক্তারেরও দেখা পেলনা!

সারাটা রাত মৃত্যু যন্ত্রণায় ছটফট করে ফজরের আযানের সময়

মারা গেল।

হাসপাতাল কর্তৃপক্ষ যে কি দ্রুততার সাথে রিলিজ করে দিল,

অবিশ্বাস্য!

কি আর লিখবো! টাকা টাকা টাকা! টাকা ছাড়া এই হাসপাতালে এক পা-

ও কেউ নড়েনা । এই আমাদের সরকারী হাসপাতাল! এই আমাদের

National Institute Of Traumatology and Orthopaedic

Rehabilitation - NITOR ???????আগের পোষ্ট

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভাই, বাংলাদেশের একমাত্র হসপিটাল যাকে নিয়ে প্রতিবছর রিপোট হয়; দালালের দৌরাত্য যেখানে নিত্যদিনের সঙ্গী; আর ডাক্তার সে তো ...মহা জ্ঞানী মহা গুরু ..যাদের সাথে জীবনের সর্ব শ্রেষ্ঠ ব্যবহার পাবেন আউট ডোরে...আর ...সর্বজন বিধিত ব্যবহার পাবেন চেম্বারে....কি আর বলবো ...

আমার এক মামা ও কাজিন নামকরা ডাক্তার যাঁরা ওখানে ক্লাস নিতেন তাঁদের রেফারেন্স দিয়েও আমি আমার মাকে বাধ্য হয়ে শ্যামলীর গলিতে ডাক্তারের ব্যক্তিগত ক্লিনিকে অপারেশন করাই।>

২| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

রিপেনডিল বলেছেন: একই পোস্ট দুইবার দিয়ে কি ফায়দা হল ভাই? আর টাকার ব্যাপারটা বুঝলাম না, বেসরকারি হাসপাতাল হলে নাহয় মানা যেত কিন্তু সরকারি হাসপাতালে কিসের টাকা, কোথায় টাকা, কারা নিচ্ছে টাকা? পেশেন্টের কন্ডিশন গুড ছিল এটা কার মন্তব্য আপনার না ডাক্তারের। ব্লাড দেবার পর খারাপ লাগল এরপর কি করলেন? সিস্টারকে ডেকেছিলেন? সে কি ডিউটি ডাক্তার কে ডেকেছিল? এরপর ডিউটি ডাক্তার কি করল? স্বাস্থ্যসেবা একটি কালেকটিভ এপ্রোচ এখানে ডাক্তারের একার ভূমিকা কতখানি সেটা জানা জরুরী।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ভাই আপনি কি বাংলাদেশে থাকেন????
যাই হোক, আমি সামুর ছোটখাটো ভিজিটর, ব্লগার না।আমি নিজেও এখন পঙ্গু হাসপাতালের বেডে শোয়া প্রায় ২৪ দিন যাবৎ। ঘটনাটি সারারাত জুড়ে আমার সামনের বেডে হয়েছে। গতকালের স্বাভাবিক মানুষটা মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আমার চোখের সামনে মারা গেছে।ঐ ঘটনায় পুরা ওয়ার্ড স্তম্ভিত হয়ে আছে।
আর সরকারি হাসপাতাল! আমার মনে হয়না আপনি জীবনে সরকারী হাসপাতালের বারান্দায় গেছেন! গেলে কখনওই এই ধরনের মন্তব্য করতেন না।যারা ভুক্তভোগী, তারাই শুধু বুঝতে পারবে।
আর ২য় বার পোষ্ট করেছি মানুষের মানবিকতা কে একটু জাগ্রত করার ছোট্ট প্রয়াসে।বুঝিনি আপনার মত বুদ্ধিজীবীর রোসানলে পরবো। ধন্যবাদ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

রিপেনডিল বলেছেন: কি করে বুঝলেন সরকারি হাসপাতালের বারান্দায় যাই কি যাইনি? ২৪ দিন বেডে থেকে সারা বাংলাদেশের সব সরকারি হাসপাতালের নাড়ি নক্ষত্র জেনে ফেললেন? আর আমার প্রশ্নের তো উত্তর দিলেন না, স্পেসিফিক প্রশ্ন করেছি। সরকারি বেসরকারি যে হাসপাতালই হোক না কেন একটি খারাপ ঘটনা দিয়ে পুরোটাকে অপবাদ দেয়া যায় না, আপনি একজনকে মরতে দেখেছেন আমি হাজার জনকে বাচতে দেখেছি। আর ঐ মৃত্যুর ঘটনাতে ডাক্তারের বা হাসপাতাল কর্তৃপক্ষের কার কি ভূমিকা ছিল সেটা তদন্তের বিষয়, এক নজর দেখেই বলে দেয়া যায় না অমুক অমুক দোষী। তাই আপনাকে স্পেসিফিক প্রশ্ন করেছি, পারলে উত্তর দিয়েন।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: ভাই,পঙ্গু হাসপাতালে আমি টাকা দেবার সিস্টেম জানতাম না।তাই আমার পায়ে ড্রেসিং হত ৩-৪ দিন পরপর। এইভাবে পায়ে ইনফেকশন হয়ে যায়।আপনিতো মনে হয় ডা:।ইনফেকশন রোগীর কাছে কতটা আতংকজনক বোঝেন তো।আর যখন ব্রাদার কে টাকা দেওয়া শিখলাম, এক পর্যায়ে এ্যাডভান্স দিলাম তখন থেকে খুব কেয়ার নিয়ে রেগুলার ড্রেসিং শুরু হল,কাল আমার ওটি।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫

রিপেনডিল বলেছেন: আপনার জন্য দোয়া রইল, কিন্তু ড্রেসিং কি ব্রাদার করে? আমি যখন সরকারি হাসপাতালে ইন্টার্নী করেছি তখন ড্রেসিং ডাক্তারেরাই করত। যদিও বাইরের দেশে সিস্টার/ব্রাদারেরাই ড্রেসিং করে এবং এটাই স্ট্যান্ডার্ড। হাসপাতালের অক্সিলারি সিস্টেম যেমন ব্রাদার/সিস্টার/ওয়ার্ড বয়/ প্রশাসন দূর্নীতিগ্রস্ত এটা আমি অস্বীকার করছি না কিন্তু এতে ডাক্তারের ভূমিকা কতখানি সেটাই প্রশ্ন। আমরা তো নির্দিধ্বায় সব দোষ ডাক্তারের উপরে দেই এটাই হল সমস্যা। আপনি যে রোগীর কথা বলেছেন তার মৃত্যুর কারন সম্ভবত ব্লাড ট্রান্সফিউশন জনিত রিএ্যাকশন, এখন এই খবরটা ডাক্তার পর্যন্ত পৌছেছে কিনা সেটাই প্রশ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.